ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সন্তানদের নতুন জামা পরিয়ে রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরলেন না বাবা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির ফলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল হয়েছেঃ সিলেটে আইজিপি বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন সৌদিতে প্রথমবারের মতো সুইমস্যুট পরে র‌্যাম্পে হাঁটলেন মডেলরা ‘আয়রনম্যান’ চরিত্রে ফিরতে ‘আপত্তি নেই’ রবার্ট ডাউনি জুনিয়রের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী : কর্নেল অলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা কাঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২ বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী মেয়র তাপস মনগড়া ও অসত্য বক্তব্য দিচ্ছেন : সাঈদ খোকন

বাংলাদেশ ম্যাচে রুটের একাধিক রেকর্ড

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৫১ Time View

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জো রুটের থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ক্রিকেটার জায়গা পান বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে।

এরপর অনুষ্ঠিত দুই ম্যাচেই তিনি এর প্রতিদান দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের পর এবার বাংলাদেশের সঙ্গেও তিনি খেলেছেন ৮২ রানের ইনিংস।

এর মাধ্যমে রুট বিশ্বকাপ ও ওয়ানডে ফরম্যাটে দুটি রেকর্ড গড়েছেন। ইংলিশ ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানসংগ্রাহক বনে গেছেন তিনি।

আজ (মঙ্গলবার) ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড।

যেখানে আগে ব্যাট করা ইংলিশরা ৩৬৪ রানের রানপাহাড় গড়েছে। ইনিংস সর্বোচ্চ ১৪০ রান করেন ডেভিড মালান, জো রুট করেন ৮২ রান। এছাড়া জনি বেয়ারস্টোও অর্ধশতক পেয়েছেন।

এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের ১৮টি ইনিংস খেলেছেন জো রুট। যেখানে তিনি ব্যাট হাতে ৯১৭ রান করেছেন।

যা ইংলিশ ব্যাটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর মাধ্যমে রুট সাবেক ইংল্যান্ড ব্যাটার গ্রাহাম গুচকে টপকে গিয়েছেন। গ্রাহাম গুচ ওয়ানডে বিশ্বকাপের ২১টি ইনিংসে ৮৯৭ রান করেছিলেন।

ওই তালিকার তিনে আছেন ইয়ান বেল। বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের হয়ে ৭১৮ রান করেছিলেন। এছাড়া অ্যালান লাম্ব (৬৫৬) চতুর্থ এবং গ্রায়েম হিক (৬৩৫) এই তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে।

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ জো রুটের তৃতীয় আসর। তিনি ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপও খেলেছিলেন।

২০১৯ সালে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন রুট। বিশ্বকাপে রুটের নামেও রয়েছে ৩টি সেঞ্চুরি। এছাড়া ওডিআই ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার আগে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান শচীন টেন্ডুলকারের। ৪৪টি ইনিংসে ভারতীয় কিংবদন্তি ২২৭৮ রান করেছেন।

দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। তিনি ৪২টি ইনিংসে করেছেন ১৭৪৩ রান। তিন ও চারে থাকা কুমার সাঙ্গাকারা ১৫৩২ রান এবং ব্রায়ান লারা ১২২৫ রান করেছেন। বিশ্বকাপ শুরুর আগে এই তালিকার সাতে ছিলেন সাকিব আল হাসান।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ ম্যাচে রুটের একাধিক রেকর্ড

Update Time : ০৬:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জো রুটের থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ক্রিকেটার জায়গা পান বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে।

এরপর অনুষ্ঠিত দুই ম্যাচেই তিনি এর প্রতিদান দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের পর এবার বাংলাদেশের সঙ্গেও তিনি খেলেছেন ৮২ রানের ইনিংস।

এর মাধ্যমে রুট বিশ্বকাপ ও ওয়ানডে ফরম্যাটে দুটি রেকর্ড গড়েছেন। ইংলিশ ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানসংগ্রাহক বনে গেছেন তিনি।

আজ (মঙ্গলবার) ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড।

যেখানে আগে ব্যাট করা ইংলিশরা ৩৬৪ রানের রানপাহাড় গড়েছে। ইনিংস সর্বোচ্চ ১৪০ রান করেন ডেভিড মালান, জো রুট করেন ৮২ রান। এছাড়া জনি বেয়ারস্টোও অর্ধশতক পেয়েছেন।

এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের ১৮টি ইনিংস খেলেছেন জো রুট। যেখানে তিনি ব্যাট হাতে ৯১৭ রান করেছেন।

যা ইংলিশ ব্যাটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর মাধ্যমে রুট সাবেক ইংল্যান্ড ব্যাটার গ্রাহাম গুচকে টপকে গিয়েছেন। গ্রাহাম গুচ ওয়ানডে বিশ্বকাপের ২১টি ইনিংসে ৮৯৭ রান করেছিলেন।

ওই তালিকার তিনে আছেন ইয়ান বেল। বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের হয়ে ৭১৮ রান করেছিলেন। এছাড়া অ্যালান লাম্ব (৬৫৬) চতুর্থ এবং গ্রায়েম হিক (৬৩৫) এই তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে।

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ জো রুটের তৃতীয় আসর। তিনি ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপও খেলেছিলেন।

২০১৯ সালে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন রুট। বিশ্বকাপে রুটের নামেও রয়েছে ৩টি সেঞ্চুরি। এছাড়া ওডিআই ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার আগে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান শচীন টেন্ডুলকারের। ৪৪টি ইনিংসে ভারতীয় কিংবদন্তি ২২৭৮ রান করেছেন।

দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। তিনি ৪২টি ইনিংসে করেছেন ১৭৪৩ রান। তিন ও চারে থাকা কুমার সাঙ্গাকারা ১৫৩২ রান এবং ব্রায়ান লারা ১২২৫ রান করেছেন। বিশ্বকাপ শুরুর আগে এই তালিকার সাতে ছিলেন সাকিব আল হাসান।