ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

আমেরিকার স্যাংশনে সরকার টেনশনে: পার্থ

নওরোজ রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৫:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / ৫৩ Time View

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই— আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে। আগামীতে বাংলাদেশে আর এ ধরনের নির্বাচন হবে না। আজকে সরকার ক্ষমতার বলে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গ্রহণযোগ্য সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীতে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ফকিরাপুল পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের করে দলটি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়। বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ সমাবেশের সভাপতিত্ব করেন।

পার্থ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি যেকোনও জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকবো। আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্বাচন চাই। এ সরকার দুই দুইবার ভোটচুরির মাধ্যমে মানুষের বুকের ওপরে চেপে বসেছে, গণতন্ত্রের গলা চেপে ধরেছে এ সরকার।

পার্থ বলেন, আজকে সরকার ক্ষমতার মোহে সাধারণ জনগণ থেকে জনবিচ্ছন্ন হয়ে গেছে। আজ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে না। একজন ব্যবসায়ী আজ লাখ লাখ টাকা বিদেশের পাচার করেছেন। কিন্তু কষ্ট হয় একজন কৃষককে ২৫ হাজার টাকার জন্য জেলে যেতে হয়। জাতীয়তাবাদীর শক্তির কেন্দ্রবিন্দু খালেদা জিয়াকে মাত্র ২ কোটির টাকার জন্য জেলখানায় থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে মাত্র ৩৫ লাখ টাকার জন্য মিথ্যা মামলা দিয়ে হেনস্তা করা হয়। অথচ দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। এ সময় আর বেশিদিন থাকবে না।

তিনি আরও বলেন, গত ৬ আগস্ট ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়বাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপির যে কোনো কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তারই ধারাবাহিকতায় গণমিছিল কর্মসূচি। আগামীতেও দলীয় কর্মসূচির পাশাপাশি সব কর্মসূচিতে বিএনপির পাশে থাকবো।

মহাসচিব আব্দুল মাতিন সাউদ বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার যে হুমকি দিয়েছে সে ভয় এখন সরকার কাঁপছে।
এসময আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন, যুগ্ম মহাসচিব আকবর হোসেন অঙ্গ সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

আমেরিকার স্যাংশনে সরকার টেনশনে: পার্থ

Update Time : ০৫:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই— আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে। আগামীতে বাংলাদেশে আর এ ধরনের নির্বাচন হবে না। আজকে সরকার ক্ষমতার বলে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গ্রহণযোগ্য সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীতে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ফকিরাপুল পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের করে দলটি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়। বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ সমাবেশের সভাপতিত্ব করেন।

পার্থ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি যেকোনও জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকবো। আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্বাচন চাই। এ সরকার দুই দুইবার ভোটচুরির মাধ্যমে মানুষের বুকের ওপরে চেপে বসেছে, গণতন্ত্রের গলা চেপে ধরেছে এ সরকার।

পার্থ বলেন, আজকে সরকার ক্ষমতার মোহে সাধারণ জনগণ থেকে জনবিচ্ছন্ন হয়ে গেছে। আজ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে না। একজন ব্যবসায়ী আজ লাখ লাখ টাকা বিদেশের পাচার করেছেন। কিন্তু কষ্ট হয় একজন কৃষককে ২৫ হাজার টাকার জন্য জেলে যেতে হয়। জাতীয়তাবাদীর শক্তির কেন্দ্রবিন্দু খালেদা জিয়াকে মাত্র ২ কোটির টাকার জন্য জেলখানায় থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে মাত্র ৩৫ লাখ টাকার জন্য মিথ্যা মামলা দিয়ে হেনস্তা করা হয়। অথচ দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। এ সময় আর বেশিদিন থাকবে না।

তিনি আরও বলেন, গত ৬ আগস্ট ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়বাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপির যে কোনো কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তারই ধারাবাহিকতায় গণমিছিল কর্মসূচি। আগামীতেও দলীয় কর্মসূচির পাশাপাশি সব কর্মসূচিতে বিএনপির পাশে থাকবো।

মহাসচিব আব্দুল মাতিন সাউদ বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার যে হুমকি দিয়েছে সে ভয় এখন সরকার কাঁপছে।
এসময আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন, যুগ্ম মহাসচিব আকবর হোসেন অঙ্গ সংগঠনের নেতারা।