প্রাথমিক বিদ্যালয়
১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি
- Update Time : ০৭:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১০৬৯ Time View
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০,২১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার (৫ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে দেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে। পরে ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। কিছু ত্রুটি সংশোধনের পর ২ নভেম্বর নতুনভাবে নিয়োগ বিধিমালা প্রকাশ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দেশে বর্তমানে প্রায় ১৩,৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য, এবং নভেম্বরে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

































































































































































































