ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / ১০১ Time View

৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার ৩ আগস্ট পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ৪১ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য পিএসসি পূর্ণ কমিশনের সভা ডাকা হয়। এতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সভাপতিত্ব করেন। সভায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল অনুমোদন দেওয়া হয়।

প্রকাশিত ফলে দেখা যায়, প্রশাসন ক্যাডারে ৩২৩ জনকে, পুলিশে ১০০ জনকে, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জনকে, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১০৮ জন, ডেন্টিস্ট পদে ১৭১ জনকে, কৃষি ক্যাডারে ২৩০ জনকে, শিক্ষা ক্যাডারে ৮৮৮ জনকে, বন ক্যাডারে ৩৬ জনকে, পশুসম্পদ ক্যাডারে ৭৬ জনকে, তথ্য ক্যাডারের তিন পদে ৩৮ জনকে, কর ক্যাডারে ৬০ জনকে ও অন্যান্য ক্যাডারে ৪৬৫ জনকে সুপারিশ করা হয়েছে।

পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এছাড়া নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন।

গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। আর গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা। সকল প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ

Update Time : ০৯:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার ৩ আগস্ট পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ৪১ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য পিএসসি পূর্ণ কমিশনের সভা ডাকা হয়। এতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সভাপতিত্ব করেন। সভায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল অনুমোদন দেওয়া হয়।

প্রকাশিত ফলে দেখা যায়, প্রশাসন ক্যাডারে ৩২৩ জনকে, পুলিশে ১০০ জনকে, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জনকে, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১০৮ জন, ডেন্টিস্ট পদে ১৭১ জনকে, কৃষি ক্যাডারে ২৩০ জনকে, শিক্ষা ক্যাডারে ৮৮৮ জনকে, বন ক্যাডারে ৩৬ জনকে, পশুসম্পদ ক্যাডারে ৭৬ জনকে, তথ্য ক্যাডারের তিন পদে ৩৮ জনকে, কর ক্যাডারে ৬০ জনকে ও অন্যান্য ক্যাডারে ৪৬৫ জনকে সুপারিশ করা হয়েছে।

পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এছাড়া নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন।

গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। আর গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা। সকল প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।