ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতার তীব্র দাবদাহের জন্য ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর রহমান রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ছাড়িয়ে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া: কাদের কুষ্টিয়ায় ফেন্সিডিল তৈরির সময় ফেন্সিডিল সহ আটক ২ অস্ত্র মামলায় গোল্ডেন মনির খালাস তরুণীকে আটকে রেখে ধর্ষণ-নির্যাতনে গ্রেপ্তার যুবক কারাগারে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

ডেঙ্গু প্রতিরোধে ক্যাবের সচেতনতা কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ৬৫ Time View

সারাদেশে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

ভয়াবহ এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে প্রচারণা চালিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ প্রচারণা চালায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা জাতীয় এ সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন এডিস মশা নিধনে করণীয় শীর্ষক একটি সচেতনতামূলক র‍্যালি ১৩নং ওয়েল ফেয়ার সোসাইটির সামনে থেকে বের করা হয়।

এতে অংশ নেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, ঢাকা জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান।

র‍্যালি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।

ব্যাক্তি পর্যায়ে আমরা সচেতন না হতে পারলে এই দুর্ভোগ আরও বাড়বে। তাই এই সংকট সমাধানে নাগরিক সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিদপ্তর কাজ করছে।’

ক্যাবের জনসচেতনতামূলক এ কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলর শরিফুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ইসলামের উদ্যোগে আমরা দীর্ঘ তিন মাস যাবৎ প্রতিদিনই নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আশা করি ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই আমরা সফলতা পাবো।’

অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক এম শামস এ খান বলেন, ‘ভোক্তা অধিকার রক্ষায় ক্যাব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে, তারই ধারাবাহিকতায় আজ এখানে উপস্থিত হয়েছি।

এই এলাকার মানুষের সচেতনতা সৃষ্টি করা এবং সিটি করপোরেশনের সাথে তারা যাতে এক সাথে কাজ করে এই সংকট সমাধান করতে পারে, সেই বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও উত্তরা প্রভাতী কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান, উত্তরা প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ, উত্তরা ১৩ নং সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুমতাজুল করিম, ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান পপি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু প্রতিরোধে ক্যাবের সচেতনতা কর্মসূচি

Update Time : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

সারাদেশে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

ভয়াবহ এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে প্রচারণা চালিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ প্রচারণা চালায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা জাতীয় এ সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন এডিস মশা নিধনে করণীয় শীর্ষক একটি সচেতনতামূলক র‍্যালি ১৩নং ওয়েল ফেয়ার সোসাইটির সামনে থেকে বের করা হয়।

এতে অংশ নেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, ঢাকা জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান।

র‍্যালি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।

ব্যাক্তি পর্যায়ে আমরা সচেতন না হতে পারলে এই দুর্ভোগ আরও বাড়বে। তাই এই সংকট সমাধানে নাগরিক সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিদপ্তর কাজ করছে।’

ক্যাবের জনসচেতনতামূলক এ কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলর শরিফুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ইসলামের উদ্যোগে আমরা দীর্ঘ তিন মাস যাবৎ প্রতিদিনই নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আশা করি ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই আমরা সফলতা পাবো।’

অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক এম শামস এ খান বলেন, ‘ভোক্তা অধিকার রক্ষায় ক্যাব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে, তারই ধারাবাহিকতায় আজ এখানে উপস্থিত হয়েছি।

এই এলাকার মানুষের সচেতনতা সৃষ্টি করা এবং সিটি করপোরেশনের সাথে তারা যাতে এক সাথে কাজ করে এই সংকট সমাধান করতে পারে, সেই বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও উত্তরা প্রভাতী কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান, উত্তরা প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ, উত্তরা ১৩ নং সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুমতাজুল করিম, ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান পপি প্রমুখ।