ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : ১২:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ৫৬ Time View

চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

শনিবার ৫ আগস্ট এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাঙামাটি জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে ৫ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা এবং জরুরী সরকারি কাজে নিয়োজিত নৌযান সমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্তকতা ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়া জন্য জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস থেকে জেলা শহরে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

রাঙামাটি লঞ্চ মালিক সভাপতি মো. সেলিম উদ্দিন বলেন, নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নিরাপত্তার জন্য উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

পর্যটন ঘাটের ট্যুরিস্ট বোট ইজারাদার মো. রমজান আলী বলেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসক কার্যালয় থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় বোট চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। আমরাও বোট চলাচল বন্ধ রেখেছি। তবে পর্যটক আসছে তারাও হ্রদে ঘুরতে না পেরে ফিরে যাচ্ছে।

উল্লেখ্য, রাঙামাটি আবাহওয়া অফিসের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭.২২ মিলিমিটার এবং গত ৪৮ ঘণ্টায় ১৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে তাই পাহাড় ধসের ঝুঁকি এড়াতে শহরে মাইকিং করা হচ্ছে। পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য শহরে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে। তবে আশ্রয় কেন্দ্র প্রস্তুত থাকলেও যেতে অনিহা বসবসকারীদের।

Please Share This Post in Your Social Media

কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ

Update Time : ১২:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

শনিবার ৫ আগস্ট এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাঙামাটি জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে ৫ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা এবং জরুরী সরকারি কাজে নিয়োজিত নৌযান সমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্তকতা ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়া জন্য জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস থেকে জেলা শহরে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

রাঙামাটি লঞ্চ মালিক সভাপতি মো. সেলিম উদ্দিন বলেন, নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নিরাপত্তার জন্য উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

পর্যটন ঘাটের ট্যুরিস্ট বোট ইজারাদার মো. রমজান আলী বলেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসক কার্যালয় থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় বোট চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। আমরাও বোট চলাচল বন্ধ রেখেছি। তবে পর্যটক আসছে তারাও হ্রদে ঘুরতে না পেরে ফিরে যাচ্ছে।

উল্লেখ্য, রাঙামাটি আবাহওয়া অফিসের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭.২২ মিলিমিটার এবং গত ৪৮ ঘণ্টায় ১৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে তাই পাহাড় ধসের ঝুঁকি এড়াতে শহরে মাইকিং করা হচ্ছে। পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য শহরে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে। তবে আশ্রয় কেন্দ্র প্রস্তুত থাকলেও যেতে অনিহা বসবসকারীদের।