ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৪:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬০ Time View

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচেও আগে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। যদিও প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপে শুরুতে বেশ চাপে পড়ে।

এবার সুপার ফোরের ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই রোহিত শর্মার দল আগে ব্যাট করতে নামবে।

ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের একটি ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দলের ক্রিকেটযুদ্ধ একসময় নিয়মিত হলেও এখন তার দেখা মেলে কেবল আইসিসি ও এসিসি টুর্নামেন্টের বদৌলতে।

রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সালের পর থেকে হয়নি দ্বিপাক্ষিক সিরিজ। তবু বছরখানেকের বিরতিতে দেখা হয় দুই দলের। আর তা নিয়েই উন্মত্ত থাকে ক্রিকেট দুনিয়া। এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় একাধিকবারই তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

যদিও গ্রুপপর্বে ভারত পুরো ব্যাট করলেও পাকিস্তান ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। একই শঙ্কা সুপার ফোরেও মাথায় নিয়েই নামছে দুদল।

তবে ম্যাচটির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।ভারত-পাকিস্তান আজ ন্যুনতম ২০ ওভার খেলতে না পারলে আগামীকাল (সোমবার) তারা অবারও মুখোমুখি হবে।

এর আগে নিজেদের মাটিতে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাবরের দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগেরদিনই (শনিবার) তারা একাদশ ঘোষণা করেছিল।

অন্যদিকে এই রাউন্ডে এটাই ভারতের প্রথম ম্যাচ। এই ম্যাচে তারা দুটি পরিবর্তন এনেছে। জসপ্রীত বুমরাহ দলে ফেরায় আবারও একাদশের বাইরে পাঠানো হয়েছে মোহাম্মদ শামিকে। এছাড়া শ্রেয়াশ আইয়ারের পরিবর্তে একাদশে এসেছেন লোকেশ রাহুল।

পাকিস্তান একাদশ :-

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ :-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষাণ কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

Please Share This Post in Your Social Media

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

Update Time : ০৪:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচেও আগে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। যদিও প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপে শুরুতে বেশ চাপে পড়ে।

এবার সুপার ফোরের ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই রোহিত শর্মার দল আগে ব্যাট করতে নামবে।

ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের একটি ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দলের ক্রিকেটযুদ্ধ একসময় নিয়মিত হলেও এখন তার দেখা মেলে কেবল আইসিসি ও এসিসি টুর্নামেন্টের বদৌলতে।

রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সালের পর থেকে হয়নি দ্বিপাক্ষিক সিরিজ। তবু বছরখানেকের বিরতিতে দেখা হয় দুই দলের। আর তা নিয়েই উন্মত্ত থাকে ক্রিকেট দুনিয়া। এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় একাধিকবারই তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

যদিও গ্রুপপর্বে ভারত পুরো ব্যাট করলেও পাকিস্তান ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। একই শঙ্কা সুপার ফোরেও মাথায় নিয়েই নামছে দুদল।

তবে ম্যাচটির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।ভারত-পাকিস্তান আজ ন্যুনতম ২০ ওভার খেলতে না পারলে আগামীকাল (সোমবার) তারা অবারও মুখোমুখি হবে।

এর আগে নিজেদের মাটিতে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাবরের দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগেরদিনই (শনিবার) তারা একাদশ ঘোষণা করেছিল।

অন্যদিকে এই রাউন্ডে এটাই ভারতের প্রথম ম্যাচ। এই ম্যাচে তারা দুটি পরিবর্তন এনেছে। জসপ্রীত বুমরাহ দলে ফেরায় আবারও একাদশের বাইরে পাঠানো হয়েছে মোহাম্মদ শামিকে। এছাড়া শ্রেয়াশ আইয়ারের পরিবর্তে একাদশে এসেছেন লোকেশ রাহুল।

পাকিস্তান একাদশ :-

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ :-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষাণ কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।