ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সন্তানদের নতুন জামা পরিয়ে রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরলেন না বাবা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির ফলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল হয়েছেঃ সিলেটে আইজিপি বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন সৌদিতে প্রথমবারের মতো সুইমস্যুট পরে র‌্যাম্পে হাঁটলেন মডেলরা ‘আয়রনম্যান’ চরিত্রে ফিরতে ‘আপত্তি নেই’ রবার্ট ডাউনি জুনিয়রের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী : কর্নেল অলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা কাঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২ বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী মেয়র তাপস মনগড়া ও অসত্য বক্তব্য দিচ্ছেন : সাঈদ খোকন

ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন : গাজায় গণহত্যা বন্ধের আহ্বান

জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ০৩:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৩৯ Time View

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । 

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বলেন, যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার পরেও যুদ্ধ বিরতিতে না যেয়ে নিষ্ঠুরভাবে মানুষদের হত্যা করা হচ্ছে। সেই হত্যার প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। গতকাল জাতিসংঘে যুদ্ধ বিরতির জন্য ভোট হয়েছে। ১৫টি রাষ্ট্রের মধ্যে ১৩টি রাষ্ট্রই যুদ্ধ বিরতির পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। আর যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এতে করেই বোঝা যায় যুদ্ধের সমস্ত রসদ যোগান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উপাচার্য বলেন, এ পর্যন্ত সেখানে যাদের হত্যা করা হয়েছে তারমধ্যে ৭০ শতাংশ নারী। যারা ফিলিস্তিনের পক্ষে লেখালেখি করছে। যারা কবিতা লিখে ফিলিস্তিনের জনগণকে উজ্জীবিত করছে তাদেরকেও হত্যা করা হচ্ছে। একজন কবিকে হত্যা করা হয়েছে যিনি ফিলিস্তিনের পক্ষে কবিতা লিখেন। তার পুরো পরিবারসহ তাকে হত্যা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার বলেন, আজকে গাজায় নৃশংস হত্যাকাণ্ড চলছে। বিশ্ব মানবাধিকার দিবসে আজকে নিপীড়িত মানুষের কথা বলতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই দ্রুত গাজায় এই গণহত্যা বন্ধ হোক। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সামাদ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ড. ফাজরীন হুদা, সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ড. আব্দুর রহিম শহীদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. রোবায়েত ফেরদৌস, সিকদার মনোয়ার মোর্শেদ প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন : গাজায় গণহত্যা বন্ধের আহ্বান

Update Time : ০৩:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । 

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বলেন, যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার পরেও যুদ্ধ বিরতিতে না যেয়ে নিষ্ঠুরভাবে মানুষদের হত্যা করা হচ্ছে। সেই হত্যার প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। গতকাল জাতিসংঘে যুদ্ধ বিরতির জন্য ভোট হয়েছে। ১৫টি রাষ্ট্রের মধ্যে ১৩টি রাষ্ট্রই যুদ্ধ বিরতির পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। আর যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এতে করেই বোঝা যায় যুদ্ধের সমস্ত রসদ যোগান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উপাচার্য বলেন, এ পর্যন্ত সেখানে যাদের হত্যা করা হয়েছে তারমধ্যে ৭০ শতাংশ নারী। যারা ফিলিস্তিনের পক্ষে লেখালেখি করছে। যারা কবিতা লিখে ফিলিস্তিনের জনগণকে উজ্জীবিত করছে তাদেরকেও হত্যা করা হচ্ছে। একজন কবিকে হত্যা করা হয়েছে যিনি ফিলিস্তিনের পক্ষে কবিতা লিখেন। তার পুরো পরিবারসহ তাকে হত্যা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার বলেন, আজকে গাজায় নৃশংস হত্যাকাণ্ড চলছে। বিশ্ব মানবাধিকার দিবসে আজকে নিপীড়িত মানুষের কথা বলতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই দ্রুত গাজায় এই গণহত্যা বন্ধ হোক। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সামাদ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ড. ফাজরীন হুদা, সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ড. আব্দুর রহিম শহীদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. রোবায়েত ফেরদৌস, সিকদার মনোয়ার মোর্শেদ প্রমুখ ।