ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘন্টার মধ্যে আকাশ হত্যা মামলার রহস্য উন্মোচন করলো পিবিআই

আরিফুল হক নভেল
  • Update Time : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / ৫০ Time View

২৪ ঘন্টার মধ্যে কোতয়ালী থানাধীন যশোর শহরতলীর শংকরপুরে আলোচিত আকাশ হত্যা মামলার রহস্য উন্মোচন সহ আসামী সাগর, আকাশ ও অনিককে গ্রেফতার এবং আলামত উদ্ধার করেছে যশোর পিবিআই ।

গত ২৯/০২/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় আব্দুল আলিম ওরফে ছোট আকাশ(২০),অনিক হাসান ওরফে অনি (২৬) যশোরের ঝিকরগাছা থানাধীন বাকড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত্র অনুমান ০১.১০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন ৭নং ওয়ার্ড শংকরপুরস্থ ইসাহাক সড়কে (পশ্চিম পাড়া) জনৈক ইদ্রিস আলীর বাড়ির দক্ষিণ পাশের্ রাস্তার উপর মোঃ আজিম হোসেন ওরফে আকাশ (২১) কে দুর্বৃত্তরা ধারাল ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। জখমী অবস্থায় চিকিৎসার জন্য ভিকটিমকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর কোতয়ালী থানার মামলা নং-১০৭, তারিখ : ২৯/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

উক্ত বিষয়টি পিবিআই যশোর অবগত হয়ে পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক, এসআই(নিঃ)/ স্নেহাশিস দাশ, এসআই(নিঃ)/ শরীফ এনামুল হক, এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমানসহ পিবিআই ক্রাইমসিন টিম হত্যাকান্ড সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করেন।

মামলার তদন্তভার গ্রহন করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান ঘটনা সংক্রান্তে জড়িত আসামীদেরকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, আসামিদের সাথে ভিকটিম আজিম হোসেন ওরফে আকাশের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে আসামীরা আজিম হোসেন ওরফে অকাশকে খুন করার পরিকল্পনা করে।

পূর্বপরিকল্পনানুযায়ী গত ২৮/০২/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০১.১০ ঘটিকার সময় আসামী সাব্বির @ গোল্ডেন সাব্বির, মুরগী সোহেল, মামুন ভিকটিম আজিম হোসেন @ আকাশকে ডেকে নিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ শংকরপুর, ইসাহাক সড়ক (পশ্চিমপাড়া) জনৈক ইদ্রিস আলীর বাড়ির দক্ষিণ পাশে চায়ের দোকানের সামনে কথা বলছিল।

এমন সময় আসামী মো: সোহান, অনিক হাসান ওরফে অনি, সিরাজুল ইসলাম, আব্দুল আলিমওরফে ছোট আকাশ, ইয়াছিন, রাহুল, নয়ন, রমজান ওরফে ছোট রমজানগণ হাতে চাইনিস কুড়াল, চাকু, হাসুয়া, কাটারি কুড়াল ও লাঠিসোঠা সহ তথায় হাজির হয়ে আকাশকে ঘিরে ধরে এবং তাকে খুন করার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে মারপিট করতে থাকে। একপর্যায়ে আসামী সোহান তার কাছে থাকা চাকু দিয়ে ভিকটিম আজিম হোসেন ওরফে আকাশের গলায় চাকু ঢুকিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।

উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতাররের জন্য পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক, এসআই(নিঃ)/ স্নেহাশিস দাশ, এসআই(নিঃ)/ শরীফ এনামুল হক, এসআই(নিঃ)/ মোঃ হাবিবুর রহমান ও সংগীয় অফিসার ফোর্স সহ পিবিআই যশোর জেলার চৌকস দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে গত ২৮/০২/২০২৪ খ্রিঃ দুপুর অনুমান ১৫.৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন শংকরপুর এলাকা হতে ১) আব্দুল হাকিম ওরফে সাগর(২০), পিং-আব্দুল খালেক, সাং-শংকরপুর, রায়পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার পূর্বক অন্যান্য আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধারের নিমিত্তে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন অদ্য ২৯/০২/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ১) আব্দুল আলিম @ ছোট আকাশ(২০), পিং-আব্দুল খালেক, ২) অনিক হাসান @ অনি (২৬), পিতা-আলতাফ হোসেন @ আলতু, উভয়সাং-শংকরপুর, রায়পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরদেকে ঝিকরগাছা থানাধীন বাকড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

আসামিদের দেওয়া তথ্য ও দেখানো মতে অদ্য ২৯/০২/২০২৪ খ্রিঃ বেলা ১২.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী থানাধীন শংকরপুরস্থ জনৈক আব্দুল রাজ্জাক এর বসত বাড়ির টয়লেটের টিনের চালের উপর হতে ৪টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া ও ১টি কথিত কাটারি কুড়াল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। আসামি আব্দুল হাকিম ওরফে সাগর(২০) কে অদ্য ২৯/০২/২০২৪ খ্রিঃ জনাব বর্ণালী রানী , বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত কোতয়ালী, যশোর আদালতে সোপর্দ করা হয়। আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ধৃত আসামী ১) আব্দুল আলিম @ ছোট আকাশ(২০) ও ২) অনিক হাসান @ অনি (২৬) সহ অন্যান্য আসামীদের গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের নিমিত্তে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। যথাসময়ে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

২৪ ঘন্টার মধ্যে আকাশ হত্যা মামলার রহস্য উন্মোচন করলো পিবিআই

Update Time : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

২৪ ঘন্টার মধ্যে কোতয়ালী থানাধীন যশোর শহরতলীর শংকরপুরে আলোচিত আকাশ হত্যা মামলার রহস্য উন্মোচন সহ আসামী সাগর, আকাশ ও অনিককে গ্রেফতার এবং আলামত উদ্ধার করেছে যশোর পিবিআই ।

গত ২৯/০২/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় আব্দুল আলিম ওরফে ছোট আকাশ(২০),অনিক হাসান ওরফে অনি (২৬) যশোরের ঝিকরগাছা থানাধীন বাকড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত্র অনুমান ০১.১০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন ৭নং ওয়ার্ড শংকরপুরস্থ ইসাহাক সড়কে (পশ্চিম পাড়া) জনৈক ইদ্রিস আলীর বাড়ির দক্ষিণ পাশের্ রাস্তার উপর মোঃ আজিম হোসেন ওরফে আকাশ (২১) কে দুর্বৃত্তরা ধারাল ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। জখমী অবস্থায় চিকিৎসার জন্য ভিকটিমকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর কোতয়ালী থানার মামলা নং-১০৭, তারিখ : ২৯/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

উক্ত বিষয়টি পিবিআই যশোর অবগত হয়ে পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক, এসআই(নিঃ)/ স্নেহাশিস দাশ, এসআই(নিঃ)/ শরীফ এনামুল হক, এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমানসহ পিবিআই ক্রাইমসিন টিম হত্যাকান্ড সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করেন।

মামলার তদন্তভার গ্রহন করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান ঘটনা সংক্রান্তে জড়িত আসামীদেরকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, আসামিদের সাথে ভিকটিম আজিম হোসেন ওরফে আকাশের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে আসামীরা আজিম হোসেন ওরফে অকাশকে খুন করার পরিকল্পনা করে।

পূর্বপরিকল্পনানুযায়ী গত ২৮/০২/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০১.১০ ঘটিকার সময় আসামী সাব্বির @ গোল্ডেন সাব্বির, মুরগী সোহেল, মামুন ভিকটিম আজিম হোসেন @ আকাশকে ডেকে নিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ শংকরপুর, ইসাহাক সড়ক (পশ্চিমপাড়া) জনৈক ইদ্রিস আলীর বাড়ির দক্ষিণ পাশে চায়ের দোকানের সামনে কথা বলছিল।

এমন সময় আসামী মো: সোহান, অনিক হাসান ওরফে অনি, সিরাজুল ইসলাম, আব্দুল আলিমওরফে ছোট আকাশ, ইয়াছিন, রাহুল, নয়ন, রমজান ওরফে ছোট রমজানগণ হাতে চাইনিস কুড়াল, চাকু, হাসুয়া, কাটারি কুড়াল ও লাঠিসোঠা সহ তথায় হাজির হয়ে আকাশকে ঘিরে ধরে এবং তাকে খুন করার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে মারপিট করতে থাকে। একপর্যায়ে আসামী সোহান তার কাছে থাকা চাকু দিয়ে ভিকটিম আজিম হোসেন ওরফে আকাশের গলায় চাকু ঢুকিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।

উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতাররের জন্য পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক, এসআই(নিঃ)/ স্নেহাশিস দাশ, এসআই(নিঃ)/ শরীফ এনামুল হক, এসআই(নিঃ)/ মোঃ হাবিবুর রহমান ও সংগীয় অফিসার ফোর্স সহ পিবিআই যশোর জেলার চৌকস দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে গত ২৮/০২/২০২৪ খ্রিঃ দুপুর অনুমান ১৫.৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন শংকরপুর এলাকা হতে ১) আব্দুল হাকিম ওরফে সাগর(২০), পিং-আব্দুল খালেক, সাং-শংকরপুর, রায়পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার পূর্বক অন্যান্য আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধারের নিমিত্তে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন অদ্য ২৯/০২/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ১) আব্দুল আলিম @ ছোট আকাশ(২০), পিং-আব্দুল খালেক, ২) অনিক হাসান @ অনি (২৬), পিতা-আলতাফ হোসেন @ আলতু, উভয়সাং-শংকরপুর, রায়পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরদেকে ঝিকরগাছা থানাধীন বাকড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

আসামিদের দেওয়া তথ্য ও দেখানো মতে অদ্য ২৯/০২/২০২৪ খ্রিঃ বেলা ১২.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী থানাধীন শংকরপুরস্থ জনৈক আব্দুল রাজ্জাক এর বসত বাড়ির টয়লেটের টিনের চালের উপর হতে ৪টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া ও ১টি কথিত কাটারি কুড়াল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। আসামি আব্দুল হাকিম ওরফে সাগর(২০) কে অদ্য ২৯/০২/২০২৪ খ্রিঃ জনাব বর্ণালী রানী , বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত কোতয়ালী, যশোর আদালতে সোপর্দ করা হয়। আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ধৃত আসামী ১) আব্দুল আলিম @ ছোট আকাশ(২০) ও ২) অনিক হাসান @ অনি (২৬) সহ অন্যান্য আসামীদের গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের নিমিত্তে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। যথাসময়ে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।