ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুর ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এজাহার ভুক্ত পলাতক আসামি

আব্দুস সবুর
  • Update Time : ০৭:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ৩১ Time View

কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান প্রতারনা মামলার আসামী।

আব্দুল মান্নান এর পিতৃভিটা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর গোলাবাড়িয়া গ্রামে। তবে তিনি বসবাস করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে।আব্দুল মান্নান পূর্ব ফিলিপনগর গ্রামের মৃত ইসমাইল সর্দারের পুত্র।

গত ২৬/০৪/২০২৪ ইং তারিখ মাদারীপুর সদর থানাতে এ মামলা রুজু হয়েছে।মামলা করেন একটি বেসরকারি প্রতিষ্ঠান এনজিওর পক্ষে এরিয়া ম্যানেজার।মামলার বাদী (সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন প্র্যাকটিসেস-“সিদীপ”)এর এরিয়া ম্যনেজার মশিউর রহমান।

মামলা সূত্রে জানা যায়,আব্দুল মান্নানের অবৈধ যোগসাজস,সহযোগীতায় এবং কুপরামর্শে প্রতারণামূলক ভাবে এনজিওর লক্ষ লক্ষ টাকা আত্মসাধের অসৎ উদ্দেশ্যে প্রনোদিত হয়েই মূলত উক্ত এনজিওতে তার নিকটাত্মীয়কে চাকুরিতে যোগদান করান।

তথ্যমতে,মামলাতে আব্দুল মান্নান এর উল্লেখিত বয়সের সাথে তাঁর বর্তমান বয়স,এজাহারে ভুল হওয়ার কারনে অধ্যক্ষ আব্দুল মান্নান এড়িয়ে বিষয়টি এড়িয়ে চলেছে।

মাদারীপুর সদর থানাতে একটি জিআর ৪০৬/৪২০/৪০৮/১০৯/৫০৫(পেনাল কোড-১৮৬০) মামলার নম্বর মাদারীপুর সদর থানার মামলা নং-৬৫,তারিখ ২৬/০৪/২০২৪,মাদারীপুর সদর জিআর:-২৬৯।

তবে মামলার তথ্য বিবরণীর ডকুমেন্টরী নিয়ে গণমাধ্যমকর্মী অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে মান্নানের থলের বিড়াল।অধ্যক্ষ আব্দুল মান্নান এর নামে আরো একাধিক প্রতারণা মামলা রয়েছে,অনেক গুলো আপোষ শর্তে মিমাংসা করে নিয়েছে।আব্দুল মান্নান অত্র এলাকার যুবকদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুপারিশ,গ্র্যান্টার ও গুড সনদ পত্র প্রদান,এসবের বিনিময়ে গোপনে হাতিয়ে নেন ৫০ হাজার থেকে লাখ টাকা।

মামলার বিষয়ে ফিলিপনগর মরিচা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এই মামলা ভুয়া,নাম ঠিকানার গড়মিল রয়েছে,আমি এই মামলা সংক্রান্ত বিষয়ে কিছুই জানিনা,তবে খোজ খবর নিয়ে দেখি।

ফিলিপনগর মরিচার ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন এর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করে অধ্যক্ষের মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ফোনকল রিসিভ করেনি।

Please Share This Post in Your Social Media

দৌলতপুর ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এজাহার ভুক্ত পলাতক আসামি

Update Time : ০৭:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান প্রতারনা মামলার আসামী।

আব্দুল মান্নান এর পিতৃভিটা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর গোলাবাড়িয়া গ্রামে। তবে তিনি বসবাস করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে।আব্দুল মান্নান পূর্ব ফিলিপনগর গ্রামের মৃত ইসমাইল সর্দারের পুত্র।

গত ২৬/০৪/২০২৪ ইং তারিখ মাদারীপুর সদর থানাতে এ মামলা রুজু হয়েছে।মামলা করেন একটি বেসরকারি প্রতিষ্ঠান এনজিওর পক্ষে এরিয়া ম্যানেজার।মামলার বাদী (সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন প্র্যাকটিসেস-“সিদীপ”)এর এরিয়া ম্যনেজার মশিউর রহমান।

মামলা সূত্রে জানা যায়,আব্দুল মান্নানের অবৈধ যোগসাজস,সহযোগীতায় এবং কুপরামর্শে প্রতারণামূলক ভাবে এনজিওর লক্ষ লক্ষ টাকা আত্মসাধের অসৎ উদ্দেশ্যে প্রনোদিত হয়েই মূলত উক্ত এনজিওতে তার নিকটাত্মীয়কে চাকুরিতে যোগদান করান।

তথ্যমতে,মামলাতে আব্দুল মান্নান এর উল্লেখিত বয়সের সাথে তাঁর বর্তমান বয়স,এজাহারে ভুল হওয়ার কারনে অধ্যক্ষ আব্দুল মান্নান এড়িয়ে বিষয়টি এড়িয়ে চলেছে।

মাদারীপুর সদর থানাতে একটি জিআর ৪০৬/৪২০/৪০৮/১০৯/৫০৫(পেনাল কোড-১৮৬০) মামলার নম্বর মাদারীপুর সদর থানার মামলা নং-৬৫,তারিখ ২৬/০৪/২০২৪,মাদারীপুর সদর জিআর:-২৬৯।

তবে মামলার তথ্য বিবরণীর ডকুমেন্টরী নিয়ে গণমাধ্যমকর্মী অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে মান্নানের থলের বিড়াল।অধ্যক্ষ আব্দুল মান্নান এর নামে আরো একাধিক প্রতারণা মামলা রয়েছে,অনেক গুলো আপোষ শর্তে মিমাংসা করে নিয়েছে।আব্দুল মান্নান অত্র এলাকার যুবকদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুপারিশ,গ্র্যান্টার ও গুড সনদ পত্র প্রদান,এসবের বিনিময়ে গোপনে হাতিয়ে নেন ৫০ হাজার থেকে লাখ টাকা।

মামলার বিষয়ে ফিলিপনগর মরিচা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এই মামলা ভুয়া,নাম ঠিকানার গড়মিল রয়েছে,আমি এই মামলা সংক্রান্ত বিষয়ে কিছুই জানিনা,তবে খোজ খবর নিয়ে দেখি।

ফিলিপনগর মরিচার ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন এর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করে অধ্যক্ষের মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ফোনকল রিসিভ করেনি।