আসাদ, দুররানী ও জাহাঙ্গীর জাতীয়তাবাদী ওদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করুন
৩ সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারে প্রেসক্লাবকে মির্জা ফখরুলের চিঠি
- Update Time : ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৪১ Time View
জাতীয় প্রেসক্লাব থেকে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের তিনজন সিনিয়র সদস্যের সদস্যপদ পুনর্বহালের দাবী জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর দেয়া একপত্রে তিনি বলেন, “পতিত ফ্যাসিবাদী সরকার কর্তৃৃক জাতীয় প্রেসক্লাবে আমাকে গ্রেফতার ও অপদস্থকারী ব্যক্তিগণ আসাদুজ্জামান আসাদ, শামসুল হক দুররানী ও জাহাঙ্গীর আলম প্রধান নয়।
উল্লেখিত, তিনজন ঐ ঘটনার দিন আমার সহযোগী হিসেবে সারারাত ও গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত সাথে ছিল। এর মধ্যে আসাদুজ্জামান আসাদ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন। তারা জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। আমার ধারণা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
আমি বিশ্বাস করি, তাদের বিরুদ্ধে আনীত ২৪শে নভেম্বর ২০২৪ নির্বাহী সভার অভিযোগ প্রত্যাহার করে তাদের তিন যুগের অধিক সদস্যপদ পুনর্বহাল করবেন।”
আসাদুজ্জামান আসাদ জানান, মহাসচিবের এই চিঠিটি জমা দিতে গেলে প্রেসক্লাব অফিস গ্রহণ করেনি। পরে জিপিও থেকে রেজিস্ট্রি ডাকযোগে এটি প্রেরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়