ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি 
ব্যারিস্টার কায়সার কামাল

আইনজীবী ও সাংবাদিক ভাইবোনদের কারা পিটিয়েছিল?

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ৯১ Time View

ছবিঃ সংগৃহীত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে- মাহবুব উদ্দিন খোকন ও ব্যরিস্টার কাদের সাহেব যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনে আমাদের আইনজীবী ও সাংবাদিক ভাইবোনদের কারা পিটিয়েছিল।

তাদের নির্দেশদাতা ছিলেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আমি আমার মুখের কথা বলছি না।

এফআইআর-এ সুস্পষ্টভাবে লেখা আছে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের নির্দেশে সুপ্রিম কোর্টে পুলিশ প্রবেশ করে ৷

আজ (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাই কোন মদতে আপনারা আমাদের আইনজীবী ও সাংবাদিকদের পেটাতে পুলিশ পাঠিয়েছিলেন। এই দুজন সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। সুতরাং আইনজীবী সমাজ আপনাদের ছাড়বে না।

তিনি বলেন, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ এই শব্দটি আজ শুধু জাতীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে একটি কোডে পরিণত হয়েছে।

আমরা আগেও বলেছি এখনও বলছি- যারা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করেন তারা দয়া করে পদত্যাগ করুন। শপথ নিয়ে কেউ রাজনৈতিক নেতা হতে পারে না। শপথবদ্ধ রাজনীতিবিদ একটি নতুন টার্ম।

আপনারা যেহেতু সেই টার্মে নিজেদের অভিহিত করেছেন সেহেতু নিজেরা পদত্যাগ করে অন্তত সুপ্রিম কোর্টকে বাঁচান। এই মহামান্য সুপ্রিমকোর্ট মানুষের সর্বশেষ আশ্রয়স্থল৷ এ জায়গাকে কলঙ্কিত করবেন না।

এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের ঈদগাহ ময়দানের পাশের গেট থেকে বের হয়ে প্রধান ফটক পর্যন্ত মিছিল করে।

মিছিলে তারা ‘গড়ে তোলো একতা, আইনজীবী জনতা’, ‘দফা এক, দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ’, ‘বিচারপতি এজলাস ছাড়ো- রাজনীতি করলে মাঠে আসো’, ‘অ্যাকশন অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন’, ‘লড়াই লড়াই লড়াই চাই- লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেন৷

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ব্যারিস্টার কায়সার কামাল

আইনজীবী ও সাংবাদিক ভাইবোনদের কারা পিটিয়েছিল?

Update Time : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে- মাহবুব উদ্দিন খোকন ও ব্যরিস্টার কাদের সাহেব যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনে আমাদের আইনজীবী ও সাংবাদিক ভাইবোনদের কারা পিটিয়েছিল।

তাদের নির্দেশদাতা ছিলেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আমি আমার মুখের কথা বলছি না।

এফআইআর-এ সুস্পষ্টভাবে লেখা আছে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের নির্দেশে সুপ্রিম কোর্টে পুলিশ প্রবেশ করে ৷

আজ (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাই কোন মদতে আপনারা আমাদের আইনজীবী ও সাংবাদিকদের পেটাতে পুলিশ পাঠিয়েছিলেন। এই দুজন সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। সুতরাং আইনজীবী সমাজ আপনাদের ছাড়বে না।

তিনি বলেন, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ এই শব্দটি আজ শুধু জাতীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে একটি কোডে পরিণত হয়েছে।

আমরা আগেও বলেছি এখনও বলছি- যারা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করেন তারা দয়া করে পদত্যাগ করুন। শপথ নিয়ে কেউ রাজনৈতিক নেতা হতে পারে না। শপথবদ্ধ রাজনীতিবিদ একটি নতুন টার্ম।

আপনারা যেহেতু সেই টার্মে নিজেদের অভিহিত করেছেন সেহেতু নিজেরা পদত্যাগ করে অন্তত সুপ্রিম কোর্টকে বাঁচান। এই মহামান্য সুপ্রিমকোর্ট মানুষের সর্বশেষ আশ্রয়স্থল৷ এ জায়গাকে কলঙ্কিত করবেন না।

এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের ঈদগাহ ময়দানের পাশের গেট থেকে বের হয়ে প্রধান ফটক পর্যন্ত মিছিল করে।

মিছিলে তারা ‘গড়ে তোলো একতা, আইনজীবী জনতা’, ‘দফা এক, দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ’, ‘বিচারপতি এজলাস ছাড়ো- রাজনীতি করলে মাঠে আসো’, ‘অ্যাকশন অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন’, ‘লড়াই লড়াই লড়াই চাই- লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেন৷

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।