ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১,৬০০ কেজির ‘জেএফ-১৭ থান্ডারের’ দাম ৫০ লাখ রুপি!

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৩:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ৬০ Time View

১,৬০০ কেজি ওজনের ‘জেএফ-১৭ থান্ডার’।ছবি: দ্য নিউজ

১,৬০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ষাঁড়। ‘জেএফ-১৭ থান্ডার’ নামের এই ষাঁড়টি ৫০ লাখ পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছে। সম্প্রতি হায়দরাবাদের লিয়াকত কলোনির এ ঘটনা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানির জন্য প্রস্তুত এই চমকপ্রদ পশুটিকে দেখতে এবং তার সঙ্গে সেলফি তুলতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে।

ষাঁড়টির সাবেক মালিক শাহরুখ এ উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে নতুন ক্রেতা এবং তাদের অতিথিদের জন্য শোভাযাত্রা, সজ্জা ও বিনোদনের ব্যবস্থা ছিল।

সাংস্কৃতিক সৌহার্দ্যের অংশ হিসেবে ওই অনুষ্ঠানে আতিথেয়তা জানানোর রীতি মেনে উভয়পক্ষের মধ্যে টাকা এবং ফুলের মালা, সঙ্গে ঐতিহ্যবাহী ‘আজরাক’ উপহার হিসেবে আদান-প্রদান করা হয়।

তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো ষাঁড়টির নাম। পাকিস্তান বিমানবাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’ থেকে অনুপ্রাণিত হয়েই এটির নামকরণ করা হয়েছে বলা মনে করা হচ্ছে। এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে একটি কুরবানির পশুর একই নামকরণ এবং তার এতো বেশি দামে বিক্রি হওয়া- এটাই প্রমাণ করে যে, পাকিস্তানে গৃহপালিত পশুর গড় মান ও গঠন কতটা মূল্যবান হয়ে উঠেছে।

তবে ধর্মীয় আলেমরা মনে করিয়ে দিয়েছেন, কুরবানির প্রকৃত তাৎপর্য পশুর আকার-আয়তনে নয়, বরং তা নির্ভর করে তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের ওপর।

তাদের মতে, মূলত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই আন্তরিকতাই নিশ্চিত করে যে কুরবানি মহান আল্লাহর দরবারে গৃহীত হবে। সূত্র: দ্য নিউজ

পাকিস্তান বিমানবাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তজনার মধ্যেই সবচেয়ে আলোচিত ছিল ‘জেএফ-১৭ থান্ডার’। ওই সময় ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’-এর অংশ হিসেবে ভারতীয় বিমান ভূপাতিত করতে ব্যবহৃত হয়েছিল ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান।

Please Share This Post in Your Social Media

১,৬০০ কেজির ‘জেএফ-১৭ থান্ডারের’ দাম ৫০ লাখ রুপি!

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৩:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

১,৬০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ষাঁড়। ‘জেএফ-১৭ থান্ডার’ নামের এই ষাঁড়টি ৫০ লাখ পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছে। সম্প্রতি হায়দরাবাদের লিয়াকত কলোনির এ ঘটনা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানির জন্য প্রস্তুত এই চমকপ্রদ পশুটিকে দেখতে এবং তার সঙ্গে সেলফি তুলতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে।

ষাঁড়টির সাবেক মালিক শাহরুখ এ উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে নতুন ক্রেতা এবং তাদের অতিথিদের জন্য শোভাযাত্রা, সজ্জা ও বিনোদনের ব্যবস্থা ছিল।

সাংস্কৃতিক সৌহার্দ্যের অংশ হিসেবে ওই অনুষ্ঠানে আতিথেয়তা জানানোর রীতি মেনে উভয়পক্ষের মধ্যে টাকা এবং ফুলের মালা, সঙ্গে ঐতিহ্যবাহী ‘আজরাক’ উপহার হিসেবে আদান-প্রদান করা হয়।

তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো ষাঁড়টির নাম। পাকিস্তান বিমানবাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’ থেকে অনুপ্রাণিত হয়েই এটির নামকরণ করা হয়েছে বলা মনে করা হচ্ছে। এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে একটি কুরবানির পশুর একই নামকরণ এবং তার এতো বেশি দামে বিক্রি হওয়া- এটাই প্রমাণ করে যে, পাকিস্তানে গৃহপালিত পশুর গড় মান ও গঠন কতটা মূল্যবান হয়ে উঠেছে।

তবে ধর্মীয় আলেমরা মনে করিয়ে দিয়েছেন, কুরবানির প্রকৃত তাৎপর্য পশুর আকার-আয়তনে নয়, বরং তা নির্ভর করে তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের ওপর।

তাদের মতে, মূলত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই আন্তরিকতাই নিশ্চিত করে যে কুরবানি মহান আল্লাহর দরবারে গৃহীত হবে। সূত্র: দ্য নিউজ

পাকিস্তান বিমানবাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তজনার মধ্যেই সবচেয়ে আলোচিত ছিল ‘জেএফ-১৭ থান্ডার’। ওই সময় ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’-এর অংশ হিসেবে ভারতীয় বিমান ভূপাতিত করতে ব্যবহৃত হয়েছিল ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান।