এসব ভয়ংকর অ্যাপ ফোনে থাকলে এখনই ডিলিট করুন

- Update Time : ১০:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৬ Time View
সারাক্ষণ স্মার্টফোনে নানান কাজে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করছেন। এই অ্যাপই আপনার জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি গুগল প্লে স্টোরের কয়েকটি অ্যাপের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। যেগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা চুরি করে, এমনকি ফোন কল রেকর্ড করতে সক্ষম।
গুগল দূষিত অ্যাপগুলোকে প্লে স্টোরে প্রবেশ করা থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বললেও, বারবার নতুন হুমকির ঘটনাগুলো এর সামগ্রিক কাজ নিয়ে প্রশ্ন উত্থাপন করে। ইএসইটি-এর গবেষকরা এসব তথ্য সামনে আনেন। তারা ভাজরাস্পাই নামের একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান পান যা তারা ১২টি অ্যাপের মধ্যে পেয়েছেন। খবর টেক রাডার।
গুগলের জন্য বড় উদ্বেগের বিষয় হল এই অ্যাপগুলোর মধ্যে ৬টি দুই বছরেরও বেশি সময় ধরে উপস্থিত ছিল। সংস্থাটি এই ৬টি অ্যাপ সরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সেগুলো অন্যান্য অ্যাপ স্টোর থেকে পাওয়া যায়। যার অর্থ ইউজারদের এখনও সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদের অ্যান্ড্রয়েড ফোনে সেগুলো সাইডলোড করা এড়াতে হবে।
দেখে নিন কোন অ্যাপগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনার ফোনে অ্যাপগুলো থাকলে দ্রুত তা ডিলিট করে ফেলুন।
গুগল প্লে স্টোরে এমন ৬টি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া গিয়েছে –
প্রাইভি টক,
লেটস চ্যাট,
কুইক চ্যাট,
চিট চ্যাট,
রাফাগাট,
মিটমি।
এছাড়াও এমন অনেক অ্যাপ আছে যা দরকারের সময়ে আপনি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে। কিন্তু সাবধান! এসব অ্যাপ ডাউনলোডের সুযোগেই মোবাইলে হয়তো ঢুকে পড়ছে ভাইরাস কিংবা হ্যাক হয়ে যাচ্ছে আপনার মোবাইল ফোন। সম্প্রতি গুগল এ রকম ২২টি অ্যাপকে চিহ্নিত করে ডিলিট করে দিয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এবেলাডটইনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে গুগল প্রায় ৭ লাখ অ্যাপ ডিলিট করে দিয়েছিল! নতুন বছরের শুরুতেই এ রকম ২২টি অ্যাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে গুগল কর্তৃপক্ষ।
অ্যাপগুলো হলো- স্মার্ট সুইপ, রিয়েল টাইম বুস্টার, ফাইল ট্রান্সফার প্রো, নেটওয়ার্ক গার্ড, এলইডি ফ্লাশলাইট, ভয়েস রেকর্ডার প্রো, ফ্রি ওয়াইফাই প্রো, কল রেকর্ডার প্রো, কল রেকর্ডার, রিয়েল টাইম ক্লিনার, সুপার ফ্লাশলাইট লাইট, কল ফ্লাশলাইট, মাস্টার ওয়াইফাই কি, ওয়াইফাই সিকউরিটি মাস্টার- (ওয়াইফাই এনালাইজার, স্পিড টেস্ট), ফ্রি ওয়াইফাই কানেক্ট, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট অলমাইটলি, ব্রাইটেস্ট ফ্লাশলাইট, কল রেকর্ডিং ম্যানেজার, স্মার্ট ফ্রি ওয়াইফাই, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট প্রো, ড. ক্লিনার লাইট, ওয়ালপেপার এইচডি-ব্যাকগ্রাউন্ড।
এই অ্যাপগুলো ব্যবহার করলে মোবাইল ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পাশাপাশি হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে প্রবল। তাই সব দিক বিবেচনা করেই এই অ্যাপগুলো ডিলিট করা হয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।