ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, আটক ৭

Reporter Name
  • Update Time : ০৯:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ৮৬ Time View

কামরুল হাসান টিটু,রংপুর: রংপুরে মাদ্রাসাপড়ুয়া সাহিনুর ইসলাম (১২) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে সাতটায় দিকে সদর উপজেলার পাগলাপীরস্থ মডেল মসজিদের পার্শ্বে আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাহিনুর সদর উপজেলার হরিদেবপুর গোকুলপুর গ্রামের শাহ আলমের ছেলে। সে পাগলাপীর নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র ছিল।

মাদ্রাসাছাত্র নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৭ জনকে আটক করে থানায় নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সদর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি তদন্ত জানান, রাত থেকে সাহিনুর মাদ্রাসা থেকে নিখোঁজ ছিল। রাতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি করে। স্থানীয়রা সকালে সাহিনুরের লাশ আখক্ষেতের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় কোতয়ালী থানায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে সাহিনুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

রংপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, আটক ৭

Update Time : ০৯:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

কামরুল হাসান টিটু,রংপুর: রংপুরে মাদ্রাসাপড়ুয়া সাহিনুর ইসলাম (১২) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে সাতটায় দিকে সদর উপজেলার পাগলাপীরস্থ মডেল মসজিদের পার্শ্বে আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাহিনুর সদর উপজেলার হরিদেবপুর গোকুলপুর গ্রামের শাহ আলমের ছেলে। সে পাগলাপীর নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র ছিল।

মাদ্রাসাছাত্র নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৭ জনকে আটক করে থানায় নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সদর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি তদন্ত জানান, রাত থেকে সাহিনুর মাদ্রাসা থেকে নিখোঁজ ছিল। রাতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি করে। স্থানীয়রা সকালে সাহিনুরের লাশ আখক্ষেতের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় কোতয়ালী থানায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে সাহিনুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।