৮ ঘণ্টা পর লাহোর ও করাচি বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু

- Update Time : ০৪:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২০ Time View

৭ মে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা অপেক্ষা করছেন। ছবি: এএফপি
ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর লাহোর ও করাচিসহ বেশ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এভিয়েশন সূত্র জানায়, লাহোর ও করাচি বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট পুনরায় চালু হয়েছে। করাচি থেকে আজ দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়েছে, যা ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেয়।
লাহোর থেকে করাচিগামী প্রথম ফ্লাইটটি ছিল একটি বেসরকারি এয়ারলাইনের পিএ-৪০১, যা নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। অন্যদিকে করাচি থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সময়সূচি ছিল ভিন্নরকম। দুবাইগামী পিকে-৬০৭ নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যায়, তবে ইস্তাম্বুলগামী টিকে-৭০৯ ফ্লাইটটি বিলম্বিত হয়।
এছাড়া, জেদ্দা থেকে লাহোরগামী পিকে-৮৪২ ফ্লাইটটি উত্তেজনার কারণে করাচিতে অবতরণ করেছিল। আজ সকালে সেটিকে লাহোরে পাঠানো হয়েছে।
যদিও বিমানবন্দর কার্যক্রম আবার শুরু হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ১২ ঘণ্টার জন্য তাদের নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে।
মঙ্গলবার দিবাগত রাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্থগিত করেছিল।
উল্লেখ্য, পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারতের ওই হামলার জবাবে তারা ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান, একটি কমব্যাট ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভারতীয় এক ব্রিগেড সদর দফতরও ধ্বংস করা হয়েছে।