ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতার তীব্র দাবদাহের জন্য ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর রহমান রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ছাড়িয়ে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া: কাদের কুষ্টিয়ায় ফেন্সিডিল তৈরির সময় ফেন্সিডিল সহ আটক ২ অস্ত্র মামলায় গোল্ডেন মনির খালাস তরুণীকে আটকে রেখে ধর্ষণ-নির্যাতনে গ্রেপ্তার যুবক কারাগারে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

যে কারণে প্রেক্ষাগৃহে ছুটে যান বুবলী

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০১:১৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ৪৮ Time View

অতীত মনে রাখা মানুষের সংখ্যা মূলত কম। রূপালি জীবনে সেটি আরও বেশি। অথচ নায়িকা শবনম বুবলীর বেলায় সেই অতীতটাই দারুণ ঝলমলে হয়ে ধরা দিলো বুধবার রাতে।

তার অতীত অধ্যায়ের ৪০ জন সহকর্মী দল বেঁধে গেলেন সিনেমা হলে, দেখলেন ‘প্রহেলিকা’।

খবরটি পেয়ে প্রেক্ষাগৃহে ছুটে যান বুবলী। তৈরি হয় অন্যরকম আবেগ আর আনন্দের আবহ। বর্তমানের গল্প বলার আগে বুবলীর অতীত টানা যাক।

অনেকেই জানেন, সিনেমায় আসার আগে বুবলী ছিলেন পেশাদার সংবাদ সঞ্চালক। কাজ করতেন বাংলা ভিশনের বার্তা বিভাগে। টিভি পর্দায় খবর পাঠ করতে গিয়েই নজরে পড়েন ঢালিউডের। প্রস্তাব আসে শাকিব খানের দরবার থেকে।

সম্মতির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনে টানা এক ডজন ছবির জন্ম দেন। বছর দুয়েক হলো, ঢালিউডের সফল পুতুল নায়িকা থেকে বেরিয়ে অভিনেত্রীতে নিজেকে রূপান্তর ঘটান বুবলী।

সিনেমার সঙ্গে কাজ করে মুগ্ধতা ছড়ান ওটিটি প্ল্যাটফর্মেও। সেই সূত্রে এই ঈদের পাঁচ ছবির মধ্যে দুটোই (প্রহেলিকা ও ক্যাসিনো) বুবলীর দখলে।

এরমধ্যে দারুণ সাড়া মিলছে গল্প নির্ভর সিনেমা ‘প্রহেলিকা’য় অর্পা চরিত্রের সুবাদে। যে ছবির মাধ্যমে আট বছর পর মাহফুজ আহমেদ ফিরলেন বড় পর্দায়। হাতের লাঠি হিসেবে পেলেন ঢালিউডের অভিজ্ঞ শবনম বুবলীকে। ফলাফল, মুক্তির টানা এক সপ্তাহ চলছে হাউজফুল। তারই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যার শো দেখলেন বুবলীর প্রাক্তন সহকর্মীরা।

শবনম বলেন, ‘আমি যতদূর জানতে পেরেছি, দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলে কর্মরত সংবাদ সঞ্চালকদের বড় একটা দল এদিন এসে আমার ছবিটি দেখেছেন। ৪০/৪৫ জন হবেন। এটা তো আমার জন্য অবিশ্বাস্য আনন্দের খবর। আমি মুগ্ধ ও বিস্মিত আমার প্রতি এই মানুষগুলোর ভালোবাসা দেখে। আমি সত্যি অনেক গর্বিত যে, সংবাদ উপস্থাপনার মতো এমন একটি চ্যালেঞ্জিং, সম্মানিত আর পরিশীলিত কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এখন আমি সেই কাজটিতে নেই, অথচ আমার পুরনো কলিগরা প্রমাণ করলেন না থেকেও আমি কতোটা আছি তাদের ভেতর। আমার সিনেমা জীবনে এত বড় সারপ্রাইজ আর পাইনি।’

এমন ঘটনার কথা আগাম যে জানতেন না, তা নয়। তবে বিষয়টির পরিসর যে এত বড় হবে, সেটি অনুমানের বাইরে ছিলো বুবলীর।

বুধবার সন্ধ্যায় শবনম বুবলী ব্যস্ত ছিলেন শহরের অন্য প্রান্তে একটি টিভি লাইভে। হঠাৎ খবর পান বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এমন একটি দল তার সিনেমা দেখার জন্য হলে ঢুকেছে। খবর পেতে দেরি, ছুটতে আর দেরি করলেন না।

বুবলী বলেন, ‘‘আমাদের নিউজ প্রেজেন্টারদের সংগঠন ‘এনবিএ’-এর প্রেসিডেন্ট মুমতাহিনা হাসনাত ঋতু আপু কয়েকদিন আগে আমাকে টেক্সট করেছেন। লিখেছেন, ওঁরা কয়েকজন মিলে ‘প্রহেলিকা’ দেখার পরিকল্পনা করছেন। এটাও বললেন, টিকিট তো পাওয়া যাচ্ছে না। তাই যে কোনো দিন তারা দেখে নেবেন। আমিও খুশি হলাম। ধন্যবাদ জানালাম। এরপর প্রচারণার চাপে ভুলেও গিয়েছিলাম। তো বুধবার সন্ধ্যায় খবরটি পেয়েই সব ফেলে আমি রওয়ানা দিয়েছি। পৌঁছে দেখি সিনেমার একেবারে শেষ পর্যায়ে। সবাই বের হতেই আমাকে দেখলেন। জড়িয়ে ধরলেন। মনে হলো, আমি নিজেও একটা সারপ্রাইজ দিতে পেরেছি। ভেবেছিলাম আপুরা চার/পাঁচজন হয় তো এসেছেন। পরে দেখি ৪০/৪৫ জন! যাদের অনেকের সঙ্গে নতুন পরিচয় হলো। এরপর যথারীতি সবাই রিঅ্যাকশন দিলেন। প্রশংসা করলেন। সেলফি তুললাম সবাই। মনে হলো বহুদিন পর প্রাণখুলে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম। এটা সত্যিই অন্যরকম একটা ঘটনা। কৃতজ্ঞতা এই বন্ধুদের প্রতি।’’

‘প্রহেলিকা’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন দেশের দুই আলোচিত অভিনেতা মাহফুজ আহমেদ ও নাসিরউদ্দিন খান। আরও আছেন এ কে আজাদ সেতু, রাশেদ মামুন অপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

যে কারণে প্রেক্ষাগৃহে ছুটে যান বুবলী

Update Time : ০১:১৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

অতীত মনে রাখা মানুষের সংখ্যা মূলত কম। রূপালি জীবনে সেটি আরও বেশি। অথচ নায়িকা শবনম বুবলীর বেলায় সেই অতীতটাই দারুণ ঝলমলে হয়ে ধরা দিলো বুধবার রাতে।

তার অতীত অধ্যায়ের ৪০ জন সহকর্মী দল বেঁধে গেলেন সিনেমা হলে, দেখলেন ‘প্রহেলিকা’।

খবরটি পেয়ে প্রেক্ষাগৃহে ছুটে যান বুবলী। তৈরি হয় অন্যরকম আবেগ আর আনন্দের আবহ। বর্তমানের গল্প বলার আগে বুবলীর অতীত টানা যাক।

অনেকেই জানেন, সিনেমায় আসার আগে বুবলী ছিলেন পেশাদার সংবাদ সঞ্চালক। কাজ করতেন বাংলা ভিশনের বার্তা বিভাগে। টিভি পর্দায় খবর পাঠ করতে গিয়েই নজরে পড়েন ঢালিউডের। প্রস্তাব আসে শাকিব খানের দরবার থেকে।

সম্মতির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনে টানা এক ডজন ছবির জন্ম দেন। বছর দুয়েক হলো, ঢালিউডের সফল পুতুল নায়িকা থেকে বেরিয়ে অভিনেত্রীতে নিজেকে রূপান্তর ঘটান বুবলী।

সিনেমার সঙ্গে কাজ করে মুগ্ধতা ছড়ান ওটিটি প্ল্যাটফর্মেও। সেই সূত্রে এই ঈদের পাঁচ ছবির মধ্যে দুটোই (প্রহেলিকা ও ক্যাসিনো) বুবলীর দখলে।

এরমধ্যে দারুণ সাড়া মিলছে গল্প নির্ভর সিনেমা ‘প্রহেলিকা’য় অর্পা চরিত্রের সুবাদে। যে ছবির মাধ্যমে আট বছর পর মাহফুজ আহমেদ ফিরলেন বড় পর্দায়। হাতের লাঠি হিসেবে পেলেন ঢালিউডের অভিজ্ঞ শবনম বুবলীকে। ফলাফল, মুক্তির টানা এক সপ্তাহ চলছে হাউজফুল। তারই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যার শো দেখলেন বুবলীর প্রাক্তন সহকর্মীরা।

শবনম বলেন, ‘আমি যতদূর জানতে পেরেছি, দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলে কর্মরত সংবাদ সঞ্চালকদের বড় একটা দল এদিন এসে আমার ছবিটি দেখেছেন। ৪০/৪৫ জন হবেন। এটা তো আমার জন্য অবিশ্বাস্য আনন্দের খবর। আমি মুগ্ধ ও বিস্মিত আমার প্রতি এই মানুষগুলোর ভালোবাসা দেখে। আমি সত্যি অনেক গর্বিত যে, সংবাদ উপস্থাপনার মতো এমন একটি চ্যালেঞ্জিং, সম্মানিত আর পরিশীলিত কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এখন আমি সেই কাজটিতে নেই, অথচ আমার পুরনো কলিগরা প্রমাণ করলেন না থেকেও আমি কতোটা আছি তাদের ভেতর। আমার সিনেমা জীবনে এত বড় সারপ্রাইজ আর পাইনি।’

এমন ঘটনার কথা আগাম যে জানতেন না, তা নয়। তবে বিষয়টির পরিসর যে এত বড় হবে, সেটি অনুমানের বাইরে ছিলো বুবলীর।

বুধবার সন্ধ্যায় শবনম বুবলী ব্যস্ত ছিলেন শহরের অন্য প্রান্তে একটি টিভি লাইভে। হঠাৎ খবর পান বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এমন একটি দল তার সিনেমা দেখার জন্য হলে ঢুকেছে। খবর পেতে দেরি, ছুটতে আর দেরি করলেন না।

বুবলী বলেন, ‘‘আমাদের নিউজ প্রেজেন্টারদের সংগঠন ‘এনবিএ’-এর প্রেসিডেন্ট মুমতাহিনা হাসনাত ঋতু আপু কয়েকদিন আগে আমাকে টেক্সট করেছেন। লিখেছেন, ওঁরা কয়েকজন মিলে ‘প্রহেলিকা’ দেখার পরিকল্পনা করছেন। এটাও বললেন, টিকিট তো পাওয়া যাচ্ছে না। তাই যে কোনো দিন তারা দেখে নেবেন। আমিও খুশি হলাম। ধন্যবাদ জানালাম। এরপর প্রচারণার চাপে ভুলেও গিয়েছিলাম। তো বুধবার সন্ধ্যায় খবরটি পেয়েই সব ফেলে আমি রওয়ানা দিয়েছি। পৌঁছে দেখি সিনেমার একেবারে শেষ পর্যায়ে। সবাই বের হতেই আমাকে দেখলেন। জড়িয়ে ধরলেন। মনে হলো, আমি নিজেও একটা সারপ্রাইজ দিতে পেরেছি। ভেবেছিলাম আপুরা চার/পাঁচজন হয় তো এসেছেন। পরে দেখি ৪০/৪৫ জন! যাদের অনেকের সঙ্গে নতুন পরিচয় হলো। এরপর যথারীতি সবাই রিঅ্যাকশন দিলেন। প্রশংসা করলেন। সেলফি তুললাম সবাই। মনে হলো বহুদিন পর প্রাণখুলে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম। এটা সত্যিই অন্যরকম একটা ঘটনা। কৃতজ্ঞতা এই বন্ধুদের প্রতি।’’

‘প্রহেলিকা’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন দেশের দুই আলোচিত অভিনেতা মাহফুজ আহমেদ ও নাসিরউদ্দিন খান। আরও আছেন এ কে আজাদ সেতু, রাশেদ মামুন অপু প্রমুখ।