ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অংশ নিচ্ছে ৬ হাজার ৭শ ২৩ জন শিক্ষার্থী

তৃতীয় সমাবর্তনকে ঘিরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে প্রস্তুতি

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০২:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ৪৪ Time View

সংবাদ সম্মেলনে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কতৃপক্ষ।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কতৃপক্ষ জানান,আগামী ১৮ এপ্রিল তৃতীয় সমাবর্তনকে ঘিরে চলছে প্রস্তুতি। এবছর সমাবর্তনের অংশ নিচ্ছেন ৬ হাজার ৭শ ২৩ জন শিক্ষার্থী।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন উপলক্ষে এক সংবাদ সম্মেলন রোববার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আশরাফুল আলম।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য শামীম আহমদ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিজ্ঞান অনুষদের ডিন খালেদ হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নঈমা মাসুদ নীলা ও ইংরেজি বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর এ-বছর এসআইইউ-তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সম্মতি জ্ঞাপন করেছেন। একই সঙ্গে এই সমাবর্তন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপিকে তার পক্ষে সভাপতির দায়িত্ব পালনেরও সম্মতি দান করেন। আগামী ১৮ এপ্রিল ২০২৪-এ সমাবর্তন আয়োজনের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচটি বিভাগের মোট ৬ হাজার ৭শ ২৩ জন শিক্ষার্থী এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত। ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

সমাবর্তনকে কেন্দ্র করে দেশে বিদেশে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। প্রতিদিন অনলাইন এবং অন ক্যাম্পাসে তারা রেজিস্ট্রেশন করছেন। এছাড়া সমাবর্তনকে সফলের লক্ষে পনেরটি উপকমিটি গঠন করা হয়েছে।সমাবর্তনে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইতিহাসবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়,ইউজিসি এবং বাংলা অ্যাক্রিডিটেশন কাউন্সিলের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

অংশ নিচ্ছে ৬ হাজার ৭শ ২৩ জন শিক্ষার্থী

তৃতীয় সমাবর্তনকে ঘিরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে প্রস্তুতি

Update Time : ০২:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কতৃপক্ষ জানান,আগামী ১৮ এপ্রিল তৃতীয় সমাবর্তনকে ঘিরে চলছে প্রস্তুতি। এবছর সমাবর্তনের অংশ নিচ্ছেন ৬ হাজার ৭শ ২৩ জন শিক্ষার্থী।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন উপলক্ষে এক সংবাদ সম্মেলন রোববার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আশরাফুল আলম।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য শামীম আহমদ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিজ্ঞান অনুষদের ডিন খালেদ হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নঈমা মাসুদ নীলা ও ইংরেজি বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর এ-বছর এসআইইউ-তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সম্মতি জ্ঞাপন করেছেন। একই সঙ্গে এই সমাবর্তন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপিকে তার পক্ষে সভাপতির দায়িত্ব পালনেরও সম্মতি দান করেন। আগামী ১৮ এপ্রিল ২০২৪-এ সমাবর্তন আয়োজনের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচটি বিভাগের মোট ৬ হাজার ৭শ ২৩ জন শিক্ষার্থী এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত। ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

সমাবর্তনকে কেন্দ্র করে দেশে বিদেশে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। প্রতিদিন অনলাইন এবং অন ক্যাম্পাসে তারা রেজিস্ট্রেশন করছেন। এছাড়া সমাবর্তনকে সফলের লক্ষে পনেরটি উপকমিটি গঠন করা হয়েছে।সমাবর্তনে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইতিহাসবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়,ইউজিসি এবং বাংলা অ্যাক্রিডিটেশন কাউন্সিলের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।