ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের সভাপতির লাশ উদ্ধার!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : ০৭:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ৪৪ Time View

লালমনিরহাটে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজপাড়া-বুড়ির বাজার আঞ্চলিক সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেরদৌস আহমেদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার এলাকার নুরুল হক-এর ছেলে। তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল খুনিয়াগাছ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। এর পাশাপাশি তিনি ক্ষুদ্র ব্যবসায়ীও ছিলেন মর্মে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস আহমেদ রোববার (১০ মার্চ) সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু বিকেলের পর থেকে তার মুঠো ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর সোমবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা লালমনিরহাট সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি তার পরিবার। তদন্ত করে এ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের সভাপতির লাশ উদ্ধার!

Update Time : ০৭:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

লালমনিরহাটে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজপাড়া-বুড়ির বাজার আঞ্চলিক সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেরদৌস আহমেদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার এলাকার নুরুল হক-এর ছেলে। তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল খুনিয়াগাছ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। এর পাশাপাশি তিনি ক্ষুদ্র ব্যবসায়ীও ছিলেন মর্মে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস আহমেদ রোববার (১০ মার্চ) সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু বিকেলের পর থেকে তার মুঠো ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর সোমবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা লালমনিরহাট সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি তার পরিবার। তদন্ত করে এ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।