ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে প্রতারণা, দুই এনজিও কর্মীর কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : ০৯:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ৫১ Time View

লক্ষ্মীপুরে বিভিন্ন প্রতারণার অভিযোগে সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগম নামে দুই নারী এনজিও কর্মীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে তাদের এই শাস্তি দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত সুমাইয়া সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের স্ত্রী ও ফাতেমা একই এলাকার মো. শামছুর স্ত্রী। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরিফুর রহমান বলেন, ‘এনজিও’র নাম করে ওই দুই নারী দুই হাজার ৭শ’ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাত করেছে। এছাড়া, তারা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।

ইউএনও আরও জানান, তাদেরকে পাকড়াও করে ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভুক্তভোগী। খবর পেয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা দায় স্বীকার করেছে। তাদেরকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে প্রতারণা, দুই এনজিও কর্মীর কারাদণ্ড

Update Time : ০৯:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

লক্ষ্মীপুরে বিভিন্ন প্রতারণার অভিযোগে সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগম নামে দুই নারী এনজিও কর্মীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে তাদের এই শাস্তি দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত সুমাইয়া সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের স্ত্রী ও ফাতেমা একই এলাকার মো. শামছুর স্ত্রী। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরিফুর রহমান বলেন, ‘এনজিও’র নাম করে ওই দুই নারী দুই হাজার ৭শ’ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাত করেছে। এছাড়া, তারা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।

ইউএনও আরও জানান, তাদেরকে পাকড়াও করে ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভুক্তভোগী। খবর পেয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা দায় স্বীকার করেছে। তাদেরকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান তিনি।