ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতার তীব্র দাবদাহের জন্য ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর রহমান রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ছাড়িয়ে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া: কাদের কুষ্টিয়ায় ফেন্সিডিল তৈরির সময় ফেন্সিডিল সহ আটক ২ অস্ত্র মামলায় গোল্ডেন মনির খালাস তরুণীকে আটকে রেখে ধর্ষণ-নির্যাতনে গ্রেপ্তার যুবক কারাগারে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

নীলফামারী’র পাঙ্গামুটুকপুর স্কুল এ্যান্ড কলেজের নিয়োগে ভাগবাটোয়ারা’র দ্বন্দ্বে পরীক্ষা স্থগিত

আল-আমিন, নীলফামারী
  • Update Time : ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ৬৯ Time View

নীলফামারী’র ডোমারে পাঙ্গামটুকপুর স্কুল এ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষায় চাকুরী প্রত্যাশী প্রার্থী ভাগবাটোয়ারা নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসারের দ্বন্দ্বে দ্বিতীয় বারের মতো নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এ নিয়োগ স্থগিত করার সিধান্তে চাকুরী প্রত্যাশী ও ম্যানেজিং কমিটি’র মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

স্কুল দপ্তর সুত্রমতে;ঐতিহ্যবাহী পাঙ্গামটুকপুর স্কুল এন্ড কলেজের ৪ দশমিক ৩৬ একর জমির উপর অবকাঠামো নির্মাণ করা হয় ১৯৬৫ সালে।

এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে পাঠ্যদানের অনুমতি পায়।স্কুলটি ১৯৬৯ সালে জানুয়ারী মাসের মাধ্যমিক পদমর্য়দা লাভ করে।স্কুলের কোড নম্বর ৬৫৭৬। ব

র্তমানে ম্যানেজিং কমিটি’র সভাপতি সাবেক ভাইস পিন্সিপাল রবিউল করিম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ইসমত আরা অক্রান্ত পরিশ্রমে এখন শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রী’র সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সহশ্রাধিক।

শিক্ষার গুনগতমানে প্রতিবছর স্কুল সার্টিফেকেট পরীক্ষায় শতভাগ অর্জনের গৌবর রয়েছে জেলা জুড়ে।

সরকারের শিক্ষা মন্ত্রনালয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রয়োজনীয় জনবল ল্যাব এ্যাসিষ্টেন্ট,অফিসসহায়ক,পরিছন্নকর্মী ও নিরাপত্তাকর্মী’র পদ সৃষ্ঠি করে ২০২০ সালে প্রজ্ঞাপন জারি করে।

২০২১ সালে নিয়োগ সংক্রান্ত নীতিমাল তৈরী করে গেজেট প্রকাশ করে। বর্তমান আওয়ামীলীগ সরকারের এমন মহতি উদ্দ্যোগ সফল করতে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন করার সিদ্ধান্ত গ্রহন করে।

একজন ল্যাব এ্যাসিষ্টেন্ট একজন অফিসসহায়ক,একজন নিরাপত্তা ও একজন পরিছন্নকর্মী’র সৃষ্ট পদে জনবল নিয়োগে নিউজ পেপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে চাকুরী প্রত্যাশী ল্যাবএ্যাসিসন্টে পদে ৯জন, অফিসসহায়ক পদে ৯জন,পরিছন্ন পদে ১০জন ও নিরাপত্তাকর্মী পদে ৪জন আবেদন করেন।

চাকুরী প্রত্যাশীদের আবেদন হাতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে ডিজি প্রতিনিধি নিয়োগের আবেদন করেন।

এ আবেদন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমলে নিয়ে ডিজি প্রতিনিধি নিয়োগ করেন;ডোমার সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বিলকিস বানুকে।এরপর স্কুল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা নেয়ার দিন-ক্ষণ (২৫ জুন ২০২৩) দুপুর ২ টা নির্ধারণ করে চাকুরী প্রত্যাশী আবেদনকারীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র বিলিবন্ঠন করে।

গত ২৫ জুন চাকুরী প্রত্যাশী আবেদনকারীরা পরীক্ষা কেন্দ্রে স্কুল কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন।

কিন্তু স্কুল কর্তৃপক্ষ (২৫জুন)নিয়োগ পরীক্ষা না নিয়ে চাকুরী প্রত্যাশীদের জানানো হয় পরবর্তী দিন-ক্ষণ নির্ধারণ করে আপনাদের নিয়োগ পরীক্ষা নেয়া হবে।

ওই দিন পরীক্ষা না হওয়ার কারণ অধ্যক্ষ মোছাঃ ইসমত আরা কাছে জানাতে চাইলে তিনি বলেন,উপজেলা মাধ্যমিক অফিসার সাকেরিনা বেগমের চাকুরী প্রত্যাশী আবেদনকারী পরিছন্নকর্মীকে নিয়োগ করার প্রস্তাব আমি প্রত্যাক্ষন করায়ওই দিন পরীক্ষা নিতে পারি নাই। গেল ১২ জুলাই চাকুরী প্রত্যাশী আবেদনকারীদের দ্বিতীয় বারের মতো নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের করার জন্য ডেকে আনা হলেও শুধু ল্যাব এ্যাসিষ্টেন্ট পদে পরীক্ষা গ্রহন করেছেন ডিজি প্রতিনিধি সাহানা বিলকিস বানু ও উপজেলা শিক্ষা অফিসার সাকেরিনা বেগম।াউপজেলা শিক্ষা অফিসার তার প্রার্থী পরিছন্নকমীকে নিয়োগ দেয়ার দাবী পূরণ না করায় বাকী তিনটি পদ যেমন:অফিসসহায়ক,নিরাপত্তা ও পরিছন্নকর্মী পদের নিয়োগ পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য স্থগিত করে চলে যান।

ওই তিনটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রসঙ্গে নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি’র সভাপতি সাবেক ভাইস পিন্সিপাল রবিউল করিম বলেন: কি-কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে সবেই আপনারা শুনেছেন।আমার বলার কিছু নেই। তবে অপনাকে একটা প্রশ্ন করতে চাই অফিসসহায়ক,নিরাপত্তা ও পরিছন্নকমী পদে যারা আবেদন করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী।তাদের শিক্ষাগত যোগ্যতার বাইরে প্রশ্নপত্র (উত্তরপত্র) তৈরী করলে তারা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে। তাদের যোগ্যতা অনুসারে উত্তরপত্র তৈরী করার অনুরোধ করে ছিলাম। তারা আমার কথা রাখেনি।ম্যাডামের আবেদনকারীকে না নেয়ায় নিয়োগ পরীক্ষায় জঠিলতা র্সষ্টি করেছেন তিনি। উপজেলা শিক্ষা অফিসার ও ডিজি প্রতিনিধি তিনটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করে তারা চলে যান।

এদিকে এ ঘটনায় চাকুরী প্রত্যাশীরা গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন;এ নিয়োগে তাদের নিজস্ব আবেদনকারী প্রার্থী আছে তবে আমাদের কাছে আবেদন ফর্ম বিক্রি করলো কেন? নিয়োগ পরীক্ষা কেন্দ্রে বার-বার ডাকে আমাদের হায়রানি করছেন।

এ নিযোগ পরীক্ষায় পরিছন্নকর্মী পদে তার আবেদনকারীকে নিয়োগ করার জন্য উপজেলা শিক্ষা অফিসার সাকেরিনার কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ ঘটনা কথা অস্বীকার করে বলেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে পরীক্ষাই দিতে আসেনি। তাকে নিয়ে কথা হচ্ছে কেন।

পাঙ্গামটুকপুর স্কুল এ্যান্ড কলেজের নিয়োগ পরীকায় জঠিলতা নিয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিসার নিজস্ব কোন প্রার্থী দেয়ার এখতিয়ার নেই ।

জানতে চাইলে জেলা শিক্ষা কমিটি’র সভাপতি ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

নীলফামারী’র পাঙ্গামুটুকপুর স্কুল এ্যান্ড কলেজের নিয়োগে ভাগবাটোয়ারা’র দ্বন্দ্বে পরীক্ষা স্থগিত

Update Time : ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

নীলফামারী’র ডোমারে পাঙ্গামটুকপুর স্কুল এ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষায় চাকুরী প্রত্যাশী প্রার্থী ভাগবাটোয়ারা নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসারের দ্বন্দ্বে দ্বিতীয় বারের মতো নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এ নিয়োগ স্থগিত করার সিধান্তে চাকুরী প্রত্যাশী ও ম্যানেজিং কমিটি’র মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

স্কুল দপ্তর সুত্রমতে;ঐতিহ্যবাহী পাঙ্গামটুকপুর স্কুল এন্ড কলেজের ৪ দশমিক ৩৬ একর জমির উপর অবকাঠামো নির্মাণ করা হয় ১৯৬৫ সালে।

এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে পাঠ্যদানের অনুমতি পায়।স্কুলটি ১৯৬৯ সালে জানুয়ারী মাসের মাধ্যমিক পদমর্য়দা লাভ করে।স্কুলের কোড নম্বর ৬৫৭৬। ব

র্তমানে ম্যানেজিং কমিটি’র সভাপতি সাবেক ভাইস পিন্সিপাল রবিউল করিম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ইসমত আরা অক্রান্ত পরিশ্রমে এখন শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রী’র সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সহশ্রাধিক।

শিক্ষার গুনগতমানে প্রতিবছর স্কুল সার্টিফেকেট পরীক্ষায় শতভাগ অর্জনের গৌবর রয়েছে জেলা জুড়ে।

সরকারের শিক্ষা মন্ত্রনালয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রয়োজনীয় জনবল ল্যাব এ্যাসিষ্টেন্ট,অফিসসহায়ক,পরিছন্নকর্মী ও নিরাপত্তাকর্মী’র পদ সৃষ্ঠি করে ২০২০ সালে প্রজ্ঞাপন জারি করে।

২০২১ সালে নিয়োগ সংক্রান্ত নীতিমাল তৈরী করে গেজেট প্রকাশ করে। বর্তমান আওয়ামীলীগ সরকারের এমন মহতি উদ্দ্যোগ সফল করতে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন করার সিদ্ধান্ত গ্রহন করে।

একজন ল্যাব এ্যাসিষ্টেন্ট একজন অফিসসহায়ক,একজন নিরাপত্তা ও একজন পরিছন্নকর্মী’র সৃষ্ট পদে জনবল নিয়োগে নিউজ পেপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে চাকুরী প্রত্যাশী ল্যাবএ্যাসিসন্টে পদে ৯জন, অফিসসহায়ক পদে ৯জন,পরিছন্ন পদে ১০জন ও নিরাপত্তাকর্মী পদে ৪জন আবেদন করেন।

চাকুরী প্রত্যাশীদের আবেদন হাতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে ডিজি প্রতিনিধি নিয়োগের আবেদন করেন।

এ আবেদন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমলে নিয়ে ডিজি প্রতিনিধি নিয়োগ করেন;ডোমার সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বিলকিস বানুকে।এরপর স্কুল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা নেয়ার দিন-ক্ষণ (২৫ জুন ২০২৩) দুপুর ২ টা নির্ধারণ করে চাকুরী প্রত্যাশী আবেদনকারীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র বিলিবন্ঠন করে।

গত ২৫ জুন চাকুরী প্রত্যাশী আবেদনকারীরা পরীক্ষা কেন্দ্রে স্কুল কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন।

কিন্তু স্কুল কর্তৃপক্ষ (২৫জুন)নিয়োগ পরীক্ষা না নিয়ে চাকুরী প্রত্যাশীদের জানানো হয় পরবর্তী দিন-ক্ষণ নির্ধারণ করে আপনাদের নিয়োগ পরীক্ষা নেয়া হবে।

ওই দিন পরীক্ষা না হওয়ার কারণ অধ্যক্ষ মোছাঃ ইসমত আরা কাছে জানাতে চাইলে তিনি বলেন,উপজেলা মাধ্যমিক অফিসার সাকেরিনা বেগমের চাকুরী প্রত্যাশী আবেদনকারী পরিছন্নকর্মীকে নিয়োগ করার প্রস্তাব আমি প্রত্যাক্ষন করায়ওই দিন পরীক্ষা নিতে পারি নাই। গেল ১২ জুলাই চাকুরী প্রত্যাশী আবেদনকারীদের দ্বিতীয় বারের মতো নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের করার জন্য ডেকে আনা হলেও শুধু ল্যাব এ্যাসিষ্টেন্ট পদে পরীক্ষা গ্রহন করেছেন ডিজি প্রতিনিধি সাহানা বিলকিস বানু ও উপজেলা শিক্ষা অফিসার সাকেরিনা বেগম।াউপজেলা শিক্ষা অফিসার তার প্রার্থী পরিছন্নকমীকে নিয়োগ দেয়ার দাবী পূরণ না করায় বাকী তিনটি পদ যেমন:অফিসসহায়ক,নিরাপত্তা ও পরিছন্নকর্মী পদের নিয়োগ পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য স্থগিত করে চলে যান।

ওই তিনটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রসঙ্গে নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি’র সভাপতি সাবেক ভাইস পিন্সিপাল রবিউল করিম বলেন: কি-কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে সবেই আপনারা শুনেছেন।আমার বলার কিছু নেই। তবে অপনাকে একটা প্রশ্ন করতে চাই অফিসসহায়ক,নিরাপত্তা ও পরিছন্নকমী পদে যারা আবেদন করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী।তাদের শিক্ষাগত যোগ্যতার বাইরে প্রশ্নপত্র (উত্তরপত্র) তৈরী করলে তারা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে। তাদের যোগ্যতা অনুসারে উত্তরপত্র তৈরী করার অনুরোধ করে ছিলাম। তারা আমার কথা রাখেনি।ম্যাডামের আবেদনকারীকে না নেয়ায় নিয়োগ পরীক্ষায় জঠিলতা র্সষ্টি করেছেন তিনি। উপজেলা শিক্ষা অফিসার ও ডিজি প্রতিনিধি তিনটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করে তারা চলে যান।

এদিকে এ ঘটনায় চাকুরী প্রত্যাশীরা গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন;এ নিয়োগে তাদের নিজস্ব আবেদনকারী প্রার্থী আছে তবে আমাদের কাছে আবেদন ফর্ম বিক্রি করলো কেন? নিয়োগ পরীক্ষা কেন্দ্রে বার-বার ডাকে আমাদের হায়রানি করছেন।

এ নিযোগ পরীক্ষায় পরিছন্নকর্মী পদে তার আবেদনকারীকে নিয়োগ করার জন্য উপজেলা শিক্ষা অফিসার সাকেরিনার কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ ঘটনা কথা অস্বীকার করে বলেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে পরীক্ষাই দিতে আসেনি। তাকে নিয়ে কথা হচ্ছে কেন।

পাঙ্গামটুকপুর স্কুল এ্যান্ড কলেজের নিয়োগ পরীকায় জঠিলতা নিয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিসার নিজস্ব কোন প্রার্থী দেয়ার এখতিয়ার নেই ।

জানতে চাইলে জেলা শিক্ষা কমিটি’র সভাপতি ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।