৫ বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা আটকে দিলেন ট্রাম্প

- Update Time : ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৪ Time View
মার্কিন কংগ্রেস অনুমোদিত ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস শুক্রবার এ তথ্য জানিয়েছে। এ পদক্ষেপে ডেমোক্র্যাটরা তীব্র বিরোধিতা করায় ফেডারেল অচলাবস্থার ঝুঁকি বেড়েছে।
প্রতিনিধি পরিষদে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, এ কাটছাঁট স্টেট ডিপার্টমেন্ট ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) বিভিন্ন প্রকল্পকে প্রভাবিত করবে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন কার্যত ইউএসএআইডিকে ভেঙে দিয়েছে। ১৯৬১ সালে স্নায়ু যুদ্ধের সময় উন্নয়নশীল দেশগুলোকে যুক্তরাষ্ট্রের পক্ষে আনতে প্রেসিডেন্ট জন এফ কেনেডি এ সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর ৮৫ শতাংশ কর্মসূচি ছাঁটাই করার পর থেকে সংস্থাটি স্টেট ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প সরকারি বিভিন্ন সংস্থা ছোট করা বা পুরোপুরি ভেঙে দেওয়ার ব্যাপক পদক্ষেপ শুরু করেন।
ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছে, কংগ্রেস অনুমোদিত অর্থ ফেরত নেওয়ার যে কোনো চেষ্টা হলে বাজেট নিয়ে আলোচনাই ভেস্তে যাবে। এতে ৩০ সেপ্টেম্বরের পর থেকে সরকার কার্যত অচল হওয়ার শঙ্কা তৈরি হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়