ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

রংপুরে খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবি‌তে মহানগর বিএনপির পদযাত্রা

কামরুল হাসান টিটু,রংপুর ব্যুরো
  • Update Time : ১০:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ৭৫ Time View

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ দশ দফা দাবিতে রংপুরে পদযাত্রা করেছে মহানগর বিএনপি।

শুক্রবার (১৬ জুন) বিকেলে নগরীর গ্রান্ড মোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয়। এসময় দলীয় কার্যালয়ের আশপাশ ছাড়া বিভিন্ন পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়েন করা ছিল।

পদযাত্রাটি নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে শাপলা চত্বর ও সালেক পাম্প হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে পদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু। সংগঠনের সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডনের প‌রিচালনায় বক্তব্য রাখেন, মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ অন্যরা।

মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, দেশে তেল, গ্যাস, চাল-ডাল, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। সরকারের মদতে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সরকার এ থেকে মাসোহারা পাওয়ার কারণে সিন্ডিকেটের কারসাজি দেখেও না দেখার ভান করছে। ফলে দিন খেটে খাওয়া মানুষ তিন বেলা খেতে পারছে না।

তিনি আরও বলেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের অস্বস্তিতে মানুষ। বিদ্যুতের অভাবে কারখানায় উৎপাদন হচ্ছে না, কৃষক জমিতে সেচ দিতে পারছে না, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। তীব্র গরমে ঘরে ঘরে মানুষ অসুস্থ্য হয়ে পড়ছে।

এ সরকারের দুঃশাসনে বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। অবিলম্বে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এ সময় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

রংপুরে খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবি‌তে মহানগর বিএনপির পদযাত্রা

Update Time : ১০:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ দশ দফা দাবিতে রংপুরে পদযাত্রা করেছে মহানগর বিএনপি।

শুক্রবার (১৬ জুন) বিকেলে নগরীর গ্রান্ড মোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয়। এসময় দলীয় কার্যালয়ের আশপাশ ছাড়া বিভিন্ন পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়েন করা ছিল।

পদযাত্রাটি নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে শাপলা চত্বর ও সালেক পাম্প হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে পদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু। সংগঠনের সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডনের প‌রিচালনায় বক্তব্য রাখেন, মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ অন্যরা।

মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, দেশে তেল, গ্যাস, চাল-ডাল, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। সরকারের মদতে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সরকার এ থেকে মাসোহারা পাওয়ার কারণে সিন্ডিকেটের কারসাজি দেখেও না দেখার ভান করছে। ফলে দিন খেটে খাওয়া মানুষ তিন বেলা খেতে পারছে না।

তিনি আরও বলেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের অস্বস্তিতে মানুষ। বিদ্যুতের অভাবে কারখানায় উৎপাদন হচ্ছে না, কৃষক জমিতে সেচ দিতে পারছে না, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। তীব্র গরমে ঘরে ঘরে মানুষ অসুস্থ্য হয়ে পড়ছে।

এ সরকারের দুঃশাসনে বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। অবিলম্বে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এ সময় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।