হাতিয়ায় “জিয়া সাইবার ফোর্স” এর আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- Update Time : ০৫:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ৬১ Time View
তথ্যপ্রযুক্তি-নির্ভর, সচেতন ও দক্ষ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সর্ববৃহৎ অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন “জিয়া সাইবার ফোর্স” হাতিয়া উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নোয়াখালী জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মনির হোসেন পাটোয়ারী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. মোঃ আলা উদ্দিন সুজন এর স্বাক্ষরে ঘোষিত এ কমিটিতে—
ইয়াছিন আলী (সুজন) কে আহ্বায়ক, শাখাওয়াত হোসেন কে সদস্য সচিব এবং নাহিদ মাহমুদ কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। কমিটি গঠন সম্পূর্ণ করা হয়েছে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী।
জেলা নেতৃত্ব জানান—এই কমিটি হাতিয়ার তরুণদের আরও সচেতন, ডিজিটাল দক্ষ ও সমাজমনস্ক করে গড়ে তুলবে। আধুনিক প্রযুক্তি জ্ঞানে প্রজন্মকে এগিয়ে নিতে এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
জিয়া সাইবার ফোর্স হাতিয়ায় নিম্নোক্ত চারটি মূল উদ্দেশ্যকে সামনে রেখে এগোতে চায়—
(১) স্কুল–কলেজ ও সাধারণ মানুষের মধ্যে ইন্টারনেট নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও ডিজিটাল জ্ঞান ছড়িয়ে দেওয়া।
(২) ভুয়া তথ্য, অপপ্রচার ও গুজব চিহ্নিত করে অনলাইনে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা।
(৩) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশপ্রেম, নেতৃত্ব ও সুশিক্ষিত রাজনৈতিক চেতনা গড়ে তোলা।
(৪) তরুণ সমাজকে প্রযুক্তি-নির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা।
আহ্বায়ক ইয়াছিন আলী (সুজন) বলেন—এই কমিটি শুধু একটি কাঠামো নয়—এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার। হাতিয়ার তরুণ সমাজকে প্রযুক্তি ও নেতৃত্বের আলোয় আলোকিত করাই আমাদের লক্ষ্য।
সদস্য সচিব শাখাওয়াত হোসেন বলেন—ডিজিটাল নিরাপত্তা তখনই নিশ্চিত হবে, যখন জনগণ সচেতন হবে। আমরা মানুষের পাশে থেকে সেই সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করব।
বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সামনে রেখে ইউনিয়নভিত্তিক সভা–সেমিনার সদস্যভিত্তিক প্রশিক্ষণ ও সাইবার ওয়াচ টিম গঠন করে অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত গুজব প্রতিরোধ, সঠিক তথ্য প্রচার এবং বিশ্লেষণমূলক আলোচনা করা।
এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে জিয়া সাইবার ফোর্স নোয়াখালী জেলা একটি নতুন অগ্রযাত্রার সূচনা করলো। তরুণ প্রজন্মের অংশগ্রহণ, প্রযুক্তি জ্ঞান ও দেশপ্রেমকে একত্রিত করে একটি শক্তিশালী ও সচেতন ডিজিটাল সমাজ গড়ে উঠবে এটাই সকলের প্রত্যাশা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































