ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ৩৭ Time View

আজ আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় আইভী রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। এ কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা অংশ নেবেন। এ ছাড়া ভৈরবে নানা কর্মসূচি পালন করা হবে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও আইভি ভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শহীদ বেগম আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া রাজধানীর গুলশানে আইভি টাওয়ারে তাঁর বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আইভি রহমান১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরব শহরের চন্ডিবের গ্রামে জন্মগ্রহণ করেন । তার বাবা জালাল উদ্দিন ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। ১৯৫৮ সালের ২৭ জুন জিল্লুর রহমানের (প্রয়াত রাষ্ট্রপতি) সঙ্গে তার বিয়ে হয়। তার বিয়ের প্রথম সাক্ষী ছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন। ১৯৮০ সালে তিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন।

তাঁদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং দুই মেয়ে তানিয়া ও ময়না। ১৯৭১ সালে আইভি রহমান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালে মহিলা আওয়ামী লীগ সদস্য এবং ১৯৮০ সালে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

Update Time : ১২:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

আজ আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় আইভী রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। এ কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা অংশ নেবেন। এ ছাড়া ভৈরবে নানা কর্মসূচি পালন করা হবে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও আইভি ভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শহীদ বেগম আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া রাজধানীর গুলশানে আইভি টাওয়ারে তাঁর বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আইভি রহমান১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরব শহরের চন্ডিবের গ্রামে জন্মগ্রহণ করেন । তার বাবা জালাল উদ্দিন ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। ১৯৫৮ সালের ২৭ জুন জিল্লুর রহমানের (প্রয়াত রাষ্ট্রপতি) সঙ্গে তার বিয়ে হয়। তার বিয়ের প্রথম সাক্ষী ছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন। ১৯৮০ সালে তিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন।

তাঁদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং দুই মেয়ে তানিয়া ও ময়না। ১৯৭১ সালে আইভি রহমান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালে মহিলা আওয়ামী লীগ সদস্য এবং ১৯৮০ সালে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি।