ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১১ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ

নওরোজ ডেস্ক
  • Update Time : ১১:৫৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ১১২ Time View

দুর্গাপূজাসহ বেশ কয়েকটি পূজা ও দিবসের সমন্বয়ে টানা ১১ দিনের ছুটির পর আজ রোববার খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (২০ অক্টোবর) সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাতি শাখার ক্লাসও শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্লাসে এসে শিক্ষার্থীরা উৎফুল্ল বলে জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

এ বিষয়ে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন বলেন, সকালেই প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করছিলাম। বেশ উৎফুল্ল আমাদের শিক্ষার্থীরা। বন্ধের আগে দেশের যে পরিস্থিতি নিয়ে ছাত্রদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল, সেগুলোও কাটিয়ে উঠেছে আশা করি।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

১১ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ

নওরোজ ডেস্ক
Update Time : ১১:৫৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দুর্গাপূজাসহ বেশ কয়েকটি পূজা ও দিবসের সমন্বয়ে টানা ১১ দিনের ছুটির পর আজ রোববার খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (২০ অক্টোবর) সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাতি শাখার ক্লাসও শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্লাসে এসে শিক্ষার্থীরা উৎফুল্ল বলে জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

এ বিষয়ে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন বলেন, সকালেই প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করছিলাম। বেশ উৎফুল্ল আমাদের শিক্ষার্থীরা। বন্ধের আগে দেশের যে পরিস্থিতি নিয়ে ছাত্রদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল, সেগুলোও কাটিয়ে উঠেছে আশা করি।

নওরোজ/এসএইচ