ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ টেকনাফের বার্মিজ মার্কেটে সাবের হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

আরিফ ও সৌভিকের মৃত্যু স্বাভাবিক নয়, হত্যাকাণ্ড : সাকি

নওরোজ রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৭:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ৬৪ Time View

রাজধানীর ইস্কাটন এলাকায় ট্রাকচাপায় নিহত গণসংহতি আন্দোলন নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফেডারেশন নেতা সৌভিকের মৃত্যু স্বাভাবিক নয়, এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একইসঙ্গে তাদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেন তিনি।

শনিবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক।

দায়ীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়ে সাকি বলেন, দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।

সড়কে নির্বিচার হত্যাকাণ্ড ঘটছে দাবি করে অবিলম্বে এর অবসানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, এই মৃত্যু উদ্দেশ্যপ্রণোদিত কি না আমরা নিশ্চিত নই, কিন্তু এগুলো যে কাঠামোগত হত্যাকাণ্ড সেটা নিঃসন্দেহে বলা যায়। আমরা আরিফ ও সৌভিকসহ সড়কে মৃত্যুর প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

তিনি বলেন, আরিফুল ইসলাম ও সৌভিক করিমের মৃত্যু আমাদের সংগঠন, তাদের অগণিত বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছে এক অসহনীয় বেদনা ও অপূরণীয় ক্ষতি। কেবল আমাদের কাছেই নয়, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের জন্যও এটা একটা বড় ক্ষতি।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন, আরিফুল ইসলাম ও সৌভিক করিম সমাজের সবার মঙ্গলের জন্য চিন্তা করতেন এবং সে কাজে নিবেদিত ছিলেন। আরিফুল ইসলাম ছিলেন ছাত্ররাজনীতির এক উজ্জ্বল নাম। তিনি গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্ররাজনীতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা করেছে। ছাত্ররাজনীতি শেষ করে তিনি গণসংহতি আন্দোলনে যুক্ত হন এবং দেশের গণমানুষের রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি মননশীলতার চর্চায় ভূমিকা রাখতে প্রকৃতি পরিচয় প্রকাশনা এবং ইউপিএলে যুক্ত হয়ে জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রেখেছেন। সৌভিক করিম ছাত্রজীবন শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন, পাশাপাশি তার সংগীত চর্চা ও লেখালেখি অব্যাহত রাখেন। তরুণ বয়সেই তিনি এ দেশের সংগীত চর্চায় উজ্জ্বল অবদান রেখে গেছেন। তার রচিত গান বাংলা সিনেমার সর্বকালের সেরা ১০০টি গানের ভেতর জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাত ১২টার পর বাসায় ফেরার পথে ট্রাকচাপায় নিহত হন আরিফ ও সৌভিক।

Please Share This Post in Your Social Media

আরিফ ও সৌভিকের মৃত্যু স্বাভাবিক নয়, হত্যাকাণ্ড : সাকি

Update Time : ০৭:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

রাজধানীর ইস্কাটন এলাকায় ট্রাকচাপায় নিহত গণসংহতি আন্দোলন নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফেডারেশন নেতা সৌভিকের মৃত্যু স্বাভাবিক নয়, এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একইসঙ্গে তাদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেন তিনি।

শনিবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক।

দায়ীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়ে সাকি বলেন, দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।

সড়কে নির্বিচার হত্যাকাণ্ড ঘটছে দাবি করে অবিলম্বে এর অবসানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, এই মৃত্যু উদ্দেশ্যপ্রণোদিত কি না আমরা নিশ্চিত নই, কিন্তু এগুলো যে কাঠামোগত হত্যাকাণ্ড সেটা নিঃসন্দেহে বলা যায়। আমরা আরিফ ও সৌভিকসহ সড়কে মৃত্যুর প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

তিনি বলেন, আরিফুল ইসলাম ও সৌভিক করিমের মৃত্যু আমাদের সংগঠন, তাদের অগণিত বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছে এক অসহনীয় বেদনা ও অপূরণীয় ক্ষতি। কেবল আমাদের কাছেই নয়, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের জন্যও এটা একটা বড় ক্ষতি।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন, আরিফুল ইসলাম ও সৌভিক করিম সমাজের সবার মঙ্গলের জন্য চিন্তা করতেন এবং সে কাজে নিবেদিত ছিলেন। আরিফুল ইসলাম ছিলেন ছাত্ররাজনীতির এক উজ্জ্বল নাম। তিনি গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্ররাজনীতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা করেছে। ছাত্ররাজনীতি শেষ করে তিনি গণসংহতি আন্দোলনে যুক্ত হন এবং দেশের গণমানুষের রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি মননশীলতার চর্চায় ভূমিকা রাখতে প্রকৃতি পরিচয় প্রকাশনা এবং ইউপিএলে যুক্ত হয়ে জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রেখেছেন। সৌভিক করিম ছাত্রজীবন শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন, পাশাপাশি তার সংগীত চর্চা ও লেখালেখি অব্যাহত রাখেন। তরুণ বয়সেই তিনি এ দেশের সংগীত চর্চায় উজ্জ্বল অবদান রেখে গেছেন। তার রচিত গান বাংলা সিনেমার সর্বকালের সেরা ১০০টি গানের ভেতর জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাত ১২টার পর বাসায় ফেরার পথে ট্রাকচাপায় নিহত হন আরিফ ও সৌভিক।