ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

অস্ত্র হাতে আওয়ামী লীগের মিছিলে কে এই ব্যক্তি

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / ১০৩ Time View

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এক ব্যক্তি দেখা গেছে।

রোববার দুপুর দেড়টার দিকে বিএনপির নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় ওই ব্যক্তির হাতে শর্টগান দেখে অনেকেই অবাক হন।

মিছিলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জানা যায়, মিছিলে নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। আওয়ামী লীগের নারী কর্মীদের মিছিলে নেতৃত্ব দেন তার মেয়ে ওয়াহিদা হোসেন। এ সময় তার পাশে জিন্সের প্যান্ট ও কেডস পড়া এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপাসহ আওয়ামী লীগের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলের একাংশের সামনে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে অংশ নিতে দেখা গেছে। শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ ছাপিয়ে এলাকায় আলোচনা চলছে মিছিলের সামনে থাকা অস্ত্রধারীকে নিয়ে।

স্থানীয় সূত্র জানায়, গত ৩১ অক্টোবর একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘সাবেক এমপির নেওয়া আর্থিক সুবিধা ফেরত চেয়ে আইনি নোটিশ’ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এমন সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভ সমাবেশে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মেয়ের জামাইয়ের জাহিদ হাসান প্রীতমের গানম্যানকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।

এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমি বিষয়টি আগে জানতাম না। জানার পর অস্ত্রধারী কামরুজ্জামানকে বিক্ষোভ সমাবেশ থেকে দূরে সরিয়ে দেই। কামরুজ্জামানের শটগানটি লাইসেন্স করা। তাছাড়া, কামরুজ্জামান আব্দুস সালামের জামাতা জাহিদ হাসান প্রীতমের গানম্যান।

জানা গেছে, অস্ত্রধারী মো. কামরুজ্জামান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মো. দেলোয়ার হোসেনের ছেলে। কামরুজ্জামান মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মেয়ের জামাতা জাহিদ হাসান প্রীতমের গানম্যান।

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নাম্বারে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ দেখায়।

ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন বলেন, এরই মধ্যে বিষয়টি আমাদের নজরে এসেছে। অস্ত্রটি (১২ বোর শটগান)। কারোর লাইসেন্স করা অস্ত্র থাকলেও তা প্রকাশ্যে মহড়া দেওয়ার সুযোগ নেই। অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান বলেন, কারও কাছে লাইসেন্সধারী অস্ত্র থাকলেও তা প্রকাশ্যে প্রদর্শন করার সুযোগ নেই। আমরা খোঁজ নিয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, অস্ত্রধারী ওই ব্যক্তি দেহরক্ষী। তার নাম মো. কামরুজ্জামান। তিনি বাগেরহাটের কুমারখালী গ্রামের বাসিন্দা। কামরুজ্জমান ওয়াহিদা হোসেনের স্বামী জাহিদ হাসানের দেহরক্ষী। অস্ত্রটি বৈধ। তবে অস্ত্রটি কারো দিকে তাক করা হয়নি। আকারে বড় থাকায় অস্ত্রটি গাড়িতে না রেখে দেহরক্ষী সেটি নিজের সঙ্গে বহন করছিলেন।

তবে জনসমক্ষে এভাবে প্রদর্শন করা ঠিক হয়নি বলে জানান আমিনুল ইসলাম শাহান।

আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে কামরুজ্জামানের ডানে জাহিদ হাসান ও তার স্ত্রী ওয়াহিদা হোসেনকে দেখা গেছে।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জমান বলেন, ওই ব্যক্তির হাতে যে অস্ত্র ছিল তা লাইসেন্স করা (বৈধ)। এরপরও বিষয়টি আরও তদন্ত করে দেখছি।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী রঞ্জিত কুমার বর্মণ একটি আইনি নোটিশ দেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালামসহ ৬ জনকে। কিশোরগঞ্জের হোসেনপুরের সিদ্দিক হোসেনে পক্ষের নোটিশটি দেওয়া হয়। নোটিশে বলা হয়েছিল, ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে হাইকোর্টের রায়ে আব্দুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করা হয়। তাই সংসদ সদস্য থাকা অবস্থায় নেওয়া রাষ্ট্রীয় আর্থিক সুবিধা (শুল্কমুক্ত গাড়িসহ) ১৫ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরৎ দিতে বলা হয়।

নোটিশটি নিয়ে গত ৩১ একটি একটি সংবাদ মাধ্যম ‘সাবেক এমপির নেওয়া আর্থিক সুবিধা ফেরত চেয়ে আইনি নোটিশ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ কয়েকজনকে লিগ্যাল নোটিশ দিয়েছে উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল।

Please Share This Post in Your Social Media

অস্ত্র হাতে আওয়ামী লীগের মিছিলে কে এই ব্যক্তি

Update Time : ০৯:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এক ব্যক্তি দেখা গেছে।

রোববার দুপুর দেড়টার দিকে বিএনপির নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় ওই ব্যক্তির হাতে শর্টগান দেখে অনেকেই অবাক হন।

মিছিলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জানা যায়, মিছিলে নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। আওয়ামী লীগের নারী কর্মীদের মিছিলে নেতৃত্ব দেন তার মেয়ে ওয়াহিদা হোসেন। এ সময় তার পাশে জিন্সের প্যান্ট ও কেডস পড়া এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপাসহ আওয়ামী লীগের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলের একাংশের সামনে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে অংশ নিতে দেখা গেছে। শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ ছাপিয়ে এলাকায় আলোচনা চলছে মিছিলের সামনে থাকা অস্ত্রধারীকে নিয়ে।

স্থানীয় সূত্র জানায়, গত ৩১ অক্টোবর একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘সাবেক এমপির নেওয়া আর্থিক সুবিধা ফেরত চেয়ে আইনি নোটিশ’ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এমন সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভ সমাবেশে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মেয়ের জামাইয়ের জাহিদ হাসান প্রীতমের গানম্যানকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।

এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমি বিষয়টি আগে জানতাম না। জানার পর অস্ত্রধারী কামরুজ্জামানকে বিক্ষোভ সমাবেশ থেকে দূরে সরিয়ে দেই। কামরুজ্জামানের শটগানটি লাইসেন্স করা। তাছাড়া, কামরুজ্জামান আব্দুস সালামের জামাতা জাহিদ হাসান প্রীতমের গানম্যান।

জানা গেছে, অস্ত্রধারী মো. কামরুজ্জামান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মো. দেলোয়ার হোসেনের ছেলে। কামরুজ্জামান মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মেয়ের জামাতা জাহিদ হাসান প্রীতমের গানম্যান।

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নাম্বারে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ দেখায়।

ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন বলেন, এরই মধ্যে বিষয়টি আমাদের নজরে এসেছে। অস্ত্রটি (১২ বোর শটগান)। কারোর লাইসেন্স করা অস্ত্র থাকলেও তা প্রকাশ্যে মহড়া দেওয়ার সুযোগ নেই। অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান বলেন, কারও কাছে লাইসেন্সধারী অস্ত্র থাকলেও তা প্রকাশ্যে প্রদর্শন করার সুযোগ নেই। আমরা খোঁজ নিয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, অস্ত্রধারী ওই ব্যক্তি দেহরক্ষী। তার নাম মো. কামরুজ্জামান। তিনি বাগেরহাটের কুমারখালী গ্রামের বাসিন্দা। কামরুজ্জমান ওয়াহিদা হোসেনের স্বামী জাহিদ হাসানের দেহরক্ষী। অস্ত্রটি বৈধ। তবে অস্ত্রটি কারো দিকে তাক করা হয়নি। আকারে বড় থাকায় অস্ত্রটি গাড়িতে না রেখে দেহরক্ষী সেটি নিজের সঙ্গে বহন করছিলেন।

তবে জনসমক্ষে এভাবে প্রদর্শন করা ঠিক হয়নি বলে জানান আমিনুল ইসলাম শাহান।

আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে কামরুজ্জামানের ডানে জাহিদ হাসান ও তার স্ত্রী ওয়াহিদা হোসেনকে দেখা গেছে।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জমান বলেন, ওই ব্যক্তির হাতে যে অস্ত্র ছিল তা লাইসেন্স করা (বৈধ)। এরপরও বিষয়টি আরও তদন্ত করে দেখছি।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী রঞ্জিত কুমার বর্মণ একটি আইনি নোটিশ দেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালামসহ ৬ জনকে। কিশোরগঞ্জের হোসেনপুরের সিদ্দিক হোসেনে পক্ষের নোটিশটি দেওয়া হয়। নোটিশে বলা হয়েছিল, ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে হাইকোর্টের রায়ে আব্দুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করা হয়। তাই সংসদ সদস্য থাকা অবস্থায় নেওয়া রাষ্ট্রীয় আর্থিক সুবিধা (শুল্কমুক্ত গাড়িসহ) ১৫ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরৎ দিতে বলা হয়।

নোটিশটি নিয়ে গত ৩১ একটি একটি সংবাদ মাধ্যম ‘সাবেক এমপির নেওয়া আর্থিক সুবিধা ফেরত চেয়ে আইনি নোটিশ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ কয়েকজনকে লিগ্যাল নোটিশ দিয়েছে উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল।