ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি 

আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিলে এমনই হাল হবেঃ মির্জা আব্বাস

নওরোজ রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৮:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১২৭ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিশ্বে এত বড় রাজনৈতিক মিছিল, মুক্তির মিছিল কেউ করতে পারেনি। কারও চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। সারাদেশে আমাদের মিছিল হয়েছে শান্তিপূর্ণভাবে।

তিনি বলেন, বাংলা কলেজের সামনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের লোকজন এমন গণধোলাই দিয়েছে, হামলাকারীরা পালিয়ে গেছে। যারা গণধোলাই দিয়েছে তাদের ধন্যবাদ। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যারা বাধা দেবে তাদের এমনই হাল হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন বেলা ১১টায় গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি নেতাকর্মীরা। বিকেল পৌনে ৬টার দিকে রায়সাহেব বাজার মোড়ে প্রথম দিনের পদযাত্রা কর্মসূচির সমাপনী সমাবেশে শুরু হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা আব্বাস।

বিএনপির এ নেতা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের গণমানুষের অধিকার আদায় করবো। যারা এত বড় মিছিল করতে পেরেছে, তারা এ সরকারের পদত্যাগ ঘটাতেও পারবে। আগামীকালের মিছিল আরও বড় হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গতকালের নির্বাচনে (ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন) হিরো আলমকে মেরেছে। কারণ, তাদের (আওয়ামী লীগের) কোনো ভোট নেই। বিএনপির ভোট ৯০ ভাগ। তাই ওই নির্বাচন ভুয়া। মূলত এ সরকারই ভুয়া।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ও জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

Please Share This Post in Your Social Media

আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিলে এমনই হাল হবেঃ মির্জা আব্বাস

Update Time : ০৮:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিশ্বে এত বড় রাজনৈতিক মিছিল, মুক্তির মিছিল কেউ করতে পারেনি। কারও চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। সারাদেশে আমাদের মিছিল হয়েছে শান্তিপূর্ণভাবে।

তিনি বলেন, বাংলা কলেজের সামনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের লোকজন এমন গণধোলাই দিয়েছে, হামলাকারীরা পালিয়ে গেছে। যারা গণধোলাই দিয়েছে তাদের ধন্যবাদ। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যারা বাধা দেবে তাদের এমনই হাল হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন বেলা ১১টায় গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি নেতাকর্মীরা। বিকেল পৌনে ৬টার দিকে রায়সাহেব বাজার মোড়ে প্রথম দিনের পদযাত্রা কর্মসূচির সমাপনী সমাবেশে শুরু হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা আব্বাস।

বিএনপির এ নেতা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের গণমানুষের অধিকার আদায় করবো। যারা এত বড় মিছিল করতে পেরেছে, তারা এ সরকারের পদত্যাগ ঘটাতেও পারবে। আগামীকালের মিছিল আরও বড় হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গতকালের নির্বাচনে (ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন) হিরো আলমকে মেরেছে। কারণ, তাদের (আওয়ামী লীগের) কোনো ভোট নেই। বিএনপির ভোট ৯০ ভাগ। তাই ওই নির্বাচন ভুয়া। মূলত এ সরকারই ভুয়া।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ও জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।