১৭০ শিক্ষার্থীকে নিয়ে বাকৃবি পশুপালন অনুষদের ইন্টার্নশিপ যাত্রা শুরু

- Update Time : ০৩:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৭২ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্মাতক পশুপালন অনুষদের ২১তম ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, এবছর পশু পালন অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১ এর ১৭০ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশগ্রহন করবেন। এর মধ্যে ২০ জন শিক্ষার্থী দেশের বাইরে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন।
পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের নির্বাহী পরিচালক ড. কাজী মোঃ ইমদাদুল হক এবং আমান পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের নির্বাহী পরিচালক মো. আব্দুল আজিজ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এবছর যারা ইন্টার্নশিপে যাচ্ছে তাদের জন্য খুব ভালো লাগছে, আমি সবার মঙ্গল কামনা করছি। ইন্টার্নশিপ হচ্ছে জীবনের পরিবর্তনের সূচনার ধাপ। এর মাধ্যমে পেশাগত জীবনে পরিবর্তন আসবে। প্রান্তিক পর্যায়ের খামারিদের বাস্তবতা উপলব্ধি করতে পারবে। একাডেমিক তত্ত্বীয় শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দেবে।