ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সন্তানদের নতুন জামা পরিয়ে রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরলেন না বাবা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির ফলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল হয়েছেঃ সিলেটে আইজিপি বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন সৌদিতে প্রথমবারের মতো সুইমস্যুট পরে র‌্যাম্পে হাঁটলেন মডেলরা ‘আয়রনম্যান’ চরিত্রে ফিরতে ‘আপত্তি নেই’ রবার্ট ডাউনি জুনিয়রের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী : কর্নেল অলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা কাঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২ বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী মেয়র তাপস মনগড়া ও অসত্য বক্তব্য দিচ্ছেন : সাঈদ খোকন

আবারও আওয়ামী লীগে ফিরছেন জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / ১৪১ Time View

আবারও দলে ফিরছেন আওয়ামী লীগ ও গাজীপুর সিটি করপোরেশন থেকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের এক সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কৃত জাহাঙ্গীর আলম ও তার মা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। তারা দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সোয়া দুই ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করেন।

এসময় শেখ হাসিনার সঙ্গে তারা কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে গাজীপুরের মেয়র জায়েদা খাতুন তার পুত্র জাহাঙ্গীর আলমকে কাজ করার সুযোগ দিতে অনুরোধ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে জাহাঙ্গীর আলমকে কাজ করতে দেওয়ার ব্যাপারে সম্মতি দেন।

পাশাপাশি জাহাঙ্গীর আলম ভবিষ্যতে যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন যা দলের জন্য ক্ষতিকর হয় সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার তাকে কাজ করার সুযোগ দিলাম। ভবিষ্যতে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না’। এসময় জায়েদা খাতুনও বলেন, ‘নেত্রী জাহাঙ্গীর আলম আর এমন কোনো কাজ করবে না, যাতে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়’। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাহাঙ্গীরকে দলে ফিরিয়ে আনতে দলীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন। খুব শিগগিরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের সিদ্ধান্তের কথা জাহাঙ্গীর আলমকে জানিয়ে চিঠি দেবেন বলে সূত্র জানায়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই শনিবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন ও তার পুত্র জাহাঙ্গীর আলম। এরই প্রেক্ষিতে সোমবার তাদের সাক্ষাতের সময় দেন শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‍‘হ্যা, আমি ও আমার মা জায়েদা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা ছিলাম। নেত্রীর সঙ্গে আমরা কথা বলেছি’। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

এদিকে, ২০২১ সালের ১৯ নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের ৭ দিন পর ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিডিওতে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করতে এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা যায়।

পরে জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি ক্ষমতাসীন দল তাকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। এরপরে গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হন মো. জাহাঙ্গীর আলম।

অবশ্য, ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকে একের পর এক সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছিলেন বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। পরে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

আবারও আওয়ামী লীগে ফিরছেন জাহাঙ্গীর আলম

Update Time : ০৮:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

আবারও দলে ফিরছেন আওয়ামী লীগ ও গাজীপুর সিটি করপোরেশন থেকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের এক সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কৃত জাহাঙ্গীর আলম ও তার মা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। তারা দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সোয়া দুই ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করেন।

এসময় শেখ হাসিনার সঙ্গে তারা কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে গাজীপুরের মেয়র জায়েদা খাতুন তার পুত্র জাহাঙ্গীর আলমকে কাজ করার সুযোগ দিতে অনুরোধ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে জাহাঙ্গীর আলমকে কাজ করতে দেওয়ার ব্যাপারে সম্মতি দেন।

পাশাপাশি জাহাঙ্গীর আলম ভবিষ্যতে যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন যা দলের জন্য ক্ষতিকর হয় সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার তাকে কাজ করার সুযোগ দিলাম। ভবিষ্যতে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না’। এসময় জায়েদা খাতুনও বলেন, ‘নেত্রী জাহাঙ্গীর আলম আর এমন কোনো কাজ করবে না, যাতে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়’। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাহাঙ্গীরকে দলে ফিরিয়ে আনতে দলীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন। খুব শিগগিরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের সিদ্ধান্তের কথা জাহাঙ্গীর আলমকে জানিয়ে চিঠি দেবেন বলে সূত্র জানায়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই শনিবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন ও তার পুত্র জাহাঙ্গীর আলম। এরই প্রেক্ষিতে সোমবার তাদের সাক্ষাতের সময় দেন শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‍‘হ্যা, আমি ও আমার মা জায়েদা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা ছিলাম। নেত্রীর সঙ্গে আমরা কথা বলেছি’। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

এদিকে, ২০২১ সালের ১৯ নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের ৭ দিন পর ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিডিওতে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করতে এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা যায়।

পরে জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি ক্ষমতাসীন দল তাকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। এরপরে গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হন মো. জাহাঙ্গীর আলম।

অবশ্য, ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকে একের পর এক সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছিলেন বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। পরে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে আওয়ামী লীগ।