ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

আওয়ামীলীগের বাইরে যোগ্য প্রার্থীদের নিয়ে ঐক্য করতে চায় জাতীয় সমন্বয় ক‌মি‌টি

শরিফুল হক পাভেল
  • Update Time : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / ৭৯ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরের প্রার্থীদের সহায়তা করতে তাদের পক্ষে ভোট আনতে সারাদেশে ৪ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করার ১শ জন বি‌শিষ্ট নাগ‌রিকদের নিয়ে গ‌ঠিত জাতীয় সমন্বয় ক‌মি‌টি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টি-‌ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা‌ দেন জাতীয় সমন্বয় ক‌মি‌টির আহ্বায়ক মো. আকবর হোসেন ফাইটন।

তি‌নি বলেন, আওয়ামী লীগ সরকারের জন‌প্রিয়তা শূন্যে নেমে গেছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা ৫০‌টির বে‌শি এক‌টি সিটও পাবে না। সকল দলের মধ্যে ঐক্য করে বাছাইকৃত ৩শ আসনে প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন তি‌নি।

এসময় গণমু‌ক্তি জোটের চেয়ারম্যান ও ঢাকা ১০ আসনের ছ‌ড়ি প্রতীকের প্রার্থী ড. শাহ‌রিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, আম‌রা নির্বাচনের ফলাফল আসার আগেই হেরে যেতে চাই না। নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী মাঠে প্রতিযো‌গিতা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজয় নি‌শ্চিত করতে চাই।

গণমু‌ক্তি জোটের মুখপাত্র কাশেম মাসুদ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরেও অনেক যোগ্য প্রার্থী আছে যাদের মধ্যে ঐক্য করতে চায় জাতীয় সমন্বয় ক‌মি‌টি। সকল যোগ্য প্রার্থীকে এক‌ত্রিত করতে পারলে আওয়ামী লীগ সরকারকে বিরোধী দলের আসনে বসানো সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে নিম্ন‌লি‌খিত ৮ দফা ইশতেহার প্রকাশ করা হয়:

১। সকল কারাব‌ন্দিদের সাধারণ ক্ষমতা করা হবে।

২। যানজট মুক্ত হবে বাংলাদেশ, অ‌ফিস চলবে দুই রোষ্টারে, গা‌ড়ি চলবে জোড় বেজোড় ও মিশ্র পদ্ধ‌তিতে।

৩। ডোপ টেষ্ট ও পুনর্বাসন এর মাধ্যমে মাদক মুক্ত হবে বাংলাদেশ।

৪। বিচার কার্য্য শেষ হবে তিন মাসের মধ্যে, বাদী পাবেন ক্ষ‌তিপূরণ।

৫। পাস হবে‌ সি‌নিয়র সি‌টিজেন আইন, ধর্মীয় কাজে নিয়ো‌জিত ব্যক্তিদের বেতন সরকা‌রি ভাবে দেওয়া হবে।

৬। সবাই চাক‌রি করবেন নিজ নিজ জেলায়।

৭। বাংলাদেশ হবে বিশ্বের খাদ্য ভান্ডার, কৃ‌ষি বিপ্লবে কাজ করবেন এক কো‌টি বিশ লাখ বেসাম‌রিক সেনা।

৮। চালু হবে বিয়ে ভাতা, বিদেশ যাবেন সরকা‌রি ব্যবস্থাপনায়।

Please Share This Post in Your Social Media

আওয়ামীলীগের বাইরে যোগ্য প্রার্থীদের নিয়ে ঐক্য করতে চায় জাতীয় সমন্বয় ক‌মি‌টি

Update Time : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরের প্রার্থীদের সহায়তা করতে তাদের পক্ষে ভোট আনতে সারাদেশে ৪ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করার ১শ জন বি‌শিষ্ট নাগ‌রিকদের নিয়ে গ‌ঠিত জাতীয় সমন্বয় ক‌মি‌টি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টি-‌ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা‌ দেন জাতীয় সমন্বয় ক‌মি‌টির আহ্বায়ক মো. আকবর হোসেন ফাইটন।

তি‌নি বলেন, আওয়ামী লীগ সরকারের জন‌প্রিয়তা শূন্যে নেমে গেছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা ৫০‌টির বে‌শি এক‌টি সিটও পাবে না। সকল দলের মধ্যে ঐক্য করে বাছাইকৃত ৩শ আসনে প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন তি‌নি।

এসময় গণমু‌ক্তি জোটের চেয়ারম্যান ও ঢাকা ১০ আসনের ছ‌ড়ি প্রতীকের প্রার্থী ড. শাহ‌রিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, আম‌রা নির্বাচনের ফলাফল আসার আগেই হেরে যেতে চাই না। নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী মাঠে প্রতিযো‌গিতা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজয় নি‌শ্চিত করতে চাই।

গণমু‌ক্তি জোটের মুখপাত্র কাশেম মাসুদ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরেও অনেক যোগ্য প্রার্থী আছে যাদের মধ্যে ঐক্য করতে চায় জাতীয় সমন্বয় ক‌মি‌টি। সকল যোগ্য প্রার্থীকে এক‌ত্রিত করতে পারলে আওয়ামী লীগ সরকারকে বিরোধী দলের আসনে বসানো সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে নিম্ন‌লি‌খিত ৮ দফা ইশতেহার প্রকাশ করা হয়:

১। সকল কারাব‌ন্দিদের সাধারণ ক্ষমতা করা হবে।

২। যানজট মুক্ত হবে বাংলাদেশ, অ‌ফিস চলবে দুই রোষ্টারে, গা‌ড়ি চলবে জোড় বেজোড় ও মিশ্র পদ্ধ‌তিতে।

৩। ডোপ টেষ্ট ও পুনর্বাসন এর মাধ্যমে মাদক মুক্ত হবে বাংলাদেশ।

৪। বিচার কার্য্য শেষ হবে তিন মাসের মধ্যে, বাদী পাবেন ক্ষ‌তিপূরণ।

৫। পাস হবে‌ সি‌নিয়র সি‌টিজেন আইন, ধর্মীয় কাজে নিয়ো‌জিত ব্যক্তিদের বেতন সরকা‌রি ভাবে দেওয়া হবে।

৬। সবাই চাক‌রি করবেন নিজ নিজ জেলায়।

৭। বাংলাদেশ হবে বিশ্বের খাদ্য ভান্ডার, কৃ‌ষি বিপ্লবে কাজ করবেন এক কো‌টি বিশ লাখ বেসাম‌রিক সেনা।

৮। চালু হবে বিয়ে ভাতা, বিদেশ যাবেন সরকা‌রি ব্যবস্থাপনায়।