ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সন্তানদের নতুন জামা পরিয়ে রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরলেন না বাবা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির ফলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল হয়েছেঃ সিলেটে আইজিপি বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন সৌদিতে প্রথমবারের মতো সুইমস্যুট পরে র‌্যাম্পে হাঁটলেন মডেলরা ‘আয়রনম্যান’ চরিত্রে ফিরতে ‘আপত্তি নেই’ রবার্ট ডাউনি জুনিয়রের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী : কর্নেল অলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা কাঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২ বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী মেয়র তাপস মনগড়া ও অসত্য বক্তব্য দিচ্ছেন : সাঈদ খোকন
বিবিসি’র জরিপ

যুক্তরাজ্যের রাস্তায় একা চলতে ভয় পায় ৪৪ শতাংশ মেয়ে

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১২৯ Time View

যুক্তরাজ্যে দৈনন্দিন জীবনে যৌন হয়রানির শিকার হচ্ছে বহু কিশোরী। এর ফলে রাস্তাঘাটে একা চলাফেরায় ভয় পাচ্ছে তারা। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

বিবিসি রেডিও ৫ লাইভ এবং বিবিসি বাইটসাইজের জন্য জরিপটি পরিচালনা করেছে সার্ভেশন নামে একটি সংস্থা। এতে এক হাজার কিশোর ও এক হাজার কিশোরীর (বয়স ১৩ থেকে ১৮ বছর) কাছে নিরাপত্তা অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

জরিপের অংশ নেওয়া ২৭ শতাংশ কিশোরী জানিয়েছে, তারা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছে। ৪৪ শতাংশ কিশোরী বলেছে, তারা রাস্তায় একা চলাফেরায় নিরাপদবোধ করে না।

১৩ বছরের কিশোরী ববি জানিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কখনোই নিজেকে খুব একটা নিরাপদ মনে হয় না তার। সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই এ ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে সে।

ববির কথায়, এটি কখনো কখনো ভীতিকর হতে পারে। মানুষজন চিৎকার করে বলে, ‘তোমাকে দেখতে সুন্দর লাগছে’। কখনো কখনো রাস্তায় তারা আমার হাত ধরেছে। একবার আমার চেয়ে বয়সে দুই বা তিনগুণ বড় কিছু লোক আমার পিছু নিয়েছিল।

১৪ বছর বয়সী প্রিন্সেসও জানিয়েছে, স্কুল থেকে ফেরার পথে তার ভয় লাগে। এ জন্য ভিন্ন পথও বের করে রেখেছে, যেন প্রয়োজন হলে সেদিক দিয়ে আসা যায়। তাছাড়া, বাসায় ফেরার পথে এ কিশোরীকে বারবার পেছনে ফিরে দেখতে হয়, কেউ আছে কি না।

অন্য কিশোরীরা বলেছে, নিরাপত্তার খাতিরে কী পোশাক পরে বাইরে বের হবে, তা নিয়েও সতর্ক থাকতে হচ্ছে।

১৫ বছর বয়সী সোনিয়ার কথায়, বাইরে যা ঘটে তার সঙ্গে আপনাকে কেমন দেখাচ্ছে সেটির বিশাল সম্পর্ক রয়েছে। আমি যদি ক্রপ-টপ বা আঁটসাঁট পোশাক পরি, তাহলে আমার দিনটা শান্তিতে কাটবে না।

১৮ বছর বয়সী রোফেদার ভয়, যদি সে যৌন হয়রানিকে উপেক্ষা করে বা রুখে দাঁড়ায়, তাহলে হয়তো বিপদ আরও বেড়ে যেতে পারে। তার বক্তব্য, যা সামলাতে পারবেন না, ঘটনা সে পর্যন্ত নিয়ে যাওয়া উচিত নয়।

শুধু মেয়েরাই নয়, রাস্তায় একা চলতে ভয় পাওয়ার কথা জানিয়েছে প্রায় এক-চতুর্থাংশ (২৪ শতাংশ) কিশোরও।

১৫ বছর বয়সী অ্যাশলে জানায়, যদি একদল ছেলে আমার দিকে তাকিয়ে থাকে এবং আমি একা থাকি ও চারপাশে অন্ধকার হয়, অবশ্যই আমি নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকবো।

তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখবেন, যেখানে লোকদের আক্রমণ করা হচ্ছে এবং এটি আপনাকে আতঙ্কিত করবে।

নারীদের নিরাপত্তার প্রচারণায় কাজ করা ‘আওয়ার স্ট্রিটস নাউ’ নামে একটি সংগঠনের সদস্য রোজি। ১৬ বছর বয়সী এ কিশোরীর মতে, কাউকে যৌন হয়রানি করা কেন ঠিক নয়, এ বিষয়ে মানুষকে বোঝানোর জন্য আরও অনেক কিছু করা দরকার।

রোজির কথায়, তাদের বলতে হবে, এটি অপরাধ, কোনো প্রশংসা নয়। এতে খুশি হওয়ার কিছু নেই। নিজের কাজ করছে এমন কারও জন্য রাস্তার অন্য পাশ থেকে চিৎকার করতে হবে- এটি এমন কোনো বিষয় নয়।

Please Share This Post in Your Social Media

বিবিসি’র জরিপ

যুক্তরাজ্যের রাস্তায় একা চলতে ভয় পায় ৪৪ শতাংশ মেয়ে

Update Time : ০৮:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

যুক্তরাজ্যে দৈনন্দিন জীবনে যৌন হয়রানির শিকার হচ্ছে বহু কিশোরী। এর ফলে রাস্তাঘাটে একা চলাফেরায় ভয় পাচ্ছে তারা। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

বিবিসি রেডিও ৫ লাইভ এবং বিবিসি বাইটসাইজের জন্য জরিপটি পরিচালনা করেছে সার্ভেশন নামে একটি সংস্থা। এতে এক হাজার কিশোর ও এক হাজার কিশোরীর (বয়স ১৩ থেকে ১৮ বছর) কাছে নিরাপত্তা অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

জরিপের অংশ নেওয়া ২৭ শতাংশ কিশোরী জানিয়েছে, তারা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছে। ৪৪ শতাংশ কিশোরী বলেছে, তারা রাস্তায় একা চলাফেরায় নিরাপদবোধ করে না।

১৩ বছরের কিশোরী ববি জানিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কখনোই নিজেকে খুব একটা নিরাপদ মনে হয় না তার। সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই এ ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে সে।

ববির কথায়, এটি কখনো কখনো ভীতিকর হতে পারে। মানুষজন চিৎকার করে বলে, ‘তোমাকে দেখতে সুন্দর লাগছে’। কখনো কখনো রাস্তায় তারা আমার হাত ধরেছে। একবার আমার চেয়ে বয়সে দুই বা তিনগুণ বড় কিছু লোক আমার পিছু নিয়েছিল।

১৪ বছর বয়সী প্রিন্সেসও জানিয়েছে, স্কুল থেকে ফেরার পথে তার ভয় লাগে। এ জন্য ভিন্ন পথও বের করে রেখেছে, যেন প্রয়োজন হলে সেদিক দিয়ে আসা যায়। তাছাড়া, বাসায় ফেরার পথে এ কিশোরীকে বারবার পেছনে ফিরে দেখতে হয়, কেউ আছে কি না।

অন্য কিশোরীরা বলেছে, নিরাপত্তার খাতিরে কী পোশাক পরে বাইরে বের হবে, তা নিয়েও সতর্ক থাকতে হচ্ছে।

১৫ বছর বয়সী সোনিয়ার কথায়, বাইরে যা ঘটে তার সঙ্গে আপনাকে কেমন দেখাচ্ছে সেটির বিশাল সম্পর্ক রয়েছে। আমি যদি ক্রপ-টপ বা আঁটসাঁট পোশাক পরি, তাহলে আমার দিনটা শান্তিতে কাটবে না।

১৮ বছর বয়সী রোফেদার ভয়, যদি সে যৌন হয়রানিকে উপেক্ষা করে বা রুখে দাঁড়ায়, তাহলে হয়তো বিপদ আরও বেড়ে যেতে পারে। তার বক্তব্য, যা সামলাতে পারবেন না, ঘটনা সে পর্যন্ত নিয়ে যাওয়া উচিত নয়।

শুধু মেয়েরাই নয়, রাস্তায় একা চলতে ভয় পাওয়ার কথা জানিয়েছে প্রায় এক-চতুর্থাংশ (২৪ শতাংশ) কিশোরও।

১৫ বছর বয়সী অ্যাশলে জানায়, যদি একদল ছেলে আমার দিকে তাকিয়ে থাকে এবং আমি একা থাকি ও চারপাশে অন্ধকার হয়, অবশ্যই আমি নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকবো।

তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখবেন, যেখানে লোকদের আক্রমণ করা হচ্ছে এবং এটি আপনাকে আতঙ্কিত করবে।

নারীদের নিরাপত্তার প্রচারণায় কাজ করা ‘আওয়ার স্ট্রিটস নাউ’ নামে একটি সংগঠনের সদস্য রোজি। ১৬ বছর বয়সী এ কিশোরীর মতে, কাউকে যৌন হয়রানি করা কেন ঠিক নয়, এ বিষয়ে মানুষকে বোঝানোর জন্য আরও অনেক কিছু করা দরকার।

রোজির কথায়, তাদের বলতে হবে, এটি অপরাধ, কোনো প্রশংসা নয়। এতে খুশি হওয়ার কিছু নেই। নিজের কাজ করছে এমন কারও জন্য রাস্তার অন্য পাশ থেকে চিৎকার করতে হবে- এটি এমন কোনো বিষয় নয়।