ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

ইউরোপজুড়ে তীব্র দাবদাহ

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / ৪৬ Time View

দক্ষিণ ইউরোপ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দিনে ইউরোপে তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতালিতে তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দেশটির ফ্লোরেন্স, রোমসহ ১০টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

গত মঙ্গলবার উত্তর ইতালিতে তীব্র গরমে চল্লিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতালীয় রাজনীতিবিদ নিকোলা ফ্রেটোয়ান্নি টুইট করেছেন, ‘আমরা একটি অসহনীয় তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছি। সম্ভবত এটি এমন উষ্ণতম সময়, গরমে মৃত্যু ও অসুস্থতা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা নেওয়া দরকা। ’রোমের কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ ব্যক্তিসহ দেশটির বেশ কয়েকজন পর্যটক ইতিমধ্যেই হিট স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ইটালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি নরকের তিন মাথার দানবের নামানুসারে এই তাপপ্রবাহের নাম দিয়েছে ‘সেরবেরাস হিটওয়েভ’। এটি আগামী কয়েক দিনের মধ্যে চরম পরিস্থিতি নিয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস বলেছে, আজ শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ হবে এবং বিবিসির আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইউরোপের বড় একটি অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দেখা যেতে পারে, এমকি আরো বেশিও হতে পারে। ২০২১ সালের আগস্টে ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর প্রভাবে গত বছর ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আশঙ্কা করা হচ্ছে, এই গ্রীষ্মে আরো অনেকের মৃত্যুর কারণ হতে পারে তীব্র তাপপ্রবাহ। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

ইউরোপজুড়ে তীব্র দাবদাহ

Update Time : ১১:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

দক্ষিণ ইউরোপ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দিনে ইউরোপে তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতালিতে তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দেশটির ফ্লোরেন্স, রোমসহ ১০টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

গত মঙ্গলবার উত্তর ইতালিতে তীব্র গরমে চল্লিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতালীয় রাজনীতিবিদ নিকোলা ফ্রেটোয়ান্নি টুইট করেছেন, ‘আমরা একটি অসহনীয় তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছি। সম্ভবত এটি এমন উষ্ণতম সময়, গরমে মৃত্যু ও অসুস্থতা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা নেওয়া দরকা। ’রোমের কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ ব্যক্তিসহ দেশটির বেশ কয়েকজন পর্যটক ইতিমধ্যেই হিট স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ইটালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি নরকের তিন মাথার দানবের নামানুসারে এই তাপপ্রবাহের নাম দিয়েছে ‘সেরবেরাস হিটওয়েভ’। এটি আগামী কয়েক দিনের মধ্যে চরম পরিস্থিতি নিয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস বলেছে, আজ শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ হবে এবং বিবিসির আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইউরোপের বড় একটি অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দেখা যেতে পারে, এমকি আরো বেশিও হতে পারে। ২০২১ সালের আগস্টে ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর প্রভাবে গত বছর ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আশঙ্কা করা হচ্ছে, এই গ্রীষ্মে আরো অনেকের মৃত্যুর কারণ হতে পারে তীব্র তাপপ্রবাহ। সূত্র : বিবিসি