ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

উজ্জীবন এর জমকালো ফ্যামেলি ডে

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:২৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ৪৩ Time View

“ব্যায়াম করুন সুস্থ থাকুন, নিরোগদেহী সুস্থ্যমন, আমরা সবাই উজ্জীবন” এই স্লোগানে স্লোগানে উজ্জীবন পরিবারের সদস্যরা শিশিরস্নাত কুয়াশার চাদর গায়ে দিনব্যাপি মাতিয়ে রাখেন নরসিংদীর ড্র্র্র্র্র্র্রিম হলিডে র্পাক।

কাক ডাকা ভোরে রাজধানীর হাতিরঝিল এর উজ্জীবন চত্বর থেকে সদস্যরা ধীর পায়ে নয়াটোলা টিএন্ডটি মসজিদের সামনে জড়ো হন। সৌর্হাদ্য যাত্রায় বাসের বহর যানজট ঠেলে প্রায় ৫০০ অংশ গ্রহণকারী নিয়ে পৌছে যায় ড্র্র্র্র্র্র্রিম হলিডে পার্কের ভাড়া করা লেকভিউ স্পটে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব আবুল বাশার ২৬ জানুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল ইসলাম।

আবেগঘন স্বতস্ফূত অংশগ্রহণ এবং বিপুল উৎসাহ উদ্দীপনায় বনভোজন জমজমাট আনন্দমেলায় রুপ নেয়। মাঘের শীতে বাঘ কাবু হলেও নবীন প্রবীনের এই মিলন মেলায় অংশগ্রহণকারীরা পবিত্র কোরান তেলাওয়াত, আবৃতি, শিশু ও মহিলাদের নানা আয়োজনে এবং সঙ্গীতের সুরব্যঞ্জনায় বিমোহিত হন।

সুশৃঙ্খলভাবে ভোজনব্যঞ্জনায় মেতে ওঠেন রসনাবিলাসীরা। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় আর্কষনীয় র‌্যাফেল ড্র। আনন্দেরে বহুমাতৃকতায় শহুরে একঘেয়েমিপনা থেকে ক্ষনিকের মুক্তি এনে দেয় বনভোজীদের হিমেল হৃদয়ে।

সংগঠনের প্রবীন সদস্য সৈয়দ আকিব যাত্রাপথে একের পর এক আর্কষনীয় খাবার সরবরাহ এবং গানে, কবিতায় ছড়ায় মাতিয়ে রাখেন সারাক্ষণ। শৈশব- কৈশরের স্মৃতি টনটন করে বেজে ওঠে।

রাজধানীর হাতিরঝিল এর মধুবাগ ব্রীজ সংলগ্ন বটতলায় উজ্জীবন চত্বরে কাকডাকা ভোরে প্রতিদিন শুরু হয় শরীর র্চচা। মধুবাগ খেলার মাঠে শরীর র্চচার অঙ্গীকার নিয়ে ১৯৯৯ সালে কুয়াশাচ্ছন্ন এক সকালেই যাত্রা শুরু করেছিল উজ্জীবন।উদ্যোক্তা ছিলেন কাজী মোহাম্মদ ফিরোজ এবং মহিউদ্দিন। দুই যুগ পেরিয়ে সংগঠনটি এখনও সমহিমায় জানান দিচ্ছে তার গৌরবগাথা।

Please Share This Post in Your Social Media

উজ্জীবন এর জমকালো ফ্যামেলি ডে

Update Time : ১২:২৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

“ব্যায়াম করুন সুস্থ থাকুন, নিরোগদেহী সুস্থ্যমন, আমরা সবাই উজ্জীবন” এই স্লোগানে স্লোগানে উজ্জীবন পরিবারের সদস্যরা শিশিরস্নাত কুয়াশার চাদর গায়ে দিনব্যাপি মাতিয়ে রাখেন নরসিংদীর ড্র্র্র্র্র্র্রিম হলিডে র্পাক।

কাক ডাকা ভোরে রাজধানীর হাতিরঝিল এর উজ্জীবন চত্বর থেকে সদস্যরা ধীর পায়ে নয়াটোলা টিএন্ডটি মসজিদের সামনে জড়ো হন। সৌর্হাদ্য যাত্রায় বাসের বহর যানজট ঠেলে প্রায় ৫০০ অংশ গ্রহণকারী নিয়ে পৌছে যায় ড্র্র্র্র্র্র্রিম হলিডে পার্কের ভাড়া করা লেকভিউ স্পটে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব আবুল বাশার ২৬ জানুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল ইসলাম।

আবেগঘন স্বতস্ফূত অংশগ্রহণ এবং বিপুল উৎসাহ উদ্দীপনায় বনভোজন জমজমাট আনন্দমেলায় রুপ নেয়। মাঘের শীতে বাঘ কাবু হলেও নবীন প্রবীনের এই মিলন মেলায় অংশগ্রহণকারীরা পবিত্র কোরান তেলাওয়াত, আবৃতি, শিশু ও মহিলাদের নানা আয়োজনে এবং সঙ্গীতের সুরব্যঞ্জনায় বিমোহিত হন।

সুশৃঙ্খলভাবে ভোজনব্যঞ্জনায় মেতে ওঠেন রসনাবিলাসীরা। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় আর্কষনীয় র‌্যাফেল ড্র। আনন্দেরে বহুমাতৃকতায় শহুরে একঘেয়েমিপনা থেকে ক্ষনিকের মুক্তি এনে দেয় বনভোজীদের হিমেল হৃদয়ে।

সংগঠনের প্রবীন সদস্য সৈয়দ আকিব যাত্রাপথে একের পর এক আর্কষনীয় খাবার সরবরাহ এবং গানে, কবিতায় ছড়ায় মাতিয়ে রাখেন সারাক্ষণ। শৈশব- কৈশরের স্মৃতি টনটন করে বেজে ওঠে।

রাজধানীর হাতিরঝিল এর মধুবাগ ব্রীজ সংলগ্ন বটতলায় উজ্জীবন চত্বরে কাকডাকা ভোরে প্রতিদিন শুরু হয় শরীর র্চচা। মধুবাগ খেলার মাঠে শরীর র্চচার অঙ্গীকার নিয়ে ১৯৯৯ সালে কুয়াশাচ্ছন্ন এক সকালেই যাত্রা শুরু করেছিল উজ্জীবন।উদ্যোক্তা ছিলেন কাজী মোহাম্মদ ফিরোজ এবং মহিউদ্দিন। দুই যুগ পেরিয়ে সংগঠনটি এখনও সমহিমায় জানান দিচ্ছে তার গৌরবগাথা।