ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান বিচারপতির শোক প্রকাশ উত্তরায় বিমান বিধ্বস্ত : আহতদের মেট্রোরেলে বহনে বগি রিজার্ভ হাসিনা-কাদেরের ঘনিষ্ঠ আ.লীগ নেতাদের সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল   শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত; নিহত ১, আহত ২০ কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর চকরিয়ায় হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ গাড়ি কেনার জন্য টাকা না দেওয়ায় নির্যাতন, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রীর মামলা বেরোবি প্রশাসনকে ‘শাড়ি-চুড়ি’ দিলো শিক্ষার্থীরা রংপুরে ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

ডেঙ্গুর ভয়ে ব্যাগে মশা ভরে হাসপাতালে হাজির ব্যক্তি

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৩০৪ Time View

সারা বছরই কমবেশি মশা দেখা যায়। মশার উপদ্রব নতুন নয়। কিন্তু চিন্তা অন্য কারণে। কারণ, ওই গৃহকর্তা এ ধরনের মশা আগে দেখেননি।

দেখতে সাধারণ মশার চেয়ে বড়, পাগুলোও লম্বা লম্বা। তাই তার চিন্তা বেড়েছে। গৃহকর্তার ধারণা, এগুলো ডেঙ্গু মশা।

আতঙ্কে একটি প্লাস্টিক ব্যাগে দেড়শর মতো মশা ভরে হাসপাতালে ছোটেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে। খবর সংবাদ প্রতিদিনের।

মশাভর্তি ব্যাগ নিয়ে হাসপাতালে যাওয়া ওই ব্যক্তির নাম মনসুর আলী শেখ। তিনি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার খুর্তুবা গ্রামের বাসিন্দা। মশা নিয়ে তিনি মঙ্গলকোট ব্লক হাসপাতালে যান।

কর্তব্যরত চিকিৎসক তাকে জিজ্ঞেস করেন, বলুন আপনার শরীরে কী সমস্যা? তখন মনসুর আলী বলেন, এখনো পর্যন্ত কিছু হয়নি স্যার।

তবে কিছুদিন পরই মনে হয় ইন্তেকাল হয়ে যাবে। আপনারা এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? তখনো কিছু বুঝতে পারেননি চিকিৎসক জুলফিকার আলী। তিনি হাঁ করে ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে রইলেন।

তখন মনসুর আলী একটি প্যাকেট চিকিৎসকের সামনে তুলে ধরে বলতে শুরু করেন, এই দেখুন। এই ধরনের ডেঙ্গু মশায় গ্রাম ছেয়ে গেছে।

চলাফেরা করার সময়ও মশা জেঁকে ধরছে। ডেঙ্গু মশার সঙ্গে থাকলে আর কতদিনই বা বাঁচতে পারব স্যার? আমার ওষুধ চাই না। মশা মারার ওষুধ দিন।

চিকিৎসক দেখেন, প্লাস্টিক ব্যাগে দেড়শর মতো মশা রয়েছে। সেখানে বেশকিছু জ্যান্ত মশাও রয়েছে।

মনসুর আলীর এ কাণ্ড দেখে হো-হো করে হাসতে শুরু করেন চিকিৎসক। দুজনের কথোপকথন শুনে আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী সেখানে ছুটে আসেন। ঘটনা শুনে তারাও হাসতে থাকেন।

চিকিৎসক বলেন, এ আবহাওয়ায় মশার উপদ্রব বেড়েছে এ কথা সত্য। আগে দেখেছি সাপে কাটলে সেই সাপ ধরে চিকিৎসা করাতে আসত মানুষ। মশা ধরে হাসপাতালে আসার ঘটনা আগে শুনিনি।

Please Share This Post in Your Social Media

ডেঙ্গুর ভয়ে ব্যাগে মশা ভরে হাসপাতালে হাজির ব্যক্তি

নওরোজ অনলাইন ডেস্ক
Update Time : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

সারা বছরই কমবেশি মশা দেখা যায়। মশার উপদ্রব নতুন নয়। কিন্তু চিন্তা অন্য কারণে। কারণ, ওই গৃহকর্তা এ ধরনের মশা আগে দেখেননি।

দেখতে সাধারণ মশার চেয়ে বড়, পাগুলোও লম্বা লম্বা। তাই তার চিন্তা বেড়েছে। গৃহকর্তার ধারণা, এগুলো ডেঙ্গু মশা।

আতঙ্কে একটি প্লাস্টিক ব্যাগে দেড়শর মতো মশা ভরে হাসপাতালে ছোটেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে। খবর সংবাদ প্রতিদিনের।

মশাভর্তি ব্যাগ নিয়ে হাসপাতালে যাওয়া ওই ব্যক্তির নাম মনসুর আলী শেখ। তিনি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার খুর্তুবা গ্রামের বাসিন্দা। মশা নিয়ে তিনি মঙ্গলকোট ব্লক হাসপাতালে যান।

কর্তব্যরত চিকিৎসক তাকে জিজ্ঞেস করেন, বলুন আপনার শরীরে কী সমস্যা? তখন মনসুর আলী বলেন, এখনো পর্যন্ত কিছু হয়নি স্যার।

তবে কিছুদিন পরই মনে হয় ইন্তেকাল হয়ে যাবে। আপনারা এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? তখনো কিছু বুঝতে পারেননি চিকিৎসক জুলফিকার আলী। তিনি হাঁ করে ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে রইলেন।

তখন মনসুর আলী একটি প্যাকেট চিকিৎসকের সামনে তুলে ধরে বলতে শুরু করেন, এই দেখুন। এই ধরনের ডেঙ্গু মশায় গ্রাম ছেয়ে গেছে।

চলাফেরা করার সময়ও মশা জেঁকে ধরছে। ডেঙ্গু মশার সঙ্গে থাকলে আর কতদিনই বা বাঁচতে পারব স্যার? আমার ওষুধ চাই না। মশা মারার ওষুধ দিন।

চিকিৎসক দেখেন, প্লাস্টিক ব্যাগে দেড়শর মতো মশা রয়েছে। সেখানে বেশকিছু জ্যান্ত মশাও রয়েছে।

মনসুর আলীর এ কাণ্ড দেখে হো-হো করে হাসতে শুরু করেন চিকিৎসক। দুজনের কথোপকথন শুনে আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী সেখানে ছুটে আসেন। ঘটনা শুনে তারাও হাসতে থাকেন।

চিকিৎসক বলেন, এ আবহাওয়ায় মশার উপদ্রব বেড়েছে এ কথা সত্য। আগে দেখেছি সাপে কাটলে সেই সাপ ধরে চিকিৎসা করাতে আসত মানুষ। মশা ধরে হাসপাতালে আসার ঘটনা আগে শুনিনি।