ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সন্তানদের নতুন জামা পরিয়ে রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরলেন না বাবা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির ফলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল হয়েছেঃ সিলেটে আইজিপি বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন সৌদিতে প্রথমবারের মতো সুইমস্যুট পরে র‌্যাম্পে হাঁটলেন মডেলরা ‘আয়রনম্যান’ চরিত্রে ফিরতে ‘আপত্তি নেই’ রবার্ট ডাউনি জুনিয়রের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী : কর্নেল অলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা কাঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২ বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী মেয়র তাপস মনগড়া ও অসত্য বক্তব্য দিচ্ছেন : সাঈদ খোকন

ইংল্যান্ডেও শাকিবের ‘প্রিয়তমা’র বাজিমাত

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১২৯ Time View

দেশের দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। মুক্তির নবম সপ্তাহেও সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ১৯টি থিয়েটারে চলছে। পাশাপাশি আমেরিকা, কানাডাতেও বাংলা ছবির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হওয়ার গৌরব অর্জন করেছে। চতুর্থ সপ্তাহে চলছে অস্ট্রেলিয়াতেও।

হিমেল আশরাফ পরিচালিত এই ছবি দিয়ে এবার ইংল্যান্ডেও বাজিমাত করেছেন ঢাকাই ‘রাজকুমার’ শাকিব খান। সেখানে প্রথম সপ্তাহে বক্স অফিসে গ্রস কালেকশন করেছে ২৪, ৯৮৭ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা। তথ্যটি জানিয়েছেন ইংল্যান্ডে প্রিয়তমার পরিবেশক রন্টি চৌধুরী। বাংলাদেশ সময় সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রথম সপ্তাহে এখনকার ১৪টি হলে অফিশিয়াল রিলিজ করা হয়েছিল।

প্রথমদিনেই সিনেওয়ার্ল্ড শো বাড়িয়ে দেয়। প্রথম সপ্তাহে যে ব্যবসা করেছে তা সত্যিই আশাব্যঞ্জক। ১৮ আগস্ট ইংল্যান্ডে ‘প্রিয়তমা’ মুক্তি পায়। পরিবেশক জানান, এই সময়ে হলিউডের বড় বড় সিনেমার পাশাপাশি জেলার, গদর ২, ওমজি ২-এর মতো আরও ছয়টি রিলিজ পায়। তাই প্রিয়তমাকে খুব কঠিন প্রতিযোগিতা করতে হয়েছে। প্রথম সপ্তাহে একটা বাংলা সিনেমা বিদেশের মাটিতে এই ব্যবসা করা অনেক বড় ব্যাপার। শাকিব খানের প্রথম কোনো সিনেমা এখানে মুক্তির মাধ্যমে প্রথম সপ্তাহে ৩৫ লাখ টাকা ব্যবসা হওয়াও বড় ব্যাপার। বাংলা ছবি হিসেবে ‘হাওয়া’ ভালো চলেছিল।

রন্টি চৌধুরী বলেন, প্রিয়তমাও বেশি পিছিয়ে নেই। ইতোমধ্যে দ্বিতীয় অবস্থানে আছে শাকিব খানের এই ছবি। প্রথম সপ্তাহে ভালো চলায় দ্বিতীয় সপ্তাহে ৫০০ সিটের থিয়েটার দিয়ে আরও বেশি শো নিয়ে তিনটি লোকেশনে ‘প্রিয়তমা’ চলছে। বাংলাদেশের সিনেমার জন্য বিশ্ব মার্কেটে এটি অনেক সুসংবাদ।

মানসম্মত ভালো মানের সিনেমা হলে দর্শক আগামীতেও বিদেশে উপভোগ করবেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক গ্রস সেল ৩৭ কোটি ব্যবসা করা ছবি ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খান ছাড়াও এতে আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ইধিকা পাল, সহীদ উন নবী, কাজী হায়াৎ, এলিনা শাম্মী।

Please Share This Post in Your Social Media

ইংল্যান্ডেও শাকিবের ‘প্রিয়তমা’র বাজিমাত

Update Time : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

দেশের দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। মুক্তির নবম সপ্তাহেও সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ১৯টি থিয়েটারে চলছে। পাশাপাশি আমেরিকা, কানাডাতেও বাংলা ছবির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হওয়ার গৌরব অর্জন করেছে। চতুর্থ সপ্তাহে চলছে অস্ট্রেলিয়াতেও।

হিমেল আশরাফ পরিচালিত এই ছবি দিয়ে এবার ইংল্যান্ডেও বাজিমাত করেছেন ঢাকাই ‘রাজকুমার’ শাকিব খান। সেখানে প্রথম সপ্তাহে বক্স অফিসে গ্রস কালেকশন করেছে ২৪, ৯৮৭ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা। তথ্যটি জানিয়েছেন ইংল্যান্ডে প্রিয়তমার পরিবেশক রন্টি চৌধুরী। বাংলাদেশ সময় সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রথম সপ্তাহে এখনকার ১৪টি হলে অফিশিয়াল রিলিজ করা হয়েছিল।

প্রথমদিনেই সিনেওয়ার্ল্ড শো বাড়িয়ে দেয়। প্রথম সপ্তাহে যে ব্যবসা করেছে তা সত্যিই আশাব্যঞ্জক। ১৮ আগস্ট ইংল্যান্ডে ‘প্রিয়তমা’ মুক্তি পায়। পরিবেশক জানান, এই সময়ে হলিউডের বড় বড় সিনেমার পাশাপাশি জেলার, গদর ২, ওমজি ২-এর মতো আরও ছয়টি রিলিজ পায়। তাই প্রিয়তমাকে খুব কঠিন প্রতিযোগিতা করতে হয়েছে। প্রথম সপ্তাহে একটা বাংলা সিনেমা বিদেশের মাটিতে এই ব্যবসা করা অনেক বড় ব্যাপার। শাকিব খানের প্রথম কোনো সিনেমা এখানে মুক্তির মাধ্যমে প্রথম সপ্তাহে ৩৫ লাখ টাকা ব্যবসা হওয়াও বড় ব্যাপার। বাংলা ছবি হিসেবে ‘হাওয়া’ ভালো চলেছিল।

রন্টি চৌধুরী বলেন, প্রিয়তমাও বেশি পিছিয়ে নেই। ইতোমধ্যে দ্বিতীয় অবস্থানে আছে শাকিব খানের এই ছবি। প্রথম সপ্তাহে ভালো চলায় দ্বিতীয় সপ্তাহে ৫০০ সিটের থিয়েটার দিয়ে আরও বেশি শো নিয়ে তিনটি লোকেশনে ‘প্রিয়তমা’ চলছে। বাংলাদেশের সিনেমার জন্য বিশ্ব মার্কেটে এটি অনেক সুসংবাদ।

মানসম্মত ভালো মানের সিনেমা হলে দর্শক আগামীতেও বিদেশে উপভোগ করবেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক গ্রস সেল ৩৭ কোটি ব্যবসা করা ছবি ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খান ছাড়াও এতে আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ইধিকা পাল, সহীদ উন নবী, কাজী হায়াৎ, এলিনা শাম্মী।