ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় শিশুসহ আহত ৭

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ১২১ Time View

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যানেসি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছে, যাদের মধ্যে ছয়জনই শিশু। শিশুদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৮ জুন) অ্যানেসির একটি খোলা চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, হামলায় মোটে নয়জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক। আহত শিশুদের সবার বয়সই প্রায় তিন বছর।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন সন্দেহভাজন হামলাকারীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, যে শহরে এ ঘটনা ঘটেছে, তা সুইস সীমান্ত থেকে বেশি দূরে নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের আশপাশের রাস্তাগুলো বন্ধ রাখা হয়ছে ও প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন ঘটনাস্থলে যাচ্ছেন। এদিকে, হামলার ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেছে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি।

নাম না প্রকাশের শর্তে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের এক কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলার অনুমতি আমার নেই। তবে এ ঘটনায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, কী কারণে বা কোন উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে, তা সম্পর্কে এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহে ঘটনাস্থলে তদন্ত ও গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় শিশুসহ আহত ৭

Update Time : ০৯:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যানেসি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছে, যাদের মধ্যে ছয়জনই শিশু। শিশুদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৮ জুন) অ্যানেসির একটি খোলা চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, হামলায় মোটে নয়জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক। আহত শিশুদের সবার বয়সই প্রায় তিন বছর।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন সন্দেহভাজন হামলাকারীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, যে শহরে এ ঘটনা ঘটেছে, তা সুইস সীমান্ত থেকে বেশি দূরে নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের আশপাশের রাস্তাগুলো বন্ধ রাখা হয়ছে ও প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন ঘটনাস্থলে যাচ্ছেন। এদিকে, হামলার ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেছে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি।

নাম না প্রকাশের শর্তে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের এক কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলার অনুমতি আমার নেই। তবে এ ঘটনায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, কী কারণে বা কোন উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে, তা সম্পর্কে এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহে ঘটনাস্থলে তদন্ত ও গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

সূত্র: বিবিসি