ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জমি নিয়ে বিরোধ, ভাতিজার বিরুদ্ধে চাচাকে অপহরণের অভিযোগ মেধা ও মানসিক বিকাশের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতার তীব্র দাবদাহের জন্য ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর রহমান এক টাকাও বেতন নেন না চিফ হিট অফিসার: ডিএনসিসি মেয়র রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ছাড়িয়ে

সিলেটে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ১১৬ Time View

সিলেটে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক ভাবে নেমে যাচ্ছে । একই সাথে বাড়ছে পানিতে লবণাক্ততা। জেলার বিভিন্ন উপজেলায় নলকূপ দিয়ে পানি তুলতে আগের চেয়ে অনেক বেশি গভীরে পাইপ বসাতে হচ্ছে। কোন কোন উপজেলায় পূর্বে বসানো নলকূপ থেকে পানি উঠছেই না। উপজেলাগুলোর মতো সিলেট নগরী অবস্থাও একই। জলবায়ূ পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন ও যত্রতত্র গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলনের ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সিলেট জেলার প্রায় সবকটি উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর গেল কয়েক বছরে ৩০-৪০ ফুট নিচে নেমে গেছে। ফলে সাধারণ নলকূপ থেকে পানি ওঠছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগে যেসব নলকূপ দিয়ে পানি ওঠতো সেগুলোও বন্ধ হয়ে গেছে। যে কারণে সাধারণ নলকূপের স্থলে গভীর নলকূপ স্থাপন করছেন সাধারণ মানুষ। সিলেট নগরেও পানির স্তর নেমে যাওয়ায় চাহিদা মাফিক পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। ফলে সংকট দিন দিন বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পানির স্তর যেভাবে নিচে নামছে তা আশঙ্কাজনক। এই অবস্থা থেকে রক্ষা পেতে হলে জলবায়ূ রক্ষায় সচেতন হতে হবে। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি নদ-নদী, খাল ও জলাশয়গুলো সংস্কার করে পানির প্রবাহ বাড়াতে হবে। পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, সিলেট নগরীর সাবেক ২৭টি ওয়ার্ডে প্রায় ১৭ হাজার পানির গ্রাহক রয়েছেন। এই ১৭ হাজার গ্রাহককেও নিয়মিত পানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরো ১৫টি ওয়ার্ড। বর্ধিত ওয়ার্ডে আরো অন্তত অর্ধলাখ বাসা-বাড়ি রয়েছে। যেগুলো সিসিকের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের আওতার বাইরে। বর্ধিত এলাকার অনেক পাড়া-মহল্লায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি সংকট তীব্র হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের পানি শাখার কর্মকর্তারা জানান, বর্তমানে একটি শোধনাগার ও ৪১টি গভীর নলকূপ থেকে পানির সরবরাহ করা হচ্ছে। নগরীতে চার কোটি লিটার পানির চাহিদা রয়েছে। কিন্তু অর্ধেকের বেশি সরবরাহ সম্ভব হচ্ছে না।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের তথ্যমতে, সিলেটের বিভিন্ন উপজেলায় পানির স্তর নিম্নমুখী। এর মধ্যে সিলেট নগরীর বিভিন্ন অংশ, সিলেট সদর বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও টিলা অধ্যুষিত কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন রয়েছে। অনেক জায়গায় পানির স্তর ৩০-৪০ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে। যে কারণে পানি উত্তোলনের জন্য সাধারণ নলকূপের স্থলে এখন গভীর নলকূপ স্থাপন করতে হচ্ছে।

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের অধিকাংশ গ্রামে মাটির তলদেশে প্রচুর পাথরের অস্তিত্ব পাওয়া যায়। ফলে টিউবওয়েল বসিয়ে সেখানে সুফল মেলে না। তাই যুগ যুগ ধরে এখানে পানির একমাত্র উৎস কুয়া। স্থানীয়ভাবে যাকে ইন্দারা বলা হয়। এর ওপর নির্ভরশীল স্থানীয় মানুষের পানির যোগান।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আলমগীর হোসেন জানান, ‘কয়েক বছর ধরে সারা দেশেই পানির স্তর নিম্নমুখী। সিলেট সদর, দক্ষিণ সুরমাসহ সব কাটা উপজেলায় পানির স্তর নিম্নমুখী। তাই এখানে সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে।’ আলমগীর হোসেন আরও জানান, জলবায়ু পরিবর্তন, বৃষ্টি না হওয়া, খাল, নদী, পুকুর ভরাট হয়ে যাওয়া; সর্বোপরি বাসাবাড়ির কাজের জন্য মাত্রাতিরিক্ত ভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে এমনটা হচ্ছে। আবার সিলেট অঞ্চলে বৃষ্টিপাতও কম হচ্ছে। সব মিলিয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সিটি করপোরেশন থেকে পানি সরবরাহ করা হচ্ছে। বর্ধিত এলাকায়ও পানি সরবরাহ করা হবে। সিলেট ওয়াসা গঠন করা হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

সিলেটে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

Update Time : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

সিলেটে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক ভাবে নেমে যাচ্ছে । একই সাথে বাড়ছে পানিতে লবণাক্ততা। জেলার বিভিন্ন উপজেলায় নলকূপ দিয়ে পানি তুলতে আগের চেয়ে অনেক বেশি গভীরে পাইপ বসাতে হচ্ছে। কোন কোন উপজেলায় পূর্বে বসানো নলকূপ থেকে পানি উঠছেই না। উপজেলাগুলোর মতো সিলেট নগরী অবস্থাও একই। জলবায়ূ পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন ও যত্রতত্র গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলনের ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সিলেট জেলার প্রায় সবকটি উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর গেল কয়েক বছরে ৩০-৪০ ফুট নিচে নেমে গেছে। ফলে সাধারণ নলকূপ থেকে পানি ওঠছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগে যেসব নলকূপ দিয়ে পানি ওঠতো সেগুলোও বন্ধ হয়ে গেছে। যে কারণে সাধারণ নলকূপের স্থলে গভীর নলকূপ স্থাপন করছেন সাধারণ মানুষ। সিলেট নগরেও পানির স্তর নেমে যাওয়ায় চাহিদা মাফিক পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। ফলে সংকট দিন দিন বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পানির স্তর যেভাবে নিচে নামছে তা আশঙ্কাজনক। এই অবস্থা থেকে রক্ষা পেতে হলে জলবায়ূ রক্ষায় সচেতন হতে হবে। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি নদ-নদী, খাল ও জলাশয়গুলো সংস্কার করে পানির প্রবাহ বাড়াতে হবে। পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, সিলেট নগরীর সাবেক ২৭টি ওয়ার্ডে প্রায় ১৭ হাজার পানির গ্রাহক রয়েছেন। এই ১৭ হাজার গ্রাহককেও নিয়মিত পানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরো ১৫টি ওয়ার্ড। বর্ধিত ওয়ার্ডে আরো অন্তত অর্ধলাখ বাসা-বাড়ি রয়েছে। যেগুলো সিসিকের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের আওতার বাইরে। বর্ধিত এলাকার অনেক পাড়া-মহল্লায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি সংকট তীব্র হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের পানি শাখার কর্মকর্তারা জানান, বর্তমানে একটি শোধনাগার ও ৪১টি গভীর নলকূপ থেকে পানির সরবরাহ করা হচ্ছে। নগরীতে চার কোটি লিটার পানির চাহিদা রয়েছে। কিন্তু অর্ধেকের বেশি সরবরাহ সম্ভব হচ্ছে না।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের তথ্যমতে, সিলেটের বিভিন্ন উপজেলায় পানির স্তর নিম্নমুখী। এর মধ্যে সিলেট নগরীর বিভিন্ন অংশ, সিলেট সদর বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও টিলা অধ্যুষিত কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন রয়েছে। অনেক জায়গায় পানির স্তর ৩০-৪০ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে। যে কারণে পানি উত্তোলনের জন্য সাধারণ নলকূপের স্থলে এখন গভীর নলকূপ স্থাপন করতে হচ্ছে।

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের অধিকাংশ গ্রামে মাটির তলদেশে প্রচুর পাথরের অস্তিত্ব পাওয়া যায়। ফলে টিউবওয়েল বসিয়ে সেখানে সুফল মেলে না। তাই যুগ যুগ ধরে এখানে পানির একমাত্র উৎস কুয়া। স্থানীয়ভাবে যাকে ইন্দারা বলা হয়। এর ওপর নির্ভরশীল স্থানীয় মানুষের পানির যোগান।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আলমগীর হোসেন জানান, ‘কয়েক বছর ধরে সারা দেশেই পানির স্তর নিম্নমুখী। সিলেট সদর, দক্ষিণ সুরমাসহ সব কাটা উপজেলায় পানির স্তর নিম্নমুখী। তাই এখানে সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে।’ আলমগীর হোসেন আরও জানান, জলবায়ু পরিবর্তন, বৃষ্টি না হওয়া, খাল, নদী, পুকুর ভরাট হয়ে যাওয়া; সর্বোপরি বাসাবাড়ির কাজের জন্য মাত্রাতিরিক্ত ভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে এমনটা হচ্ছে। আবার সিলেট অঞ্চলে বৃষ্টিপাতও কম হচ্ছে। সব মিলিয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সিটি করপোরেশন থেকে পানি সরবরাহ করা হচ্ছে। বর্ধিত এলাকায়ও পানি সরবরাহ করা হবে। সিলেট ওয়াসা গঠন করা হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।