ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

ভাঙ্গায় জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৮১ Time View

পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্প উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গায় জনসভা মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর বিকেল ৩টার দিকে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের সমাবেশ মঞ্চে পৌঁছান তিনি।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় মাওয়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হন।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ঢাকা-ভাঙ্গা রেলপথে রেল চলাচল উদ্বোধন করেন। পরে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ভাঙ্গা রেল জংশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে পৌঁছান সমাবেশস্থলে।

প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর আগে র‌্যাবের একটি বিশেষ হেলিকপ্টার জনসভাস্থল প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ঘিরে এদিন সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আসতে শুরু করেন। দুপুরের প্রখর রোদ আর গরম উপেক্ষা করেই তারা সমাবেশস্থলে অবস্থান করছেন।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথের মোট দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। এ প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে।

মাওয়া অংশের উদ্বোধনের পর ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে ভাঙ্গায় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

ভাঙ্গায় জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

Update Time : ০৫:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্প উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গায় জনসভা মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর বিকেল ৩টার দিকে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের সমাবেশ মঞ্চে পৌঁছান তিনি।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় মাওয়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হন।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ঢাকা-ভাঙ্গা রেলপথে রেল চলাচল উদ্বোধন করেন। পরে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ভাঙ্গা রেল জংশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে পৌঁছান সমাবেশস্থলে।

প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর আগে র‌্যাবের একটি বিশেষ হেলিকপ্টার জনসভাস্থল প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ঘিরে এদিন সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আসতে শুরু করেন। দুপুরের প্রখর রোদ আর গরম উপেক্ষা করেই তারা সমাবেশস্থলে অবস্থান করছেন।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথের মোট দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। এ প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে।

মাওয়া অংশের উদ্বোধনের পর ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে ভাঙ্গায় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।