ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতার তীব্র দাবদাহের জন্য ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর রহমান রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ছাড়িয়ে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া: কাদের কুষ্টিয়ায় ফেন্সিডিল তৈরির সময় ফেন্সিডিল সহ আটক ২ অস্ত্র মামলায় গোল্ডেন মনির খালাস তরুণীকে আটকে রেখে ধর্ষণ-নির্যাতনে গ্রেপ্তার যুবক কারাগারে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

নিয়োগের ২৪ ঘণ্টা পরই বাদ পড়লেন সালমান বাট

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ৬৫ Time View

সালমান বাট। ছবি : ক্রিকইনফো

নিয়োগের ২৪ ঘন্টা পরই সমালোচনার মুখে প্রধান নির্বাচকের পরামর্শকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে।

বিশ্বকাপ ব্যর্থতার পর দ্রুতই বেশ কিছু নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মোহাম্মদ হাফিজকে প্রধান কোচ করার পর ওয়াহাব রিয়াজকে করা হয় প্রধান নির্বাচক। ওয়াহাবের অধীনে নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছিলেন কামরান আকমল,রাও ইফতেখার আনজুম এবং সালমান বাট।

তবে কমিটিতে সালমানের থাকা নিয়ে চরম সমালোচনার মুখে পড়ে পিসিবি। আর তাতে নাম ঘোষণার ২৪ ঘণ্টার ভেতর ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এই বিষয়টি জানিয়েছেন।

২০১০ সালে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর নিষিদ্ধ থাকা সালমানকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের রিয়াজ বলেন, ‘লোকজন আমার এবং সালমানের সম্পর্কে সমালোচনা করছে। এজন্য বাটকে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করছি এবং ইতোমধ্যে সালমানের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আমার দলের অংশ হতে পারবেন না তিনি।’

বাটকে নির্বাচক প্যানেলে নেওয়ায় ওয়াহাবের বিরুদ্ধে পক্ষপাতমূলক আঙুল তোলে দেশটির গণমাধ্যম। এ নিয়ে ওয়াহাব বলেছেন, ‘মানুষ সালমান এবং আমাকে নিয়ে অনেক ধরণের কথা বলছিল।

সালমানকে যুক্ত করার সিদ্ধান্তটি আমার ছিল, কারণ সালমানের ক্রিকেট মেধা অনেক ভালো। তবে এখন আমি ওই সিদ্ধান্ত থেকে সরে আসছি। আমি সালমানকে এর মধ্যে জানিয়েছে যে, সে আর আমার দলে নেই।’

ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর সাজা পাওয়া সালমানকে কেন নির্বাচক প্যানেলে নেওয়া হলো এই নিয়ে সমালোচনা চলছিল।

সেই সঙ্গে ওয়াহাবের সঙ্গে তার ঘনিষ্ঠতায় উঠে স্বজনপ্রীতির অভিযোগ। তিন নির্বাচকের বাড়িই পাঞ্জাব। ওয়াহাব পাঞ্জাবের রাজ্য সরকারের মন্ত্রী। এতে করে অন্য রাজ্য বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ উঠে। এই বাস্তবতার কথা মাথায় রেখে এক প্রকার বাধ্য হয়ে সালমানকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত শুক্রবার রিয়াজের পরামর্শক হিসেবে সালমান, কামরান আকমল ও রাও ইফতিখারকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্যানেলে সালমান থাকায় সমালোচনার ঝড় উঠে।

পাকিস্তানে নির্বাচক প্যানেলের সমালোচনা করে দেশটির ক্রিকেট বোর্ডে সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘এমন নির্বাচক প্যানেল থাকাটা পাগলামির সামিল। যেখানে একজনের সিদ্ধান্তে স্বজনপ্রীতি থাকতে পারে। আরেকজন ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় ফেঁসে গিয়েছিল।’

২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং কান্ডে সালমানকে ১০ বছর নিষিদ্ধ করেছিলো আইসিসি। তার সাথে ঐ স্পট ফিক্সিংয়ে আরও জড়িত ছিলেন দুই পেসার মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফ। পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন সালমান।

সালমানের বাটের পরিবর্তে সাময়িকভাবে আসাদ শফিককে নির্বাচক প্যানেলে যুক্ত করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

নিয়োগের ২৪ ঘণ্টা পরই বাদ পড়লেন সালমান বাট

Update Time : ০৬:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

নিয়োগের ২৪ ঘন্টা পরই সমালোচনার মুখে প্রধান নির্বাচকের পরামর্শকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে।

বিশ্বকাপ ব্যর্থতার পর দ্রুতই বেশ কিছু নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মোহাম্মদ হাফিজকে প্রধান কোচ করার পর ওয়াহাব রিয়াজকে করা হয় প্রধান নির্বাচক। ওয়াহাবের অধীনে নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছিলেন কামরান আকমল,রাও ইফতেখার আনজুম এবং সালমান বাট।

তবে কমিটিতে সালমানের থাকা নিয়ে চরম সমালোচনার মুখে পড়ে পিসিবি। আর তাতে নাম ঘোষণার ২৪ ঘণ্টার ভেতর ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এই বিষয়টি জানিয়েছেন।

২০১০ সালে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর নিষিদ্ধ থাকা সালমানকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের রিয়াজ বলেন, ‘লোকজন আমার এবং সালমানের সম্পর্কে সমালোচনা করছে। এজন্য বাটকে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করছি এবং ইতোমধ্যে সালমানের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আমার দলের অংশ হতে পারবেন না তিনি।’

বাটকে নির্বাচক প্যানেলে নেওয়ায় ওয়াহাবের বিরুদ্ধে পক্ষপাতমূলক আঙুল তোলে দেশটির গণমাধ্যম। এ নিয়ে ওয়াহাব বলেছেন, ‘মানুষ সালমান এবং আমাকে নিয়ে অনেক ধরণের কথা বলছিল।

সালমানকে যুক্ত করার সিদ্ধান্তটি আমার ছিল, কারণ সালমানের ক্রিকেট মেধা অনেক ভালো। তবে এখন আমি ওই সিদ্ধান্ত থেকে সরে আসছি। আমি সালমানকে এর মধ্যে জানিয়েছে যে, সে আর আমার দলে নেই।’

ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর সাজা পাওয়া সালমানকে কেন নির্বাচক প্যানেলে নেওয়া হলো এই নিয়ে সমালোচনা চলছিল।

সেই সঙ্গে ওয়াহাবের সঙ্গে তার ঘনিষ্ঠতায় উঠে স্বজনপ্রীতির অভিযোগ। তিন নির্বাচকের বাড়িই পাঞ্জাব। ওয়াহাব পাঞ্জাবের রাজ্য সরকারের মন্ত্রী। এতে করে অন্য রাজ্য বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ উঠে। এই বাস্তবতার কথা মাথায় রেখে এক প্রকার বাধ্য হয়ে সালমানকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত শুক্রবার রিয়াজের পরামর্শক হিসেবে সালমান, কামরান আকমল ও রাও ইফতিখারকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্যানেলে সালমান থাকায় সমালোচনার ঝড় উঠে।

পাকিস্তানে নির্বাচক প্যানেলের সমালোচনা করে দেশটির ক্রিকেট বোর্ডে সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘এমন নির্বাচক প্যানেল থাকাটা পাগলামির সামিল। যেখানে একজনের সিদ্ধান্তে স্বজনপ্রীতি থাকতে পারে। আরেকজন ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় ফেঁসে গিয়েছিল।’

২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং কান্ডে সালমানকে ১০ বছর নিষিদ্ধ করেছিলো আইসিসি। তার সাথে ঐ স্পট ফিক্সিংয়ে আরও জড়িত ছিলেন দুই পেসার মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফ। পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন সালমান।

সালমানের বাটের পরিবর্তে সাময়িকভাবে আসাদ শফিককে নির্বাচক প্যানেলে যুক্ত করা হতে পারে।