ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

‘জুলুম-চাঁদাবাজি হলে পুলিশকে জানাবেন, তিন মিনিটের মধ্যে ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / ৯৬ Time View

ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না। তাদের আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন।

এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম ফারুক এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, ব্যবসায়ীদের ওপর যেন কোনো ধরনের জুলুম না হয় সেটি আমাদের দেখার দায়িত্ব। সেটি আমরা অবশ্যই দেখব। আপনারা যদি দেখেন কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করছে তাহলে পুলিশকে জানাবেন। আপনাদের পাশে থাকব। জাতীয় জরুরি সেবা ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মাস্তান বা সন্ত্রাসী কোন দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময়,পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা হামলা করে থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের নির্বাচনের দিন হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রার্থীদের নিরাপত্তায় আগামীতে পুলিশ আরও সতর্ক অবস্থানে থাকবে।’

আগামীতে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান ডিএমপি কমিশনার।

Please Share This Post in Your Social Media

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

‘জুলুম-চাঁদাবাজি হলে পুলিশকে জানাবেন, তিন মিনিটের মধ্যে ব্যবস্থা’

Update Time : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না। তাদের আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন।

এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম ফারুক এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, ব্যবসায়ীদের ওপর যেন কোনো ধরনের জুলুম না হয় সেটি আমাদের দেখার দায়িত্ব। সেটি আমরা অবশ্যই দেখব। আপনারা যদি দেখেন কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করছে তাহলে পুলিশকে জানাবেন। আপনাদের পাশে থাকব। জাতীয় জরুরি সেবা ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মাস্তান বা সন্ত্রাসী কোন দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময়,পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা হামলা করে থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের নির্বাচনের দিন হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রার্থীদের নিরাপত্তায় আগামীতে পুলিশ আরও সতর্ক অবস্থানে থাকবে।’

আগামীতে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান ডিএমপি কমিশনার।