ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সন্তানদের নতুন জামা পরিয়ে রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরলেন না বাবা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির ফলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল হয়েছেঃ সিলেটে আইজিপি বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন সৌদিতে প্রথমবারের মতো সুইমস্যুট পরে র‌্যাম্পে হাঁটলেন মডেলরা ‘আয়রনম্যান’ চরিত্রে ফিরতে ‘আপত্তি নেই’ রবার্ট ডাউনি জুনিয়রের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী : কর্নেল অলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা কাঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২ বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী মেয়র তাপস মনগড়া ও অসত্য বক্তব্য দিচ্ছেন : সাঈদ খোকন

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের কালো কাপড় সরিয়ে দিল ছাত্র ইউনিয়ন

জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ৪১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের কালো কাপড় ও ভাস্কর্যে সাঁটিয়ে দেওয়া ব্যানার সরিয়ে দিয়েছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের বিকেলে এই কাজ করেন তারা। এর আগে গত ১২ ডিসেম্বর রাতে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে এই কালো কাপড় ও ব্যানার লাগিয়ে দিয়েছিল ছাত্রলীগ কর্মীরা।

বিজয় দিবস উপলক্ষে বিকেলে ছাত্র ইউনিয়নের একাংশের (দীপক শীল নেতৃত্বাধীন) উদ্যোগে একটি আলোকচিত্র প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু ওই কর্মসূচি না করে রাজু ভাস্কর্য থেকে কালো কাপড় ও ব্যানার সরানোর কর্মসূচি পালন করে তারা।

ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শাওন বিশ্বাস স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজার বরাতে বলা হয়, গত বুধবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কালো কাপড়ে ঢেকে দেয়। মূলত আগের দিন পাহাড়ে চার ছাত্রনেতা হত্যার প্রতিবাদে মশাল মিছিলে প্রগতিশীল ছাত্র সংগঠনের উপর ছাত্রলীগ হামলা করে। এই ঘটনা ধামাচাপা দিতে ছাত্র ইউনিয়নের উপর সন্ত্রাসী তকমা দিয়ে রাজু ভাস্কর্যকে কাল কাপড়ে ঢেকে দেয় এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দেখে নেয়ার হুশিয়ারি দেয়।

উক্ত বিবৃতিতে বলা হয়, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনে রাজু ভাস্কর্যকে মুড়িয়ে দেয়া কালো কাপড় খুলে আমরা ঘোষণা করছি শত শহীদের রক্তে গড়া ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্য বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্ত্রাস-মৌলবাদের বিরুদ্ধে লড়ে যাব।

প্রসঙ্গত, সম্প্রতি রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি রাখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের সঙ্গে রাগীব নাঈম নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির নেতা-কর্মীদের উত্তেজনা দেখা দেয়। মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের উদ্বোধন সামনে রেখে রাজু ভাস্কর্যের সামনে গত মাসের শেষ দিকে ওই প্রতিকৃতি রাখা হয়। এতে রাজু ভাস্কর্য আড়ালে চলে যাওয়ায় ছাত্রলীগের প্রতি সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ছাত্র ইউনিয়ন।

পরে ১২ ডিসেম্বর সন্ধ্যায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মশালমিছিল হয়। মশালমিছিল শেষে সমাবেশ করতে রাজু ভাস্কর্যের সামনে এলে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কয়েকজন নেতা-কর্মী সেই অস্থায়ী প্রতিকৃতি ভাঙচুর করেন। সেই রাতে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে ব্যানার সাঁটিয়ে দেয়।

ওই ঘটনার জেরে গত বৃহস্পতিবার রাগীব নাঈম নেতৃত্বাধীন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ চার নেতাকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ। এরপর ওই রাতেই ক্যাম্পাসের টিএসসি ও শামসুন নাহার হলের দেয়াল থেকে ছাত্র ইউনিয়নের দেয়াললিখন মুছে দেওয়া হয়। ছাত্র ইউনিয়ন এর জন্য ছাত্রলীগকে দায়ী করলেও তারা এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ।

Please Share This Post in Your Social Media

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের কালো কাপড় সরিয়ে দিল ছাত্র ইউনিয়ন

Update Time : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের কালো কাপড় ও ভাস্কর্যে সাঁটিয়ে দেওয়া ব্যানার সরিয়ে দিয়েছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের বিকেলে এই কাজ করেন তারা। এর আগে গত ১২ ডিসেম্বর রাতে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে এই কালো কাপড় ও ব্যানার লাগিয়ে দিয়েছিল ছাত্রলীগ কর্মীরা।

বিজয় দিবস উপলক্ষে বিকেলে ছাত্র ইউনিয়নের একাংশের (দীপক শীল নেতৃত্বাধীন) উদ্যোগে একটি আলোকচিত্র প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু ওই কর্মসূচি না করে রাজু ভাস্কর্য থেকে কালো কাপড় ও ব্যানার সরানোর কর্মসূচি পালন করে তারা।

ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শাওন বিশ্বাস স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজার বরাতে বলা হয়, গত বুধবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কালো কাপড়ে ঢেকে দেয়। মূলত আগের দিন পাহাড়ে চার ছাত্রনেতা হত্যার প্রতিবাদে মশাল মিছিলে প্রগতিশীল ছাত্র সংগঠনের উপর ছাত্রলীগ হামলা করে। এই ঘটনা ধামাচাপা দিতে ছাত্র ইউনিয়নের উপর সন্ত্রাসী তকমা দিয়ে রাজু ভাস্কর্যকে কাল কাপড়ে ঢেকে দেয় এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দেখে নেয়ার হুশিয়ারি দেয়।

উক্ত বিবৃতিতে বলা হয়, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনে রাজু ভাস্কর্যকে মুড়িয়ে দেয়া কালো কাপড় খুলে আমরা ঘোষণা করছি শত শহীদের রক্তে গড়া ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্য বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্ত্রাস-মৌলবাদের বিরুদ্ধে লড়ে যাব।

প্রসঙ্গত, সম্প্রতি রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি রাখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের সঙ্গে রাগীব নাঈম নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির নেতা-কর্মীদের উত্তেজনা দেখা দেয়। মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের উদ্বোধন সামনে রেখে রাজু ভাস্কর্যের সামনে গত মাসের শেষ দিকে ওই প্রতিকৃতি রাখা হয়। এতে রাজু ভাস্কর্য আড়ালে চলে যাওয়ায় ছাত্রলীগের প্রতি সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ছাত্র ইউনিয়ন।

পরে ১২ ডিসেম্বর সন্ধ্যায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মশালমিছিল হয়। মশালমিছিল শেষে সমাবেশ করতে রাজু ভাস্কর্যের সামনে এলে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কয়েকজন নেতা-কর্মী সেই অস্থায়ী প্রতিকৃতি ভাঙচুর করেন। সেই রাতে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে ব্যানার সাঁটিয়ে দেয়।

ওই ঘটনার জেরে গত বৃহস্পতিবার রাগীব নাঈম নেতৃত্বাধীন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ চার নেতাকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ। এরপর ওই রাতেই ক্যাম্পাসের টিএসসি ও শামসুন নাহার হলের দেয়াল থেকে ছাত্র ইউনিয়নের দেয়াললিখন মুছে দেওয়া হয়। ছাত্র ইউনিয়ন এর জন্য ছাত্রলীগকে দায়ী করলেও তারা এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ।