ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৭ দফা দাবিতে রংপুরে শিক্ষকদের বিক্ষোভ: পাওনা পরিশোধে নির্বাহী আদেশের দাবি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৭:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ২৩ Time View

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এসময় বিগত সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে রংপুরের বিভিন্ন উপজেলাসহ মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগরের সভাপতি গোলাম মোস্তফা, জেলা সভাপতি আব্দুল গণি, শিক্ষক ও জামায়াত নেতা রায়হান সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষক নেতারা জানান, স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগি শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গণঅভ্যূত্থান পরবর্তী মানুষের চাহিদা, আশা-আকাঙ্খা ও যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে সংস্কার প্রস্তাব ও নানা দাবি উপস্থাপন করা হলেও সরকার নিরব ভূমিকা পালন করছে। একারনে আন্দোলন আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না।

নেতৃবৃন্দ জানান, তাদের দাবির মধ্যে বাড়ি ভাড়া বেতনের শতকরা ৪৫ ভাগ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা, শতভাগ উৎসব ভাতা প্রদান, প্রস্তাবিত ১ হাজার ৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এবং নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করা। একই সাথে বিগত সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

৭ দফা দাবিতে রংপুরে শিক্ষকদের বিক্ষোভ: পাওনা পরিশোধে নির্বাহী আদেশের দাবি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৭:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এসময় বিগত সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে রংপুরের বিভিন্ন উপজেলাসহ মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগরের সভাপতি গোলাম মোস্তফা, জেলা সভাপতি আব্দুল গণি, শিক্ষক ও জামায়াত নেতা রায়হান সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষক নেতারা জানান, স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগি শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গণঅভ্যূত্থান পরবর্তী মানুষের চাহিদা, আশা-আকাঙ্খা ও যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে সংস্কার প্রস্তাব ও নানা দাবি উপস্থাপন করা হলেও সরকার নিরব ভূমিকা পালন করছে। একারনে আন্দোলন আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না।

নেতৃবৃন্দ জানান, তাদের দাবির মধ্যে বাড়ি ভাড়া বেতনের শতকরা ৪৫ ভাগ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা, শতভাগ উৎসব ভাতা প্রদান, প্রস্তাবিত ১ হাজার ৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এবং নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করা। একই সাথে বিগত সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।