কিশোরগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম

- Update Time : ০৩:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১১০ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বিএস পাড়ায় নামমাত্র কাজ করে কাবিটা প্রকল্পের বিল উত্তোলনের পায়তারা করছে গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান জোনাব আলী ও ইউপি সদস্য হাসিবুজ্জামান হাসিব।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় সাধারণ ১ম পর্যায়ে গাড়াগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএস পাড়া মিজানুর রহমানের বাড়ী হইতে নেছার মাষ্টারের বাড়ী পর্যন্ত (একশত মিটার ) রাস্তা ব্রিক সলিং করণ ও রাস্তার দুই পাশে মাটি ভরাট করার জন্য বরাদ্দ দেয়া হয় ৩ লক্ষ টাকা। প্রকল্প সভাপতি নিম্নমানের ইট ও বালূ ব্যবহার করে তড়িঘরি করে কাজ শেষ করে ইটের উপরে মাটি ফেলে দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। কাজের প্রাক্কলন অনুযায়ী রাস্তার কাজ শুরু করার আগে রাস্তার (বেট কাটিং) মাটি কেটে সেই খননকৃত স্থানে বালু ও পানি দিয়ে ডাম্পিং করার কথা থাকলেও তা করেনি প্রকল্প সভাপতি হাসিবুজ্জামান হাসিব। নিয়ম অনুযায়ী রাস্তায় সলিংয়ের ইট বসানো হয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।
রাস্তার দুই ধারে ইট খাড়া ভাবে বসানোর নিয়ম থাকলেও তা নিয়ম মানেনি প্রকল্প সভাপতি। রাস্তার দুই পাশে মাটি দিয়ে ভরাট করার থাকলেও তা না করার কারণে এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তার দুই পাশে মাটি ভরার করেন।
গাড়াগ্রাম বিএস পাড়ার কছির উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৭০) ও অছিমুদ্দিনের ছেলে দবির উদ্দিন বলেন,আমাদের কথা কে শোনে। আমরা কথা বললে হয়তো এ কাজটাও করবে না তারা। অফিসের কোন লোকজন কেউ এসে এ কাজ দেখেনি বাবা। আবার কাজ শেষে রাস্তার দুই পাশে মাটি না দিয়ে গর্ত করে রেখে গেছে।
এ ব্যাপারে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য হাসিবুজ্জামান বলেন, আমি আমার ব্যক্তিগত কাজের জন্য ঢাকা এসেছি। বাড়িতে গিয়ে কাজের বিষয়ে ভাল করে দেখবো।
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোনাব আলী বলেন,এ কাজের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এ কাজ করেছেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসিবুজ্জামান, তার সাথে কথা বলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, কাজের মান খারাপ হলে আবার কাজ করে তারপর বিল দেয়া হবে।