ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি 

এসব ভয়ংকর অ্যাপ ফোনে থাকলে এখনই ডিলিট করুন

প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ১০:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৪ Time View

সারাক্ষণ স্মার্টফোনে নানান কাজে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করছেন। এই অ্যাপই আপনার জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি গুগল প্লে স্টোরের কয়েকটি অ্যাপের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। যেগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা চুরি করে, এমনকি ফোন কল রেকর্ড করতে সক্ষম।

গুগল দূষিত অ্যাপগুলোকে প্লে স্টোরে প্রবেশ করা থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বললেও, বারবার নতুন হুমকির ঘটনাগুলো এর সামগ্রিক কাজ নিয়ে প্রশ্ন উত্থাপন করে। ইএসইটি-এর গবেষকরা এসব তথ্য সামনে আনেন। তারা ভাজরাস্পাই নামের একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান পান যা তারা ১২টি অ্যাপের মধ্যে পেয়েছেন। খবর টেক রাডার।

গুগলের জন্য বড় উদ্বেগের বিষয় হল এই অ্যাপগুলোর মধ্যে ৬টি দুই বছরেরও বেশি সময় ধরে উপস্থিত ছিল। সংস্থাটি এই ৬টি অ্যাপ সরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সেগুলো অন্যান্য অ্যাপ স্টোর থেকে পাওয়া যায়। যার অর্থ ইউজারদের এখনও সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদের অ্যান্ড্রয়েড ফোনে সেগুলো সাইডলোড করা এড়াতে হবে।

দেখে নিন কোন অ্যাপগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনার ফোনে অ্যাপগুলো থাকলে দ্রুত তা ডিলিট করে ফেলুন।

গুগল প্লে স্টোরে এমন ৬টি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া গিয়েছে –
প্রাইভি টক,
লেটস চ্যাট,
কুইক চ্যাট,
চিট চ্যাট,
রাফাগাট,
মিটমি।

এছাড়াও এমন অনেক অ্যাপ আছে যা দরকারের সময়ে আপনি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে। কিন্তু সাবধান! এসব অ্যাপ ডাউনলোডের সুযোগেই মোবাইলে হয়তো ঢুকে পড়ছে ভাইরাস কিংবা হ্যাক হয়ে যাচ্ছে আপনার মোবাইল ফোন। সম্প্রতি গুগল এ রকম ২২টি অ্যাপকে চিহ্নিত করে ডিলিট করে দিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এবেলাডটইনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে গুগল প্রায় ৭ লাখ অ্যাপ ডিলিট করে দিয়েছিল! নতুন বছরের শুরুতেই এ রকম ২২টি অ্যাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে গুগল কর্তৃপক্ষ।

অ্যাপগুলো হলো- স্মার্ট সুইপ, রিয়েল টাইম বুস্টার, ফাইল ট্রান্সফার প্রো, নেটওয়ার্ক গার্ড, এলইডি ফ্লাশলাইট, ভয়েস রেকর্ডার প্রো, ফ্রি ওয়াইফাই প্রো, কল রেকর্ডার প্রো, কল রেকর্ডার, রিয়েল টাইম ক্লিনার, সুপার ফ্লাশলাইট লাইট, কল ফ্লাশলাইট, মাস্টার ওয়াইফাই কি, ওয়াইফাই সিকউরিটি মাস্টার- (ওয়াইফাই এনালাইজার, স্পিড টেস্ট), ফ্রি ওয়াইফাই কানেক্ট, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট অলমাইটলি, ব্রাইটেস্ট ফ্লাশলাইট, কল রেকর্ডিং ম্যানেজার, স্মার্ট ফ্রি ওয়াইফাই, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট প্রো, ড. ক্লিনার লাইট, ওয়ালপেপার এইচডি-ব্যাকগ্রাউন্ড।

এই অ্যাপগুলো ব্যবহার করলে মোবাইল ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পাশাপাশি হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে প্রবল। তাই সব দিক বিবেচনা করেই এই অ্যাপগুলো ডিলিট করা হয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এসব ভয়ংকর অ্যাপ ফোনে থাকলে এখনই ডিলিট করুন

Update Time : ১০:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

সারাক্ষণ স্মার্টফোনে নানান কাজে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করছেন। এই অ্যাপই আপনার জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি গুগল প্লে স্টোরের কয়েকটি অ্যাপের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। যেগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা চুরি করে, এমনকি ফোন কল রেকর্ড করতে সক্ষম।

গুগল দূষিত অ্যাপগুলোকে প্লে স্টোরে প্রবেশ করা থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বললেও, বারবার নতুন হুমকির ঘটনাগুলো এর সামগ্রিক কাজ নিয়ে প্রশ্ন উত্থাপন করে। ইএসইটি-এর গবেষকরা এসব তথ্য সামনে আনেন। তারা ভাজরাস্পাই নামের একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান পান যা তারা ১২টি অ্যাপের মধ্যে পেয়েছেন। খবর টেক রাডার।

গুগলের জন্য বড় উদ্বেগের বিষয় হল এই অ্যাপগুলোর মধ্যে ৬টি দুই বছরেরও বেশি সময় ধরে উপস্থিত ছিল। সংস্থাটি এই ৬টি অ্যাপ সরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সেগুলো অন্যান্য অ্যাপ স্টোর থেকে পাওয়া যায়। যার অর্থ ইউজারদের এখনও সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদের অ্যান্ড্রয়েড ফোনে সেগুলো সাইডলোড করা এড়াতে হবে।

দেখে নিন কোন অ্যাপগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনার ফোনে অ্যাপগুলো থাকলে দ্রুত তা ডিলিট করে ফেলুন।

গুগল প্লে স্টোরে এমন ৬টি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া গিয়েছে –
প্রাইভি টক,
লেটস চ্যাট,
কুইক চ্যাট,
চিট চ্যাট,
রাফাগাট,
মিটমি।

এছাড়াও এমন অনেক অ্যাপ আছে যা দরকারের সময়ে আপনি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে। কিন্তু সাবধান! এসব অ্যাপ ডাউনলোডের সুযোগেই মোবাইলে হয়তো ঢুকে পড়ছে ভাইরাস কিংবা হ্যাক হয়ে যাচ্ছে আপনার মোবাইল ফোন। সম্প্রতি গুগল এ রকম ২২টি অ্যাপকে চিহ্নিত করে ডিলিট করে দিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এবেলাডটইনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে গুগল প্রায় ৭ লাখ অ্যাপ ডিলিট করে দিয়েছিল! নতুন বছরের শুরুতেই এ রকম ২২টি অ্যাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে গুগল কর্তৃপক্ষ।

অ্যাপগুলো হলো- স্মার্ট সুইপ, রিয়েল টাইম বুস্টার, ফাইল ট্রান্সফার প্রো, নেটওয়ার্ক গার্ড, এলইডি ফ্লাশলাইট, ভয়েস রেকর্ডার প্রো, ফ্রি ওয়াইফাই প্রো, কল রেকর্ডার প্রো, কল রেকর্ডার, রিয়েল টাইম ক্লিনার, সুপার ফ্লাশলাইট লাইট, কল ফ্লাশলাইট, মাস্টার ওয়াইফাই কি, ওয়াইফাই সিকউরিটি মাস্টার- (ওয়াইফাই এনালাইজার, স্পিড টেস্ট), ফ্রি ওয়াইফাই কানেক্ট, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট অলমাইটলি, ব্রাইটেস্ট ফ্লাশলাইট, কল রেকর্ডিং ম্যানেজার, স্মার্ট ফ্রি ওয়াইফাই, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট প্রো, ড. ক্লিনার লাইট, ওয়ালপেপার এইচডি-ব্যাকগ্রাউন্ড।

এই অ্যাপগুলো ব্যবহার করলে মোবাইল ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পাশাপাশি হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে প্রবল। তাই সব দিক বিবেচনা করেই এই অ্যাপগুলো ডিলিট করা হয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।