৬ শতাধিক মানুষকে নিজ হাতে আপ্যায়ন করলেন ইসমত তাকির বাবু

- Update Time : ১০:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ১৮৮ Time View
পবিত্র ঈদুল আজহার আনন্দ ত্যাগের মহিমায় উদ্বেলিত করে ধর্মপ্রাণ প্রতিটি মুসলমান নর ও নারীদের। কোরবানি মানুষের আত্মাকে শুদ্ধ করে,ভেতরের পশুত্বকে হত্যা করাই কোরবানি উদ্দেশ্য, তারই আলোকে রাজধানীর সবুজবাগের বর্তমান ৫নং সাবেক ২৮নং ওয়ার্ড পূর্ব বাসাবো কদমতলার কৃতি সন্তান,শিক্ষানুরাগী,সমাজব্যক্তিত্ব,সমাজসেবক ও ৫নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ ইসমত তাকির বাবু ৬ থেকে ৭ শতাধিক প্রতিবেশি কাছের অসহায় মানুষদের সাথে বসে মেজবানের আয়োজন করেন।
প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যকে দাওয়াত দিয়ে সম্মানের সাথে গরুর মাংস দিয়ে সাদা ভাত আপ্যায়ন করেন। ঈদের দিন কোরবানি দিলেও পারিবারিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাবু।
এ অনুষ্ঠানের লক্ষ্য যারা কোরবানি দিতে পারেনি, কারো কাছে চাইতে পারে না, তাদের পুরো পরিবারকে দাওয়াতের মাধ্যমে পেট ভরে আপ্যায়ন করা। প্রতিবেশিদের সাথে পরিবারের মতো মিশে যাওয়াই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানান ইসমত তাকির বাবু।
নিজ হাতে মাংস তুলে দিয়ে প্রতিটি টেবিলে খোঁজ নিয়ে মায়া ও ভালবাসার সহিত প্রত্যেককে আপ্যায়ন করেন তিনি।
ইসমত তাকির বাবু বলেন,আমার বাবা একজন মানবিক ও ধার্মিক মানুষ ছিলেন। আমি বঙ্গবন্ধুর আদর্শে-শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি, আমাদের মাননীয় সাংসদ জনাব সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায়। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, আমার আশেপাশের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যদের প্রতিচ্ছবি। তাদের সাথে একবেলা খেতে পারা আমার সৌভাগ্য বলে আমি মনে করি। কারণ রিজিকের মালিক মহান রাব্বুল আলামিন।
পারিবারিক এ সামান্ন্য আয়োজন আমাকে আরো বড় কিছু করার অনুপ্রেরণা দিচ্ছে। সবাই আমার আমন্ত্রণে এসেছে, সবাই দোয়া করেছে। সমাজের সবাই সবার স্থান থেকে প্রতিবেশীদের জন্য কিছু করার চেষ্টা করলেই হাঁসি ফুটবে অনেক অসহায় প্রতিবেশিদের মুখে।
দাওয়াতে অংশ নেয়া আওলাত হোসেন বলেন, ইসমত তাকির বাবু ভাই একজন ভালো মানুষ, তিনি সব সময় আমাদের পাশে থাকেন। সমস্যায় পড়লে তাকে পাশে পাই। আজকে তিনি যে সম্মান দিলেন আমাদের, আল্লাহ্ তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়