ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিহত

আলম খান
  • Update Time : ১১:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ৪৫ Time View

নরসিংদীতে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে গণ সংযোগ করার সময় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া নিহত হয়েছেন।

২২ ই মে বুধবার বিকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আফসান আল আলম।

নিহত সুমন মিয়া (৪০) উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে, পেশায় একজন ব্যবসায়ী ও তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, নির্বাচনী প্রচারে দুপুরে পাড়াতলী মীরেরকান্দি এলাকায় সুমন মিয়া তার সমর্থকরা গণ সংযোগ করেন। তখন সাবেক ছাত্রলীগ নেতা আবিদ হাসান রুবেল নামের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা সুমনদের ওপর হামলা চালায়। হামলায় সুমনসহ পাঁচজন আহত হন।

গুরুতর অবস্থায় সুমন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬ টায় সুমন মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আফসান আল আলম বলেন, ‘দুজন’ প্রার্থী একই এলাকায় প্রচারে গেলে দুজনের গাড়িবহর মুখোমুখি হয়ে যায়। তখন সেখানে দুপক্ষের মধ্যে মারামারি ও হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সুমন মিয়া মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুমন মারা যাওয়ার পর পর আবিদ হাসান রুবেলের মোবাইল বন্ধ পাওয়া যায়।

নরসিংদী -৪(রায়পুরা) আসনের স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিহতে পরিবারের খোঁজ খবর নেন ও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুমন মিয়ার নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিহত

Update Time : ১১:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

নরসিংদীতে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে গণ সংযোগ করার সময় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া নিহত হয়েছেন।

২২ ই মে বুধবার বিকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আফসান আল আলম।

নিহত সুমন মিয়া (৪০) উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে, পেশায় একজন ব্যবসায়ী ও তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, নির্বাচনী প্রচারে দুপুরে পাড়াতলী মীরেরকান্দি এলাকায় সুমন মিয়া তার সমর্থকরা গণ সংযোগ করেন। তখন সাবেক ছাত্রলীগ নেতা আবিদ হাসান রুবেল নামের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা সুমনদের ওপর হামলা চালায়। হামলায় সুমনসহ পাঁচজন আহত হন।

গুরুতর অবস্থায় সুমন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬ টায় সুমন মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আফসান আল আলম বলেন, ‘দুজন’ প্রার্থী একই এলাকায় প্রচারে গেলে দুজনের গাড়িবহর মুখোমুখি হয়ে যায়। তখন সেখানে দুপক্ষের মধ্যে মারামারি ও হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সুমন মিয়া মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুমন মারা যাওয়ার পর পর আবিদ হাসান রুবেলের মোবাইল বন্ধ পাওয়া যায়।

নরসিংদী -৪(রায়পুরা) আসনের স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিহতে পরিবারের খোঁজ খবর নেন ও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুমন মিয়ার নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।