ব্রেকিং নিউজঃ
৫ তলা থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৬ Time View
চট্টগ্রামে নগর পুলিশ লাইনসের একটি ভবনের ৫ তলা থেকে পড়ে জাহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলামের বাড়ি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায়। তিনি ২০২০ সালে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন।
সবশেষ তিনি নগর পুলিশের ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে- অসতর্কতাবশত পড়ে তার মৃত্যু হয়েছে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তার পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।