ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

অ্যানিমেলের সাফল্যে কাঁদলেন ববি দেওল

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ৭৬ Time View

দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে ছিলেন। দেখা যায়নি বড় পর্দার কোনো কাজে। নব্বইয়ের দশকের এই হিট অভিনেতাকে সাম্প্রতিক সময়ে পর্দায় দেখা গেছে সালমান খানের ‘রেস ৩’ এবং অক্ষয় কুমারের ‘হাউসফুল ৪’-এর মতো সিনেমায়। তবে ওটিটির ‘আশ্রম’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় ওঠে আসেন আবারও।

সিরিজটি তুমুল দর্শকপ্রিয়তা পায়। কিন্তু বড় পর্দায় নব্বইয়ের দশকের সেই দাপুটে অভিনয় দেখার অপেক্ষায় ছিলেন ববির ভক্তরা। সেই অপেক্ষা অবশ্য বেশি দীর্ঘ হয়নি। তিনি দাপটের সঙ্গে পর্দায় ফিরেছেন ‘অ্যানিমেল’ দিয়ে।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমেল’ দুর্দান্ত সাড়া ফেলেছে বক্স অফিসে। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। আর অভিনয়ের জন্য রণবীরের মতোই প্রশংসা পাচ্ছেন এই অভিনেতা। তাই চোখের জলেই দিলেন মানুষের প্রশংসার উত্তর।

সিনেমাটির ব্যাপক সাফল্যে কান্না করলেন এই অভিনেতা। সম্প্রতি পাপারাৎসিরা ববির ছবি তোলার জন্য হাজির হয়েছিলেন। সেখানে তারা অভিনেতাকে বলেন, ‘অ্যানিমেল’ দারুণ হয়েছে। আর পাপারাৎসিদের মুখে এ কথা শুনে সবার সামনেই কেঁদে ফেললেন ববি দেওল। সবার মুখে প্রশংসা শুনে ববি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।

চোখের জলেই ধন্যবাদ জানালেন সবাইকে। ভারতীয় বিনোদন মাধ্যম ভাইরাল ভবানীর একটি ভিডিওতে দেখা গেছে এই ‍দৃশ্য।

ভিডিওতে দেখা যায়, কাঁদতে কাঁদতে হাত জোড় করে উপস্থিত পাপারাৎসিদের ববি বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ। ঈশ্বর অত্যন্ত দয়ালু। এই সিনেমার জন্য আমরা অনেক ভালোবাসা পাচ্ছি। মনে হচ্ছে স্বপ্ন দেখছি।’ এরপর গাড়িতে ওঠার পরও কাঁদতে দেখা যায় অভিনেতাকে।

এদিকে মুক্তির পরপরই বিশ্বব্যাপী ঝড় তুলেছে ‘অ্যানিমেল’। প্রত্যাশা অনুযায়ী মুক্তির প্রথম দিন থেকেই সুনামির বেগে ছুটে তুলেছে চলচ্চিত্রটি। প্রথম দিন বিশ্বব্যাপী ১১৬ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনে আরো ১২০ কোটি রুপি তুলে নিয়েছে সিনেমাটি। মাত্র দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন ২৩৬ কোটি রুপি।

বক্স অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘অ্যানিমেল’ শনিবার ভারতে প্রায় ৬৬ কোটির বেশি রুপি আয় করেছে। দুই দিনে ভারতে মোট আয় ১৩০ কোটি রুপির মতো। দুই দিনে বিশ্বব্যাপী আয় ২৩৬ কোটি রুপি।

ফিল্ম বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, মাত্র দুই দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। রবিবার রমেশ বালা এক্সে (আগের টুইটারে) লিখেছেন, দুই দিনে, ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২৩০ কোটির বেশি আয় করেছে। অন্য একটি টুইটে, রমেশা উত্তর আমেরিকায় ‘অ্যানিমেল’-এর বক্স অফিস আয়ের বিবরণ শেয়ার করেছেন, যেখানে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি পাঁচ মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে। টুইট বার্তায় রমেশ লিখেছেন, ‘অ্যানিমেল’ ৪.৫ মিলিয়ন (আনুমানিক ৩৭.৪ কোটি) আয় করেছে এবং এখনো কিছু অঞ্চলের গণনা চলছে। পাঁচ মিলিয়নের বড় মাইলফলকের দিকে দৌড়াচ্ছে এটি।

যদিও ‘অ্যানিমেল’ আরেকটি বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’।

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।

Please Share This Post in Your Social Media

অ্যানিমেলের সাফল্যে কাঁদলেন ববি দেওল

Update Time : ০৯:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে ছিলেন। দেখা যায়নি বড় পর্দার কোনো কাজে। নব্বইয়ের দশকের এই হিট অভিনেতাকে সাম্প্রতিক সময়ে পর্দায় দেখা গেছে সালমান খানের ‘রেস ৩’ এবং অক্ষয় কুমারের ‘হাউসফুল ৪’-এর মতো সিনেমায়। তবে ওটিটির ‘আশ্রম’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় ওঠে আসেন আবারও।

সিরিজটি তুমুল দর্শকপ্রিয়তা পায়। কিন্তু বড় পর্দায় নব্বইয়ের দশকের সেই দাপুটে অভিনয় দেখার অপেক্ষায় ছিলেন ববির ভক্তরা। সেই অপেক্ষা অবশ্য বেশি দীর্ঘ হয়নি। তিনি দাপটের সঙ্গে পর্দায় ফিরেছেন ‘অ্যানিমেল’ দিয়ে।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমেল’ দুর্দান্ত সাড়া ফেলেছে বক্স অফিসে। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। আর অভিনয়ের জন্য রণবীরের মতোই প্রশংসা পাচ্ছেন এই অভিনেতা। তাই চোখের জলেই দিলেন মানুষের প্রশংসার উত্তর।

সিনেমাটির ব্যাপক সাফল্যে কান্না করলেন এই অভিনেতা। সম্প্রতি পাপারাৎসিরা ববির ছবি তোলার জন্য হাজির হয়েছিলেন। সেখানে তারা অভিনেতাকে বলেন, ‘অ্যানিমেল’ দারুণ হয়েছে। আর পাপারাৎসিদের মুখে এ কথা শুনে সবার সামনেই কেঁদে ফেললেন ববি দেওল। সবার মুখে প্রশংসা শুনে ববি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।

চোখের জলেই ধন্যবাদ জানালেন সবাইকে। ভারতীয় বিনোদন মাধ্যম ভাইরাল ভবানীর একটি ভিডিওতে দেখা গেছে এই ‍দৃশ্য।

ভিডিওতে দেখা যায়, কাঁদতে কাঁদতে হাত জোড় করে উপস্থিত পাপারাৎসিদের ববি বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ। ঈশ্বর অত্যন্ত দয়ালু। এই সিনেমার জন্য আমরা অনেক ভালোবাসা পাচ্ছি। মনে হচ্ছে স্বপ্ন দেখছি।’ এরপর গাড়িতে ওঠার পরও কাঁদতে দেখা যায় অভিনেতাকে।

এদিকে মুক্তির পরপরই বিশ্বব্যাপী ঝড় তুলেছে ‘অ্যানিমেল’। প্রত্যাশা অনুযায়ী মুক্তির প্রথম দিন থেকেই সুনামির বেগে ছুটে তুলেছে চলচ্চিত্রটি। প্রথম দিন বিশ্বব্যাপী ১১৬ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনে আরো ১২০ কোটি রুপি তুলে নিয়েছে সিনেমাটি। মাত্র দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন ২৩৬ কোটি রুপি।

বক্স অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘অ্যানিমেল’ শনিবার ভারতে প্রায় ৬৬ কোটির বেশি রুপি আয় করেছে। দুই দিনে ভারতে মোট আয় ১৩০ কোটি রুপির মতো। দুই দিনে বিশ্বব্যাপী আয় ২৩৬ কোটি রুপি।

ফিল্ম বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, মাত্র দুই দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। রবিবার রমেশ বালা এক্সে (আগের টুইটারে) লিখেছেন, দুই দিনে, ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২৩০ কোটির বেশি আয় করেছে। অন্য একটি টুইটে, রমেশা উত্তর আমেরিকায় ‘অ্যানিমেল’-এর বক্স অফিস আয়ের বিবরণ শেয়ার করেছেন, যেখানে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি পাঁচ মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে। টুইট বার্তায় রমেশ লিখেছেন, ‘অ্যানিমেল’ ৪.৫ মিলিয়ন (আনুমানিক ৩৭.৪ কোটি) আয় করেছে এবং এখনো কিছু অঞ্চলের গণনা চলছে। পাঁচ মিলিয়নের বড় মাইলফলকের দিকে দৌড়াচ্ছে এটি।

যদিও ‘অ্যানিমেল’ আরেকটি বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’।

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।